আপনার মোবাইল ডিভাইস থেকে ভিডিওর ভলিউম নিয়ন্ত্রণ করা

YouTube-এ ভিডিও দেখার সময়, 'স্টেবল ভলিউম' ডিফল্ট হিসেবেই চালু করা থাকে। 'স্টেবল ভলিউম' ফিচার ভলিউম বাড়ানো কমানো ব্যালেন্স করে। উপরন্তু, এটি ভলিউমের ভেরিয়েশন কমাতে ক্রমাগত ভলিউমের লেভেল অ্যাডজাস্ট করে।

মনে রাখবেন: শুধুমাত্র YouTube মোবাইল অ্যাপে এই সেটিং উপলভ্য। তবে 'স্টেবল ভলিউম' সব ভিডিওর ক্ষেত্রে উপলভ্য নয়। এই ফিচারের জন্য মিউজিকের কোয়ালিটিতে কোনও প্রভাব পড়ে না।

আপনি 'স্টেবল ভলিউম' চালু করতে না চাইলে, সেটিংসে গিয়ে এটি বন্ধ করে দিতে পারেন:

  1. আপনার  বিকল্পে ট্যাপ করুন। 
  2. সেটিংস  বিকল্পে ট্যাপ করুন। 
  3. সাধারণ বিকল্পে ট্যাপ করুন। 
  4. 'স্টেবল ভলিউম' চালু অথবা বন্ধ করুন। 

আপনি ভিডিও দেখার সময়ও এটি বন্ধ করে দিতে পারেন:

  1. ভিডিওর ঠিক উপরে থাকা সেটিংস  বিকল্পে ট্যাপ করুন।
  2. অতিরিক্ত সেটিংসবিকল্পে ট্যাপ করুন। 
  3. 'স্টেবল ভলিউম' চালু অথবা বন্ধ করুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9143396350994501408
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false