ভিডিও আপলোড করার সময় আটকে আছে

ভিডিও আপলোড হতে অনেক সময় লাগা অথবা ভিডিও আপলোড করার সময় আটকে যাওয়া সংক্রান্ত সমস্যা সমাধানের পরামর্শ।

আপলোড হতে কত সময় লাগবে তা আপনার আপলোড করা ফাইলের সাইজের উপর নির্ভর করে। এছাড়া, আপলোড হতে কত সময় লাগবে তা ইন্টারনেটের ব্যান্ডউইথ এবং আপলোড ট্রাফিকের কারণে আলাদা আলাদা হতে পারে। ভিডিও আপলোড হতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। যদি মনে হয় যে ভিডিও আপলোড হওয়ার সময় আটকে গেছে বা অনেক সময় লাগছে, সেক্ষেত্রে এর সম্ভাব্য কারণ হতে পারে এইগুলি:

  • ফাইলের ধরন ও সাইজ: ভিডিও ফাইলের ধরন এবং ভিডিও ফর্ম্যাট অনুযায়ী আপনার ভিডিওর সাইজ পরিবর্তন হয়। দ্রুত আপলোড করার জন্য, আমাদের সাজেস্ট করা এইসব ফর্ম্যাটে ভিডিও এনকোড করুন।
  • ইন্টারনেট কানেকশনের স্পিড কম: আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড পরীক্ষা করতে, Google-এ গিয়ে "ইন্টারনেট স্পিড টেস্ট" লিখে সার্চ করুন। ভিডিও আপলোড হতে দেরি হওয়ার অন্যতম কারণ হল ইন্টারনেট কানেকশনের স্পিড কম থাকা ও ইন্টারনেট ঠিকভাবে কাজ না করা।
  • আপলোড ট্রাফিক বেশি: আপনি হয়ত ব্যস্ত সময়ে আপলোড করছেন। দিনের কোনও ব্যস্ত সময়ে, আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আপলোড ট্রাফিকের চাহিদা অত্যাধিক বেড়ে যায় এবং তখন YouTube-এ ভিডিও আপলোড করতে অনেক সময় লেগে যেতে পারে। YouTube-এ ভিডিও পারফর্ম্যান্স সম্পর্কে আরও জানুন।
  • কোয়ালিটি: ভাল কোয়ালিটির ভিডিও আপলোড করতে বেশি সময় লাগে। অর্থাৎ, একটি 1080p রেজোলিউশনের ভিডিও আপলোড করতে যে সময় লাগে, একটি 4K রেজোলিউশনের ভিডিও আপলোড করতে তার চেয়ে বেশি সময় লাগবে।

আপনি যদি উপরে উল্লেখ করা কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের সাজেশন হল, আপনার ভিডিও YouTube-এ আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

আগের অসম্পূর্ণ আপলোড চালিয়ে যাওয়া

ভিডিও আপলোড করার সময় হঠাৎ কোনও কারণে যদি আপলোড বন্ধ করে থাকেন, তাহলে যত পর্যন্ত আপলোড করে বন্ধ করেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকেই আবার আপলোড শুরু করতে পারবেন। youtube.com/upload-এ ফিরে গিয়ে আপনার কম্পিউটার থেকে একই ফাইল বেছে নিয়ে আপলোড করা চালিয়ে যান।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11757197179559785229
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false