প্লেলিস্টের গোপনীয়তা সেটিং পরিবর্তন করা

আপনি কোনও প্লেলিস্ট তৈরি করলে, প্লেলিস্ট 'সবর্জনীন', 'ব্যক্তিগত' বা 'তালিকাভুক্ত নেই' হিসেবে সেট করতে পারবেন — ঠিক যেমন, আপনি স্বতন্ত্র ভিডিও-এর ক্ষেত্রে করতে পারেন।

মনে রাখবেন: YouTube-এ ম্যানেজ করা অভিজ্ঞতার ক্ষেত্রে এই ফিচারের সুবিধা পাওয়া যাবে না। আরও জানুন।

YouTube Studio-তে প্লেলিস্টের গোপনীয়তা সেট করা

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে  প্লেলিস্ট ""বিকল্পটি বেছে নিন।
  3. যে প্লেলিস্ট আপডেট করতে চান সেটির ঠিক পাশে থাকা 'YouTube খুলে এডিট করুন' "" বিকল্পে ক্লিক করুন।
  4. প্লেলিস্টের নামের নিচে থাকা প্লেলিস্টের গোপনীয়তার ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন।
  5. নতুন গোপনীয়তা সেটিংস বেছে নিন।  
  6. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

YouTube-এ প্লেলিস্টের গোপনীয়তা সেট করুন

  1. আপনার সব প্লেলিস্ট দেখতে 'অ্যাকাউন্ট' ট্যাবে যান।
  2. আপনি যে প্লেলিস্ট এডিট করতে চান সেটি বেছে নিন।
  3. প্লেলিস্টের নামের নিচে থাকা প্লেলিস্টের গোপনীয়তার ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8916924152510451829
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false