আপনার ভিডিও বদল করা বা মোছা

আপনার YouTube চ্যানেলে আপলোড করা যেকোনও ভিডিও মুছতে পারবেন। কোনও নতুন ভিডিও আপলোড করলে, সেটির জন্য নতুন URL তৈরি হয়ে যাবে, তাই আপনি কোনও ভিডিও বদলাতে পারবেন না। তবে, আপনি আগে থেকেই যে ভিডিওটি রয়েছে, সেটি পরিবর্তন করতে পারবেন।

আপনার নিজের ভিডিও মুছে দিন

আপনার Google অ্যাকাউন্ট দিয়ে আপলোড করা যেকোনও ভিডিও আপনি মুছে দিতে পারেন। আপনি কোনও ভিডিও মুছে দিলে, এটি স্থায়ীভাবে মুছে যাবে — এটি আর YouTube-এর মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন না। এটি যদি আবার দেখতে চান তাহলে ব্যাক-আপ করে রাখতে ভুলবেন না।

  1. YouTube -এ সাইন-ইন করুন।
  2. আপনার 'প্রোফাইল ছবি  এবং তারপর আপনার ভিডিও' বিকল্পে ট্যাপ করুন।
  • অথবা মাঝের মেনু থেকে, চ্যানেল দেখুন বিকল্পে ট্যাপ করুন।
  1. আপনি যে ভিডিওটি মুছতে চান, তার ঠিক পাশে 'আরও '' এবং তারপর মুছে দিন ' বিকল্প বেছে নিন।
  2. কনফার্ম করতে মুছুন বিকল্পে ট্যাপ করুন

আপনি কোনও ভিডিও মুছে দিলে YouTube Analytics-এ সেই ভিডিওর ইউআরএল এবং নাম দেখতে বা খুঁজে পাবেন না। ভিডিওর সাথে যুক্ত থাকা ডেটা যেমন, দেখার সময়, এর পরেও সামগ্রিক রিপোর্টে অন্তর্ভুক্ত থাকবে তবে মুছে ফেলা ভিডিওতে এটি অ্যাট্রিবিউট করা হবে না।

কোনও ভিডিও বদল করা

আপনি ভিডিও বদলাতে পারবেন না, কারণ নতুন কোন ভিডিও YouTube-এ আপলোড করলে সেটিতে নতুন URL তৈরি হয়ে যায়। এর পরিবর্তে আপনি এগুলি করতে পারেন:

অপব্যবহার, হয়রানি, অনুপযুক্ত কন্টেন্ট অথবা গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ জানাতে, সুরক্ষা কেন্দ্র দেখুন। কপিরাইট সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে, কপিরাইট কেন্দ্র দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9432968237841427826
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false