YouTube কন্টেন্ট রেটিং

আপনি শুধু পেড কন্টেন্টে YouTube কন্টেন্ট রেটিং প্রয়োগ করতে পারবেন। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কন্টেন্ট আছে এমন কিছু ভিডিওর উপর বিধিনিষেধ প্রয়োগ করতে, বয়স সংক্রান্ত বিধিনিষেধ ফিচার ব্যবহার করুন।

YouTube-এর কন্টেন্ট রেটিং লেবেলের সাহায্যে কোনও ভিডিওতে থাকা প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কন্টেন্টকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। প্রত্যেক বিভাগে তিনটি বিকল্প আছে যেগুলি থেকে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কন্টেন্টের লেভেল বোঝা যায়:

  • প্রথম বিকল্পের (এটি ডিফল্ট হিসেবে সেট করা থাকে) মাধ্যমে বিভাগে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কোনও কন্টেন্ট নেই তা বোঝানো হয়
  • দ্বিতীয় বিকল্পের মাধ্যমে বোঝানো হয় যে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কন্টেন্ট আছে, কিন্তু সেটি খুব গুরুতর নয়
  • তৃতীয় বিকল্পের মাধ্যমে শুধু ১৮ ও এর চেয়ে বেশি বয়সের দর্শকের পক্ষে উপযুক্ত কন্টেন্ট আছে তা বোঝানো হয়
অত্যন্ত অশালীন ভাষা (এল)
  • অনুপস্থিত: অত্যন্ত অশালীন, স্থূল রুচির বা সম্ভাব্য আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়নি। অল্প অমার্জিত ভাষা (যেমন দিব্যি করা) অথবা ব্লিপ শব্দ করে শুনতে দেওয়া হয় না এমন শব্দ ব্যবহার করা হলেও, তা অশালীন ভাষা হিসেবে রেটিং দিতে হবে।
  • অশালীন ভাষা: কিছু অশ্লীল ও অভদ্র ভাষার ব্যবহার আছে; সেইসব শব্দ ঘন ঘন এবং যৌনতামূলক পরিস্থিতিতে ব্যবহার করা হয়নি। অশ্লীল ও অভদ্র ভাষা ব্লিপ করে শুনতে দেওয়া না হলেও, সেইসব কন্টেন্টের ক্ষেত্রে এই লেভেল উপযুক্ত। যেসব কন্টেন্টে ইঙ্গিতপূর্ণ কথোপকথন, যৌনতামূলক কটূক্তি, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত বিষয় নিয়ে আলোচনা এবং দর্শকদের কাছে আপত্তিকর, অবমাননাকর বা বিতর্কিত বলে মনে হতে পারে এমন মন্তব্য ও মতামত প্রকাশ করা হয়েছে, সেগুলির ক্ষেত্রেও এই রেটিং উপযুক্ত।
  • অনুপযুক্ত ভাষা: অবিরাম অশ্লীল ও অভদ্র ভাষার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে যৌনতাপূর্ণ, স্থূল রুচির ও অশ্রাব্য কথোপকথনও পড়তে পারে।
নগ্নতা (এন)
  • অনুপস্থিত: সম্পূর্ণ বা আংশিক নগ্নতা দেখানো হয়নি।
  • যৎসামান্য পোশাক: লো-কাট টপ, অন্তর্বাস বা সাঁতারের পোশাক পড়ে আছে এমন ব্যক্তিকে দেখানো হয়েছে। অল্প বা দীর্ঘ সময়ের জন্য নগ্নতা (যেমন অনাচ্ছাদিত নিতম্ব, যৌনাঙ্গ বা স্তনবৃন্ত) দেখানো হয়নি
  • কিছু নগ্নতা: কন্টেন্টে অনাচ্ছাদিত নিতম্ব বা আংশিক নগ্ন স্তন দেখানো হয়েছে। তথ্যচিত্র, শিক্ষামূলক বা শৈল্পিক কারণে কোনও কন্টেন্টে সম্পূর্ণ নগ্নতা দেখানো যেতে পারে।
যৌন পরিস্থিতি (এস)
  • অনুপস্থিত: কোনও যৌন কার্যকলাপ বা থিম নেই। চুম্বন বা আলিঙ্গনের মতো ভালবাসার সাধারণ প্রকাশ গ্রহণযোগ্য।
  • অল্প যৌন পরিস্থিতি: ঊহ্য যৌন কার্যকলাপ, মজাদার বা হালকা চালের ফেটিশের উল্লেখ বা আচরণ অথবা অল্প যৌন পরিস্থিতি বা আলোচনার মতো যৌন কার্যকলাপ বা থিম সহ কন্টেন্ট।
