ভিডিও ডিস্ট্রিবিউশন পরিবর্তন করা

আপনার ভিডিও সব প্ল্যাটফর্মে দেখাতে চান, না কি শুধুমাত্র মনিটাইজড প্ল্যাটফর্মে দেখাতে চান তা 'ডিস্ট্রিবিউশন' সেটিংস থেকে বেছে নিন। যেসব ব্যবহারকারী আপনার মনিটাইজ করার পার্টনার নয় তারা 'ডিস্ট্রিবিউশন' সেটিংস পরিবর্তন করতে পারবে না।

ভিডিও ডিস্ট্রিবিউশন সেট করুন

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন ও তারপর যে ভিডিও এডিট করতে চান তা বেছে নিন।
  3. মেনুর নিচ পর্যন্ত স্ক্রল করুন এবং তারপর আরও দেখুন বিকল্পে ক্লিক করুন।
  4. এরপর ডিস্ট্রিবিউশন বক্সের "লাইসেন্স এবং ডিস্ট্রিবিউশন" বিভাগে দেওয়া "সব জায়গায়" ও "এই ভিডিওটি কেবলমাত্র মনিটাইজড প্ল্যাটফর্মে উপলভ্য করুন" বিকল্প দু'টি থেকে একটি বেছে নিন।
  5. সেভ করুন বিকল্প বেছে নিন।

দাবি সহ ভিডিও

কোনও ভিডিওতে 'ডিস্ট্রিবিউশন' সেটিংস প্রযোজ্য হবে কিনা তা নির্ভর করে ভিডিওটিতে কোনও দাবি করা কন্টেন্ট আছে কিনা তার উপর।

  • কোনও দাবি করা ভিডিওর ক্ষেত্রে ব্যবহারকারী নয় বরং দাবিদারের সেট করা 'ডিস্ট্রিবিউশন' সেটিংস প্রযোজ্য হবে।
  • কোনও ভিডিওতে থাকা মিউজিকের সম্পর্কে যদি দাবি করা হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহারকারীর নয় বরং দাবিদারের সেট করা 'ডিস্ট্রিবিউশন' সেটিংস প্রযোজ্য হবে।

মনিটাইজড প্ল্যাটফর্ম ও বাকি সব প্ল্যাটফর্মের পার্থক্য

নিচে উল্লেখ করা প্ল্যাটফর্মগুলি আমরা মনিটাইজ করা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে থাকি:

  • www.youtube.com
  • YouTube অ্যাপ
  • টিভি সহ Xbox, Android TV, PlayStation, এবং Chromecast-এ YouTube অ্যাপ ব্যবহার করা হলে
  • বেশিরভাগ স্মার্টফোন ব্যবহার করে m.youtube.com লিঙ্ক অ্যাক্সেস করলে
  • Apple TV-তে YouTube অ্যাপ ব্যবহার

উপরে উল্লেখ করা মনিটাইজড প্ল্যাটফর্মের সাথেই "সব প্ল্যাটফর্ম" অন্তর্ভুক্ত তবে তা নিচে উল্লেখ করা প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নয়:

  • iOS 5 এবং তার চেয়ে পুরনো ভার্সনগুলিতে আগে থেকে ইনস্টল করা YouTube অ্যাপ
  • ফিচার ফোন ও TV-তে ব্যবহার করা পুরনো YouTube অ্যাপ
  • ফিচার ফোন ব্যবহার করে m.youtube.com লিঙ্ক অ্যাক্সেস করলে

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1020039716385803433
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false