আপনার ডিভাইসে Cobalt সংক্রান্ত তথ্য খোঁজা

Cobalt এমন একটি প্ল্যাটফর্ম, যার সাহায্যে স্মার্ট টিভি অথবা অন্য স্ট্রিমিং ডিভাইসে YouTube এবং YouTube TV সহ বিভিন্ন অ্যাপে আরও ভাল অভিজ্ঞতা দেওয়া হয়।

আপনার ডিভাইস Cobalt প্ল্যাটফর্ম ব্যবহার করছে কিনা এবং ব্যবহার করলে সেটি Cobalt-এর কোন ভার্সন, এই তথ্য জানা থাকলে সাধারণ সমস্যার সমাধান করতে সুবিধা হবে।

টিভির Cobalt ভার্সন দেখতে:

 

  1. স্মার্ট টিভি বা স্ট্রিমিং ডিভাইসে YouTube বা YouTube TV অ্যাপ খুলুন।
  2. প্রোফাইল ছবি  এবং তারপর সম্পর্কে এবং তারপর অ্যাপের ভার্সন বিকল্প বেছে নিন।
  3. “Cobalt” শব্দটির পরে ব্র্যাকেটে যে সংখ্যাটি দেখতে পাবেন, সেটিই ভার্সন নম্বর।

Cobalt ও তার সাথে সম্পর্কিত সাধারণ সমস্যার বিষয়ে আরও জানা

Cobalt-এর পুরনো ভার্সন আছে বা Cobalt একেবারেই নেই, এমন পুরনো ডিভাইসে এই ফিচারগুলি ব্যবহার করতে সমস্যা হতে পারে।

5.1 সারাউন্ড সাউন্ড

5.1 অডিও সহ প্রোগ্রাম দেখতে হলে এমন মানানসই টিভি ব্যবহার করতে হবে, যাতে Cobalt 20 বা তার পরের ভার্সন আছে।

গুরুত্বপূর্ণ খেলা ও মাল্টিভিউ

Cobalt নেই, এমন পুরনো ডিভাইসে গুরুত্বপূর্ণ খেলা বা মাল্টিভিউ দেখতে চাইলে কন্টেন্ট স্ট্রিম করতে সমস্যা হতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7330217492072057173
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false