কাস্টম URL এক নজরে

কাস্টম URL এখন ব্যবহারকারীদের আপনার হ্যান্ডেল অনুযায়ী নতুন URL-এ রিডাইরেক্ট করবে। নিজের চ্যানেলের URL পরিবর্তন করতে চাইলে, youtube.com/handle লিঙ্কে গিয়ে আপনার হ্যান্ডেল আপডেট করার মাধ্যমে তা করতে পারবেন।
 

আর নতুন কাস্টম URL সেট-আপ করা এবং বর্তমান কাস্টম URL পরিবর্তন করা যাবে না। বর্তমান কাস্টম URL কাজ করা চালিয়ে যাবে। স্থায়ীভাবে কাস্টম URL মুছে দেওয়ার প্রয়োজন হলে, আপনি তা চ্যানেল মুছে দেওয়ার মাধ্যমে করতে পারবেন। মনে রাখবেন, চ্যানেল মুছে দেওয়া হল একটি স্থায়ী অ্যাকশন।

আপনার চ্যানেলের নতুন URL তৈরি করতে চাইলে, নিজের হ্যান্ডেল পরিবর্তন করুন। চ্যানেল মালিক হিসেবে আপনি হ্যান্ডেল বেছে নিলে বা পরিবর্তন করলে অটোমেটিক একটি হ্যান্ডেল URL তৈরি হয়। এটি এইরকম দেখতে হয়: youtube.com/@youtubecreators. 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7527298045018259748
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false