  • যৌনতাপূর্ণ পরিস্থিতি: অভিনীত যৌন কার্যকলাপ, যৌনতাপূর্ণ পরিস্থিতি বা আলোচনা থাকা যৌনতাপূর্ণ কন্টেন্ট।
হিংস্র/বিরক্তিকর (ভি)
  • অনুপস্থিত: সংবেদনশীল দর্শকদের কাছে বিতৃষ্ণাজনক, রগরগে বা বিরক্তিকর বলে মনে হতে পারে এমন হিংসা, আঘাত বা সেই ধরনের অন্যান্য ছবি দেখানো হয়নি।
  • অল্প হিংস্র বা বিরক্তিকর: অল্প ও মজাদার, কাল্পনিক অথবা বাস্তবে হয়েছে এমন স্বতন্ত্র হিংসাত্মক ঘটনা সহ কন্টেন্ট। প্রদর্শিত হিংস্রতা রগরগে, ব্যাপক বা যৌনতাপূর্ণ নয়। একইরকমভাবে, অল্প হিংস্র বা বিরক্তিকর কন্টেন্টে সংবেদনশীল দর্শকদের কাছে বিতৃষ্ণাজনক বা বিরক্তিকর মনে হতে পারে এমন সামান্য ছবি বা পরিস্থিতির উল্লেখ থাকতে পারে। যেমন বাস্তবিক বা অভিনীত মেডিকেল ফুটেজ, ভয় উদ্রেককারী বা কল্পনাপ্রসূত থিমের প্রসঙ্গে জঘন্য বা ভীতিজনক কন্টেন্ট।
  • অত্যন্ত হিংস্র/বিরক্তিকর: গ্রাফিক, তীব্র ও অবিরাম হিংস্রতা দেখানো হয় এমন কন্টেন্ট। সাধারণ দর্শকের কাছে বিতৃষ্ণাজনক বা বিরক্তিকর মনে হতে পারে এমন ব্যাপক ছবি বা পরিস্থিতি এর মধ্যে পড়তে পারে। যেমন অ্যানিমেটেড কন্টেন্ট, এটিতে যদি অত্যন্ত হিংস্র ঘটনার বাস্তবিক রূপায়ন অথবা বিতৃষ্ণাজনক বা বিরক্তিকর ছবি থাকে।
ড্রাগ সেবন (ডি)
  • অনুপস্থিত: ড্রাগ সেবন দেখানো হয়নি। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি ক্ষণস্থায়ী বা পরিমিত মদ্যপান বা ধূমপান করছেন এবং দায়িত্ব সহকারে ওষুধ খাচ্ছেন তা দেখানো যেতে পারে।
  • অল্প ড্রাগ সেবন: অল্প ড্রাগ সেবন সহ অতিরিক্ত বা অবিরাম মদ্যপান বা ধূমপান দেখানো হয়েছে এমন কন্টেন্ট। ঘটনাচক্রে বা মজা করে মারিজুয়ানা, সাটিভা, হ্যালুসিনোজেন বা প্রেসক্রিপশন ড্রাগ সেবন এবং হেরোয়িনের মতো অন্যান্য ড্রাগের ঊহ্য ও নন-গ্রাফিক ব্যবহার এর মধ্যে পড়তে পারে।
  • ড্রাগ সেবন: গ্রাফিক ও কাল্পনিক ড্রাগ সেবন ও ড্রাগ সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম দেখায় এমন কন্টেন্ট। তথ্যচিত্রে, শিক্ষামূলক বা শৈল্পিক কারণে আসলে ড্রাগ সেবন দেখানো হলে সেটি এর মধ্যে পড়ে।
ফ্ল্যাশিং লাইট (এফ)
  • অনুপস্থিত: ফটোসেনসিটিভ এপিলেপ্সি আছে এমন কোনও ব্যক্তির উপর প্রভাব ফেলতে পারে এমন ফ্ল্যাশিং লাইট বা অন্যান্য স্ট্রোবিং কন্টেন্ট নেই।
  • ফ্ল্যাশিং বা স্ট্রোবিং লাইট: ফটোসেনসিটিভ এপিলেপ্সি আছে এমন কোনও ব্যক্তির উপর প্রভাব ফেলতে পারে এমন ফ্ল্যাশিং লাইট বা অন্যান্য স্ট্রোবিং কন্টেন্ট আছে।

দর্শকরা YouTube কন্টেন্ট রেটিং সহ কোনও ভিডিও দেখলে, তাদের অনুপস্থিত মান বাদ দিয়ে সব রেটিং বিভাগের অক্ষর কোড সেই পৃষ্ঠায় দেখানো হয়। যেসব বিভাগের জন্য আপনি তৃতীয় বিকল্প বেছে নিয়েছেন সেগুলির ক্ষেত্রে অক্ষর কোডের পরে একটি যোগ চিহ্ন দেখানো হয়। যেমন অনুপযুক্ত ভাষা, অল্প হিংস্রতা, অল্প ড্রাগ সেবন দেখানো হয়েছে এবং নগ্নতা বা যৌন পরিস্থিতি অনুপস্থিত আছে এমন ভিডিওর ক্ষেত্রে YouTube কন্টেন্ট রেটিং এল+ ভি ডি হিসেবে দেখানো হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12176007795150336460
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false