কুকি ও ক্যাশে মোছা

আপনি Chrome-এর মতো কোনও ব্রাউজার ব্যবহার করলে, সেটি ক্যাশে ও কুকিতে ওয়েবসাইটের কিছু তথ্য সেভ করে রাখে। সেগুলি মুছে দিলে কিছু সমস্যার সমাধান হয়, যেমন সাইটে লোডিং অথবা ফর্ম্যাটিং সংক্রান্ত সমস্যা।

Chrome-এ

  1. আপনার কম্পিউটারে Chrome খুলুন।
  2. একেবারে উপরে ডানদিকে, 'আরও আরও এবং তারপর ব্রাউজ করা ডেটা মুছুন' বিকল্পে ক্লিক করুন।
  3. সময়ের রেঞ্জ বেছে নিন, যেমন শেষ ঘণ্টা বা সব সময়
  4. যে ধরনের তথ্য সরিয়ে দিতে চান তা বেছে নিন।
  5. ডেটা মুছুন বিকল্পে ক্লিক করুন।

Chrome থেকে আরও কুকি সেটিংস পরিবর্তন করার সম্পর্কে জানুন। যেমন, আপনি কোনও নির্দিষ্ট সাইটের জন্য কুকি মুছুন।

অন্য ব্রাউজারে

আপনি Safari, Firefox বা অন্য ব্রাউজার ব্যবহার করলে, নির্দেশাবলীর জন্য এর সহায়তা সংক্রান্ত সাইট চেক করুন।

আপনি এই তথ্য মুছে দেওয়ার পরে যা ঘটে

আপনি ক্যাশে ও কুকি মুছে দেওয়ার পরে:

  • সাইটের কিছু সেটিংস মুছে যায়। যেমন, আপনি সাইন-ইন করে থাকলে, আপনাকে আবার সাইন-ইন করতে হবে।
  • আপনি Chrome-এ সিঙ্ক চালু করলে, আপনার সব ডিভাইস জুড়ে নিজের সমস্ত ডেটা মুছে দেওয়ার জন্য যে Google অ্যাকাউন্টে সিঙ্ক করছেন, সেখানে সাইন-ইন করে থাকতে পারবেন।
  • ছবির মতো কন্টেন্ট আবার লোড করার প্রয়োজন থাকার জন্য, কিছু সাইট ধীর গতির মনে হতে পারে।

ক্যাশে ও কুকি কীভাবে কাজ করে

  • আপনার ভিজিট করা সাইট যেসব ফাইল তৈরি করে সেগুলিকেই কুকি বলে। এগুলি ব্রাউজিং ডেটা সেভ করে আপনাকে আরও ভালো অনলাইন অভিজ্ঞতা দেয়।
  • ক্যাশে পৃষ্ঠার কিছু অংশ যেমন ছবি মনে রাখে বলে, এই পৃষ্ঠাটি পরবর্তী সময়ে ভিজিট করার সময় সেটি চটপট খুলতে সাহায্য করে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5054390646786870052
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false