কুকি ও ক্যাশে মোছা

আপনি Chrome-এর মতো কোনও ব্রাউজার ব্যবহার করলে, সেটি ক্যাশে ও কুকিতে ওয়েবসাইটের কিছু তথ্য সেভ করে রাখে। সেগুলি মুছে দিলে কিছু সমস্যার সমাধান হয়, যেমন সাইটে লোডিং অথবা ফর্ম্যাটিং সংক্রান্ত সমস্যা।

ক্যাশে ও কুকি মোছার আগে

আপনার ক্যাশে ও কুকি মোছার সময়, আপনার ব্রাউজার Google অ্যাকাউন্ট থেকে হয়ত সাইন-আউট করিয়ে দিতে পারে। আপনি যাতে আবার সাইন-ইন করতে পারেন তা নিশ্চিত করতে, আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ফোন নম্বরইমেল আইডি আপডেট করুন।

Chrome অ্যাপে

  1. আপনার iPhone বা iPad থেকে, ChromeChrome খুলুন।
  2. 'আরও' More এবং তারপর ব্রাউজ করা ডেটা মুছুন বিকল্পে ট্যাপ করুন।
  3. যে ধরনের তথ্য সরিয়ে দিতে চান তা বেছে নিন।
  4. ব্রাউজ করা ডেটা মুছুন বিকল্পে ট্যাপ করুন।
  5. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।

Chrome থেকে আরও কুকি সেটিংস পরিবর্তন করার সম্পর্কে জানুন

অন্য ব্রাউজার অ্যাপে

আপনি Safari, Firefox বা অন্য ব্রাউজার ব্যবহার করলে, নির্দেশাবলীর জন্য এর সহায়তা সংক্রান্ত সাইট চেক করুন।

আপনি এই তথ্য মুছে দেওয়ার পরে যা ঘটে

আপনি ক্যাশে ও কুকি মুছে দেওয়ার পরে:

  • সাইটের কিছু সেটিংস মুছে যায়। যেমন, আপনি সাইন-ইন করে থাকলে, আপনাকে আবার সাইন-ইন করতে হবে।
  • ছবির মতো কন্টেন্ট আবার লোড করার প্রয়োজন হয় বলে কিছু সাইটের স্পিড কম বলে মনে হতে পারে।

ক্যাশে ও কুকি কীভাবে কাজ করে

  • আপনার ভিজিট করা সাইট যেসব ফাইল তৈরি করে সেগুলিকেই কুকি বলে। এগুলি ব্রাউজিং ডেটা সেভ করে আপনাকে আরও ভালো অনলাইন অভিজ্ঞতা দেয়।
  • আপনার পরবর্তী ভিজিটের সময় দ্রুত খোলার ব্যাপারে সাহায্য করতে পৃষ্ঠার কিছু অংশ ক্যাশে মনে রাখে, যেমন ছবি।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9013806728246923950
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false