অডিও লাইব্রেরি থেকে মিউজিক ও সাউন্ড এফেক্ট নিয়ে ব্যবহার করা

YouTube Studio-এর অডিও লাইব্রেরি বিকল্পে, আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য রয়্যালটি-ফ্রি প্রোডাকশন মিউজিক এবং সাউন্ড এফেক্ট পাবেন। 

অডিও লাইব্রেরি খুলুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে অডিও লাইব্রেরি বেছে নিন।

আপনি youtube.com/audiolibrary লিঙ্ক থেকেও সরাসরি অডিও লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবেন।

অডিও লাইব্রেরিতে সার্চ করুন

মিউজিক খুঁজুন

আপনার ভিডিওর জন্য ট্র্যাক খুঁজতে, ফ্রি মিউজিক ট্যাবে ফিল্টার  ও সার্চ বার ব্যবহার করুন। 

নির্দিষ্ট ট্র্যাক খুঁজে পেতে সার্চ বারে ট্র্যাকের শীর্ষক, আর্টিস্টের নাম বা কীওয়ার্ড লিখুন। ট্র্যাকের শীর্ষক, জনরা, মেজাজ, আর্টিস্টের নাম, অ্যাট্রিবিউশন বা সময়কাল (মিউজিক কতক্ষণ চলবে তা সেকেন্ডে দেখানো হয়) অনুযায়ী মিউজিক খুঁজতে আপনি ফিল্টারও ব্যবহার করতে পারেন। 

সার্চ ফলাফল রিফাইন করতে আর্টিস্টের নাম, জনরা বা কোনও ট্র্যাকের মেজাজ বিকল্পের পাশে থাকা ফিল্টার  বিকল্পে ক্লিক করুন। সার্চ ফলাফলকে ট্র্যাকের শীর্ষক, শিল্পীর নাম, সময়কাল বা তারিখ অনুযায়ী সাজাতে আপনি সংশ্লিষ্ট কলামে ক্লিক করতে পারেন।

পছন্দের ট্র্যাক সেভ করতে, সেটির শীর্ষকের পাশে থাকা স্টার আইকনে ক্লিক করুন। পছন্দের ট্র্যাকের তালিকা দেখতে, স্টার দেওয়া ট্যাবে ক্লিক করুন।

নতুন রিলিজ হওয়া মিউজিক প্রতি মাসে দু'বার অডিও লাইব্রেরিতে যোগ করা হয়।

সাউন্ড এফেক্ট খুঁজুন

আপনার ভিডিওর জন্য সাউন্ড এফেক্ট খুঁজতে সাউন্ড এফেক্ট ট্যাব, তারপরে ফিল্টার  ও সার্চ বার ব্যবহার করুন। 

নির্দিষ্ট ট্র্যাক খুঁজে পেতে সার্চ বারে ট্র্যাকের শীর্ষক বা কীওয়ার্ড লিখুন। এছাড়াও, আপনি বিভাগ ও সময়কাল (মিউজিক কতক্ষণ চলবে তা সেকেন্ডে দেখানো হয়) অনুযায়ী সাউন্ড এফেক্ট ফিল্টার করতে পারেন। 

অডিও চালান ও ডাউনলোড করুন

কোনও ট্র্যাকের নমুনা চেক করতে, 'চালান' বিকল্পে ক্লিক করুন। ট্র্যাকটি ভালো লাগলে, MP3 ফাইলটি পেতে তারিখের উপর মাউস নিয়ে যান এবং ডাউনলোড করুন বিকল্পে ক্লিক করুন।

অডিও লাইব্রেরি ব্রাউজ করার সময় ট্র্যাকটি চলতে থাকবে। অডিও প্লেয়ারের কন্ট্রোল ব্যবহার করে আপনি এই ট্র্যাক পজ করতে, অডিওর অন্য কোনও অংশ শুনতে এবং আগের বা পরের ট্র্যাক চালাতে পারবেন।

