YouTube চ্যানেল ম্যানেজ করা

আপনার YouTube চ্যানেলে "ব্র্যান্ড অ্যাকাউন্ট" সংক্রান্ত নতুন তথ্য অথবা অ্যাকাউন্ট বদলানোর জন্য উপলভ্য বোতামে ক্লিক করলে একটি নতুন অ্যাকাউন্ট দেখতে পাতে পারেন। এটির কারণ হল সাম্প্রতিক YouTube আপডেটের সময় আপনার চ্যানেল একটি ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা হয়েছে। ব্র্যান্ড অ্যাকাউন্টে মাইগ্রেট করা চ্যানেল সম্পর্কে আরও জানুন।

YouTube চ্যানেল আপনি একাই ম্যানেজ করবেন নাকি একাধিক ব্যক্তি ম্যানেজ করবেন তা সেট-আপ করতে পারবেন। YouTube চ্যানেলের জন্য আপনি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে একটি বেছে নিতে পারবেন:

  • আপনার ব্যক্তিগত Google অ্যাকাউন্টে কানেক্ট করুন: চ্যানেল আপনার Google অ্যাকাউন্টের নাম ও ফটো ব্যবহার করা হবে।
  • এটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করুন: আপনি Google অ্যাকাউন্টে যে নাম ব্যবহার করছেন, YouTube চ্যানেলে তার থেকে আলাদা নাম ব্যবহার করতে পারবেন।

আপনার চ্যানেলটিকে কোনও ব্র্যান্ড অ্যাকাউন্ট অথবা আপনার ব্যক্তিগত Google অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে উৎসাহ দিই। লিঙ্ক করা হলে তা আপনার চ্যানেলের পরিচয় যাচাইকরণে সাহায্য করতে পারবে।

আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করুন

Google অ্যাকাউন্ট শুধুমাত্র একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট, তাই এর ক্ষেত্রে কানেক্ট করা যেকোনও YouTube চ্যানেল সহ সব Google পরিষেবা জুড়ে একটিই নাম এবং পরিচয় ব্যবহার করা হয়।

আপনার YouTube চ্যানেলের সাথে Google অ্যাকাউন্ট কানেক্ট করুন

আপনি Google অ্যাকাউন্টের সাথে YouTube চ্যানেলে কানেক্ট করলে:

  • কে চ্যানেল ম্যানেজ করতে পারবেন: শুধুমাত্র আপনি YouTube চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন এবং আপনাকে Google অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
  • কোন নাম এবং ফটো দেখানো হবে: আপনার Google অ্যাকাউন্ট (এবং Gmail বা Google Docs-এর মতো বাকি Google পরিষেবা) যে নাম ও ফটো ব্যবহার করে সেই নাম এবং ফটো YouTube চ্যানেলও ব্যবহার করা হয়।

ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করুন

YouTube চ্যানেল কোনও ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকলে, একাধিক অ্যাকাউন্ট জুড়ে শেয়ার করা যাবে।

আপনার YouTube চ্যানেল কোনও ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করলে:

  • চ্যানেল কে ম্যানেজ করতে পারবেন এবং তার মালিক কে হবেন: একাধিক Google অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজ করতে এবং তার মালিক হতে পারে এবং সেই ম্যানেজার বা মালিকদের মধ্যে যেকেউ ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা YouTube চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন। আপনি অন্যান্য মালিকদের চ্যানেলে যোগ করলে, তারা চ্যানেলটি মুছে ফেলা এবং অন্যান্য মালিককে সরিয়ে দেওয়া সহ, এর উপর যেকোনও অ্যাকশন নিতে পারবেন।
  • কোন নাম ও ফটো দেখানো হবে: YouTube চ্যানেলে আপনার বা যেকোনও ম্যানেজারের Google অ্যাকাউন্টের থেকে আলাদা নাম ও ফটো ব্যবহার করা যাবে।

আপনার Google অ্যাকাউন্টের মাধ্যমে ম্যানেজ করা হয় এমন ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করুন

আপনি একটি Google অ্যাকাউন্ট ব্যবহার, YouTube চ্যানেলের সাথে কানেক্ট করা একাধিক ব্র্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন।

আপনি যদি YouTube চ্যানেল এমন ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করেন যেটি শুধুমাত্র আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করে ম্যানেজ করা হয়, তাহলে:

  • চ্যানেল কে ম্যানেজ করতে পারবেন: ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে যদি একাধিক YouTube চ্যানেল কানেক্ট করা থাকে, তাহলে আপনি সাইন-আউট না করে একটিই Google অ্যাকাউন্টের মাধ্যমে সবকটি চ্যানেল ম্যানেজ করতে পারবেন। কীভাবে আপনার ম্যানেজ করা চ্যানেলগুলির মধ্যে অদলবদল করবেন তা জানুন।
  • কোন নাম এবং ফটো দেখানো হবে: YouTube চ্যানেলে আপনার Google অ্যাকাউন্ট এবং সেটির মাধ্যমে ম্যানেজ করা হয় এমন যেকোনও ব্র্যান্ড অ্যাকাউন্টের থেকে আলাদা নাম ও ফটো ব্যবহার করা হতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4916688072733250859
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false