কমেন্ট বিজ্ঞপ্তির সেটিংস পরিবর্তন করা

নতুন কমেন্ট ও উত্তরের মতো চ্যানেলের অ্যাক্টিভিটির ব্যাপারে ইমেল ও মোবাইল বিজ্ঞপ্তি পাবেন কিনা তা ম্যানেজ করার জন্য বিজ্ঞপ্তি সেটিংস ব্যবহার করুন।

সেটিংস পর্যালোচনা করার সময় একথা মনে রাখবেন যে ভিডিওতে পরপর করা কমেন্টের প্রতিটির জন্য বিজ্ঞপ্তি নাও পাঠানো হতে পারে। পরিবর্তে, আমরা মাঝে মাঝে আপনাকে বিজ্ঞপ্তি পাঠাই।

'কমেন্ট বিজ্ঞপ্তিকরণ' ফিচার ম্যানেজ করুন

  1. www.youtube.com-এ যান এবং আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, আপনার 'প্রোফাইল ছবি  এবং তারপর সেটিংস ' বিকল্পে ক্লিক করুন।
  3. বাঁদিকে, আপনার অ্যাকাউন্ট বিজ্ঞপ্তি পেতে, বিজ্ঞপ্তি বিকল্পে ক্লিক করুন।
  4. “আপনার পছন্দ” বিকল্পের ঠিক পাশে, লাইক বা উত্তরের মতো চ্যানেল ও কমেন্টে করা অ্যাক্টিভিটি সম্বন্ধে আপনাকে জানানো হবে কিনা তার বিকল্প বেছে নিন।

ইমেল বিজ্ঞপ্তি ম্যানেজ করুন

কমেন্ট সহ অ্যাক্টিভিটির ব্যাপারে ইমেল পাওয়ার জন্য:

  1. আপনার অ্যাকাউন্ট বিজ্ঞপ্তি বিকল্পে যান
  2. “ইমেল বিজ্ঞপ্তি” বিকল্পের অধীনে, আমার YouTube অ্যাক্টিভিটি ও অনুরোধ করা আপডেটের বিষয়ে ইমেল পাঠান বিকল্প চালু করুন।
চ্যানেল অ্যাক্টিভিটির ব্যাপারে ইমেল পরিষেবার সুবিধা বন্ধ করতে চাইছেন?
যেকোনও 'কমেন্ট বিজ্ঞপ্তিকরণ' ইমেলে দেওয়া আনসাবস্ক্রাইব করার লিঙ্ক বেছে নিয়ে আপনি এই ইমেল পাওয়ার সুবিধা বন্ধ করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9550799199746136474
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false