অ্যাট্রিবিউশন দিন

আপনি যদি এমন কোনও ট্র্যাক ব্যবহার করেন যাতে ক্রিয়েটিভ কমন্স  লাইসেন্স আছে, আপনার ভিডিও বিবরণে আর্টিস্টকে ক্রেডিট দিতে হবে। অ্যাট্রিবিউশন সম্পর্কিত তথ্য তৈরি করতে আপনি এগুলি ব্যবহার করতে পারবেন:

  1. YouTube Studio অ্যাপে সাইন-ইন করুন। 
  2. বাঁদিকের মেনু থেকে অডিও লাইব্রেরি বেছে নিন।
  3. আপনি যে ট্র্যাক ব্যবহার করতে চান সেটি খুঁজে নিন।
    • মনে রাখবেন: ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স থাকা সব মিউজিক ব্রাউজ করত, 'ফিল্টার বার > অ্যাট্রিবিউশন প্রয়োজন' বিকল্পে ক্লিক করুন।
  4. লাইসেন্সের ধরন কলামে, ক্রিয়েটিভ কমন্স আইকনে ক্লিক করুন
  5. অ্যাট্রিবিউশন টেক্সট কপি করতে, পপ-আপ উইন্ডোতে কপি বিকল্পে ক্লিক করুন আপনি এই তথ্য ভিডিওর বিবরণে পেস্ট করতে পারবেন।

আপনি যদি এমন কোনও মিউজিক খুঁজতে চান যাতে স্ট্যান্ডার্ড YouTube অডিও লাইব্রেরি আছে এমন যার জন্য অ্যাট্রিবিউশনের প্রয়োজন নেই 'ফিল্টার বার  > অ্যাট্রিবিউশন প্রয়োজন নেই বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন: আপনার ভিডিও যদি YouTube অডিও লাইব্রেরি থেকে কোনও মিউজিক ব্যবহার করেন, “এই ভিডিওতে মিউজিক” বিভাগটি আপনার একটি ভিডিও পৃষ্ঠাতে দেখানো হবে। মনে রাখবেন যে আপনার ভিডিও যদি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স থাকা মিউজিক ব্যবহার করে, তবুও আপনার ভিডিও বিবরণে অ্যাট্রিবিউশন তথ্য দিতে হবে।

আপনার ভিডিও মনিটাইজ করুন

আপনার চ্যানেল YouTube পার্টনার প্রোগ্রামে থাকলে, YouTube অডিও লাইব্রেরি থেকে নেওয়া মিউজিক ও সাউন্ড এফেক্ট সহ ভিডিও মনিটাইজ করতে পারবেন।

অডিও লাইব্রেরি থেকে নেওয়া কপিরাইট-সুরক্ষিত মিউজিক বা সাউন্ড এফেক্টের মালিকরা কন্টেন্ট আইডি সিস্টেম ব্যবহার করে সেগুলি দাবি করতে পারবেন না।

মনে রাখবেন:

  • কেবলমাত্র অডিও লাইব্রেরি থেকে নেওয়া মিউজিক বা সাউন্ড এফেক্ট YouTube-এ কপিরাইট-সেফ হিসেবে গণ্য হয়।
  • YouTube চ্যানেল বা অন্য মিউজিক লাইব্রেরি থেকে নেওয়া "রয়্যালটি-ফ্রি" মিউজিক বা সাউন্ড এফেক্ট নিয়ে কোনও সমস্যা হলে YouTube সেটির জন্য দায়িত্ব নেবে না।
  • YouTube কোনও আইনি নির্দেশ প্রদান করতে পারবে না, প্ল্যাটফর্মের বাইরের কোনও মিউজিক সংক্রান্ত সমস্যার ব্যাপারে নির্দেশও এর মধ্যে অন্তর্ভুক্ত।
  • মিউজিকের ব্যবহার প্রসঙ্গে আপনার প্রশ্ন থাকলে, আপনি কোনও উপযুক্ত আইনজীবীর সাথে আলোচনা করে দেখতে পারেন।

 আপনি কী ধরনের কন্টেন্ট মনিটাইজ করতে পারবেন সেই সম্পর্কে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3402319467077703001
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false