ভিডিওর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করা

আপনার ভিডিও কোথায় দেখানো হবে এবং কে দেখতে পারবেন তা নিয়ন্ত্রণ করতে আপনার ভিডিওর গোপনীয়তা সেটিংস আপডেট করুন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের বাঁদিকের মেনু থেকে, কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. আপনি যে ভিডিও আপডেট করতে চান, সেটি পয়েন্ট করুন। আপনার আপলোড করা লাইভ ভিডিও দেখতে, লাইভট্যাব বেছে নিন।
  4. "দৃশ্যমানতা" বিকল্পে নিম্নমুখী তীরচিহ্ন আইকনে ক্লিক করুন এবং সর্বজনীন, ব্যক্তিগত বা তালিকাভুক্ত নেই বিকল্প বেছে নিন।
  5. সেভ করুন

মনে রাখবেন: ১৩-১৭ বছর বয়সী ক্রিয়েটরদের ভিডিওর ডিফল্ট গোপনীয়তা সেটিং হল 'ব্যক্তিগত'। আপনি ১৮ বছর বা তার বেশি বয়সী হলে, আপনার ভিডিওর ডিফল্ট গোপনীয়তা সেটিং 'সর্বজনীন' হিসেবে সেট করা হয়। প্রত্যেকেই এই সেটিং পরিবর্তন করে, তার ভিডিও সর্বজনীন, ব্যক্তিগত বা তালিকাভুক্ত নয় হিসেবে সেট করতে পারেন।

What are video privacy settings on YouTube?

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

গোপনীয়তা সেটিংসের ব্যাপারে

সর্বজনীন ভিডিও
YouTube ব্যবহারকারী যে কেউ সর্বজনীন ভিডিও দেখতে পাবেন YouTube ব্যবহার করেন এমন যেকোনও ব্যক্তির সাথে সেগুলি শেয়ার করা যাবে। আপলোড করা হলে সেগুলি আপনার চ্যানেলে পোস্ট হয়ে যায় এবং সার্চ ফলাফল ও এই ধরনের ভিডিওর তালিকায় দেখানো যেতে পারে।
ব্যক্তিগত ভিডিও

ব্যক্তিগত ভিডিও ও প্লেলিস্ট কেবলমাত্র আপনি ও আপনার বেছে নেওয়া ব্যক্তিরাই দেখতে পাবে। আপনার ব্যক্তিগত ভিডিও আপনার চ্যানেল হোমপেজের ভিডিও ট্যাবে দেখানো হবে না। এছাড়াও, সেগুলি YouTube-এর সার্চ ফলাফলে দেখানো হবে না। বিজ্ঞাপনের উপযুক্ততা, কপিরাইট এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ করার পদ্ধতির জন্য YouTube সিস্টেম এবং পর্যালোচকরা ম্যানুয়ালি ব্যক্তিগত ভিডিও পর্যালোচনা করতে পারেন।

ব্যক্তিগত ভিডিও শেয়ার করতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিওটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
  4. দৃশ্যমানতা বক্সে ক্লিক করুন এবং ব্যক্তিগতভাবে শেয়ার করুন বিকল্প বেছে নিন।
  5. আপনি যাদের সাথে ভিডিও শেয়ার করতে চান তাদের ইমেল আইডি লিখুন, তারপরে সেভ করুন বিকল্প বেছে নিন।

ব্যক্তিগত ভিডিওতে কমেন্ট করা যাবে না। সর্বজনীনভাবে উপলভ্য নয় এমন কোনও ভিডিওতে আপনি কমেন্ট করার অনুমতি দিতে চাইলে, গোপনীয়তা সেটিং পরিবর্তন করে 'তালিকাভুক্ত নয়' হিসেবে সেট করুন।

তালিকাভুক্ত নয় এমন ভিডিও

তালিকাভুক্ত নয় এমন ভিডিও ও প্লেলিস্ট, যে ব্যক্তির কাছে লিঙ্ক আছে তিনি দেখতে এবং শেয়ার করতে পারবেন। তালিকাভুক্ত নয় এমন ভিডিও আপনার চ্যানেলের হোমপেজে থাকা ভিডিও ট্যাবে দেখানো হবে না। আপনার তালিকাভুক্ত নয় এমন ভিডিওগুলি কেউ সর্বজনীন প্লেলিস্টে যোগ না করলে সেগুলি YouTube-এর সার্চ ফলাফলে দেখানো হবে না।

তালিকাভুক্ত নয় এমন কোনও ভিডিওর URL আপনি শেয়ার করতে পারেন। আপনি যাদের সাথে ভিডিও শেয়ার করবেন, Google অ্যাকাউন্ট না থাকলেও তারা ভিডিও দেখতে পারবেন। যে ব্যক্তির কাছে লিঙ্ক আছে তিনি ভিডিওটি আবার শেয়ার করতে পারবেন।

ফিচার ব্যক্তিগত তালিকাভুক্ত নয় সর্বজনীন
URL শেয়ার করতে পারেন না হ্যাঁ হ্যাঁ
চ্যানেল বিভাগে যোগ করা যাবে না হ্যাঁ হ্যাঁ
সার্চে, সম্পর্কিত একই ধরনের ভিডিও এবং সাজেশনে দেখানো হতে পারে না না হ্যাঁ
আপনার চ্যানেলে পোস্ট করা হয়েছে না না হ্যাঁ
সাবস্ক্রাইবার ফিডে দেখা যায় না না হ্যাঁ
কমেন্ট করা যেতে পারে না হ্যাঁ হ্যাঁ
সর্বজনীন প্লেলিস্টে দেখানো হতে পারে না হ্যাঁ হ্যাঁ

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9036885443746736065
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false