কুপন কোড রিডিম করা

YouTube কুপন কোড হল এমন একটি ক্রেডিট যা সিনেমা বা টিভি শো ভাড়া নেওয়া বা কেনার সময় প্রয়োগ করা যেতে পারে। কেবলমাত্র উল্লেখ করা এইসব ক্ষেত্রেই কুপন কোড রিডিম করা যেতে পারে। যেমন, আপনি যদি সিনেমা ভাড়া নেওয়ার জন্য একটি কুপন কোড পেয়ে থাকেন, তাহলে এই ক্রেডিট কোনও টিভি শো কেনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না।

আপনি কম্পিউটারে বা বাছাই করা কিছু মোবাইল ডিভাইস ব্যবহার করে কুপন কোড রিডিম করতে পারবেন।

কম্পিউটার থেকে কুপন কোড রিডিম করতে:

  1. মুভি ও শো পৃষ্ঠায় যান অথবা YouTube-এ মুভি বা টিভি শো সার্চ করে দেখুন যেগুলি আপনি কিনতে বা ভাড়া নিতে চান।
  2. কেনার বা ভাড়া নেওয়ার জন্য দেখতে পাওয়া বোতামটিতে ক্লিক করুন।
  3. মুভি বা টিভি শো পোস্টারের নিচে থাকা প্রোমো কোড লিখুন বিকল্প বেছে নিন এবং আপনি যে কোডটি পেয়েছেন সেটি টাইপ করুন।
  4. কেনা বা ভাড়া নেওয়া, আপনার যেটি পছন্দ, সেটি বেছে নিন।
  5. ছাড়ের পরিমাণ অনুসারে, মুভি ভাড়া নেওয়া বা কেনাকাটার জন্য আপডেট করা দাম দেখানো হবে। তবে, ফ্রি মুভি বা টিভি শো রিডিম করার জন্য আপনাকে একটি সঠিক পেমেন্ট পদ্ধতি বেছে নিতে হবে। আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি বেছে নিয়ে কিনুন বিকল্পে ট্যাপ করুন।

আপনার YouTube কুপন কোড রিডিম করার সময় কোনও সমস্যা হলে, উল্লেখ করা এই পরামর্শ অনুসরণ করুন অথবা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

কুপন কোড সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধানকারী পরামর্শ:

  • সঠিক ফিল্ডে কুপন কোড লিখেছেন কিনা যাচাই করুন। 'Google Play গিফ্ট কার্ড বা প্রোমো কোড' ফিল্ডে YouTube কুপন কোড লিখলে তা কাজ করবে না।
  • সঠিক কোড লিখেছেন কিনা ভাল করে দেখে নিন। কোডে থাকা বড় হাতের ও ছোট হাতের অক্ষরের দিকে খেয়াল রাখুন।
  • কুপন কোডটি যে উদ্দেশ্যে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, আপনি সেই কাজেই ব্যবহার করছেন কিনা দেখে নিন। যেমন, আপনি যদি ফ্রিতে মুভি বা টিভি শো ভাড়া নেওয়ার জন্য একটি কুপন কোড পেয়ে থাকেন, তাহলে অন্য কোনও কন্টেন্ট কেনার সময় এই কোড ব্যবহার করা যাবে না।
  • আপনার কুপন কোডের মেয়াদ কতদিন তা যাচাই করে নিন:
    • মেয়াদ শেষ হওয়ার তারিখ চেক করে নিন: কিছু কুপন কোড নির্দিষ্ট তারিখের আগে ব্যবহার করতে হয়। আপনি যদি এমন কোড পেয়ে থাকেন যেটিতে 'সীমিত সময়ের জন্য প্রযোজ্য' লেখা থাকে, সেক্ষেত্রে ওই কুপন কোডে বা আপনাকে পাঠানো ইমেলে মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা থাকবে।
    • কুপন কোডটি আগেই ব্যবহার করা হয়ে গেছে কিনা চেক করে নেবেন। কোড একবার ব্যবহার করা হয়ে গেলে, অন্য কোনও মুভি বা টিভি প্রোগ্রাম ফ্রিতে দেখার জন্য সেটি আর ব্যবহার করা যাবে না।
  • মুভি বা টিভি শো ছাড়ের সুবিধা সহ ভাড়া নেওয়া অথবা কেনাকাটার প্রসেস সম্পূর্ণ করতে কিনুন বোতামে ক্লিক করার আগে সঠিক পেমেন্ট পদ্ধতি বেছে নিয়েছেন কিনা ভাল করে দেখে নেবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4036135374788718560
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false