Facebook ও Twitter-এ ভুল ভিডিও মেটাডেটা ঠিক করুন

Facebook বা Twitter-এ আপনি কোনও ভিডিওর YouTube ইউআরএল লিখলে, সেটির পুরনো শীর্ষক, বিবরণ বা থাম্বনেল দেখানো হতে পারে অথবা সেগুলিতে ভুল থাকতে পারে।

শীর্ষক বা বিবরণ সঙ্গে সঙ্গে আপডেট করুন

Facebook

Facebook-এ অন্যান্য ব্যবহারকারী আপনার ভিডিও শেয়ার করতে পারেন এবং সেটির শীর্ষক বা বিবরণে যে ভুল আছে তা আপনার নজরে আসতে পারে। Facebook ডিবাগ টুলে ভিডিওর ইউআরএল লিখুন এবং সেটি সঙ্গে সঙ্গে ক্যাশে করা শীর্ষক ও বিবরণ আপডেট করে দেবে।

অন্য কোনও সমস্যা হলে, Facebook-কে সেটি জানান

Twitter

Twitter-এ অন্যান্য ব্যবহারকারী আপনার ভিডিও শেয়ার করতে পারেন এবং সেটির শীর্ষক বা বিবরণে যে ভুল আছে তা আপনার নজরে আসতে পারে। Twitter কার্ড ভ্যালিডেটরে ভিডিওর ইউআরএল লিখুন এবং সেটি সঙ্গে সঙ্গে ক্যাশে করা শীর্ষক ও বিবরণ আপডেট করে দেবে।

এই সমস্যা এড়িয়ে যান

অন্য কোনও ওয়েবসাইট বা অ্যাপে ভিডিওর লিঙ্ক পেস্ট করার আগে সেটি YouTube-এ প্রসেস করা, সর্বজনীন হিসেবে সেট করা এবং সেটির ভিডিও মেটাডেটা সেট করা হয়েছে কিনা দেখুন। ভিডিও লিঙ্ক পেস্ট করা হলে, ভিডিওর তথ্য সেই মুহূর্তে ক্যাশেতে যোগ হয়ে যাবে। YouTube-এ মেটাডেটা পরিবর্তন করা হলেও, ক্যাশে আপডেট হওয়ার আগে ইউআরএল পেস্ট করা হলে পুরনো তথ্য দেখানো হবে।

আরও জানুন

YouTube-এ ভিডিও প্রসেসিং শেষ হওয়ার আগেই, সেটি কোনও পোস্টে যোগ করা হলে এই সমস্যা দেখা যায়। ভিডিও ব্যক্তিগত হিসেবে সেট করা থাকলেও এটি হতে পারে। এছাড়াও, থাম্বনেল বা মেটাডেটা আপডেট করার আগে আপনি হয়ত পোস্ট শেয়ার করেছেন।

ভিডিও প্রসেস করার পরে সেটি সর্বজনীন হিসেবে সেট করা ও মেটাডেটা সেট করার পরেও পুরনো শীর্ষক, বিবরণ বা থাম্বনেল দেখানো হতে পারে। Facebook বা Twitter ক্যাশে আপডেট করার পরে এই সমস্যার সমাধান হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7760957491694408319
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false