'ড্রিম স্ক্রিন' টুলের মাধ্যমে Shorts-এ AI-জেনারেটেড কন্টেন্ট তৈরি করা

মনে রাখবেন: YouTube অনবরত বিভিন্ন ধরনের নতুন ও পরীক্ষামূলক ফিচার পরীক্ষা করে চলেছে। বর্তমানে এই ফিচার শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট দেশে বসবাসকারী সীমিত সংখ্যক ক্রিয়েটরের জন্যই উপলভ্য। এই পরীক্ষা সীমিতভাবে করার উদ্দেশ্য হল প্রোডাক্টের ভবিষ্যৎ আইটেরেশন সম্পর্কে ভালো করে জানা এবং সেটি তৈরি করার জন্য আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করছি কিনা তা নিশ্চিত করা।

সারা পৃথিবীর দর্শকরা নিজেদের Shorts-এ রিমিক্স করার জন্য, Shorts-এ কোনও পরিবর্তন না করে হুবহু ব্যবহার করতে পারবেন।

'ড্রিম স্ক্রিন' হল YouTube-এর একটি পরীক্ষামূলক AI-জেনারেটেড ফিচার, যেটি আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে। আপনার দেওয়া প্রম্পটের ভিত্তিতে এটি অনন্য ছবি অথবা ভিডিও তৈরি করে যার ফলে আপনি সহজেই সেগুলিকে Short-এ 'সবুজ স্ক্রিন' ব্যাকগ্রাউন্ড হিসেবে যোগ করতে পারবেন। AI-জেনারেটেড কন্টেন্টের কাজ করার পদ্ধতি বিষয়ক আমাদের গোপনীয়তা নীতি সম্পর্কে আরও জানুন

ড্রিম স্ক্রিন ব্যবহার করে কন্টেন্ট তৈরি সংক্রান্ত নির্দেশিকা

'ড্রিম স্ক্রিন' ফিচারের প্রদান করা AI-জেনারেটেড ক্রিয়েশন সহ YouTube-এর সব কন্টেন্টকে অবশ্যই আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। AI টুল ব্যবহার করে তৈরি করা কন্টেন্ট সহ প্রকাশিত কন্টেন্টে ক্রিয়েটর এইসব নিয়ম মেনে চলা নিশ্চিত করার ব্যাপারে দায়বদ্ধ থাকেন।

আমাদের নীতি নেভিগেট করার ব্যাপারে ক্রিয়েটরদের সাহায্য করতে, AI টুলে আমরা রক্ষা করার কৌশল যোগ করেছি। এর লক্ষ্য হল, ক্রিয়েটরদের আমাদের কমিউনিটি নির্দেশিকা অনুসরণ করতে এবং অনুপযুক্ত কন্টেন্ট তৈরি করা এড়াতে সাহায্য করা। যেমন, আমাদের নীতি লঙ্ঘন করলে আমরা প্রম্পট অথবা যেগুলিতে সংবেদনশীল বিষয়ের উল্লেখ থাকে আমরা তা ব্লক করে দিতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, সহজে শনাক্তকরণযোগ্য ব্যক্তিদের ফটোরিয়েলিস্টিক ছবি তৈরি করা যাতে ক্রিয়েটররা এড়াতে পারেন, সেই ব্যাপারে সাহায্য করতে আমাদের AI টুল তৈরি করা হয়েছে। ডিপ ফেক ও অন্যান্য ক্ষতিকর কন্টেন্ট তৈরিতে এই ধরনের ছবি ব্যবহার করা হতে পারে।

আরও জানতে অথবা সম্ভাব্য গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ সংক্রান্ত সমস্যা তুলে ধরতে, YouTube-এর গোপনীয়তা নির্দেশিকা পর্যালোচনা করুন।

যেকোনও জেনারেটিভ AI টুল ব্যবহার করলেই ভুলের সম্ভাবনা থাকে বলে আমরা সবসময় সবকিছু সঠিকভাবে করতে পারি না। এই কারণেই YouTube-এ প্রকাশ করার আগে AI-জেনারেটেড সব কন্টেন্ট ভালোভাবে দেখে নেওয়ার ব্যাপারে আমরা ক্রিয়েটরদের উৎসাহ দিই, অন্য পরিস্থিতিতে তারা যেভাবে চেক করেন এক্ষেত্রেও যাতে ঠিক সেইভাবে দেখেন। আমরা ক্রমেই উন্নতি করছি, তাই মতামত জানার প্রক্রিয়া চালিয়ে যাব।

নতুন: 'ড্রিম স্ক্রিন' ফিচার ব্যবহার করে ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি করা

'ড্রিম স্ক্রিন' ফিচার ব্যবহার করে Short তৈরি করা

  1. YouTube অ্যাপ খুলুন।
  2. 'তৈরি করুন ' বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রিনের ডানদিকের মেনু থেকে, সবুজ স্ক্রিন বিকল্পে ট্যাপ করুন।
  4. স্ক্রিনের সবচেয়ে নিচ থেকে, বেছে নিন।
    • মনে রাখবেন: আপনার লোকেশন এবং পরীক্ষাটি এখন কোন পর্যায়ে আছে তার উপর ভিত্তি করে ফিচারের উপলভ্যতা আলাদা আলাদা হতে পারে।
  5. আপনি যে কন্টেন্ট জেনারেট করতে চান সেটির বিবরণ দিন।
    • মনে রাখবেন: বর্তমানে, আপনি শুধু ইংরেজিতে প্রম্পট লিখতে পারবেন।
  6. তৈরি করুন বিকল্পে ট্যাপ করুন।
  7. ছবি বেছে নিন।
  8. ছবি ব্যবহার করুন অথবা ভিডিও তৈরি করুন বিকল্প বেছে নিন, তারপর রেকর্ডিংয়ের জন্য এটিকে 'সবুজ স্ক্রিন' ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করুন।
  9. আপনার Short-এ বিবরণ এবং গোপনীয়তা সেটিংসের মতো তথ্য যোগ করুন।
  10. প্রকাশ করার জন্য, শর্ট আপলোড করুন বিকল্পে ট্যাপ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3506238660235787882
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false