YouTube অ্যাপের স্ক্রিন লক করা

YouTube মোবাইল অ্যাপে ভিডিও দেখার সময় কোনও রকমের বিঘ্ন এড়াতে আপনি স্ক্রিন লক করতে পারেন। স্ক্রিন লক করলে, প্লেব্যাক চলার সময় অনিচ্ছাকৃত ট্যাপ বা সোয়াইপের সমস্যা আটকানো সম্ভব।

YouTube-এ আপনার দেখার অভিজ্ঞতা কন্ট্রোল করার ব্যাপারে সাহায্য করে এমন ফিচারের ব্যাপারে জানুন

স্ক্রিন লক করার জন্য এইসব ধাপ অনুসরণ করুন:

  1. যে ভিডিও দেখতে চান সেটি চালান।
  2. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. এরপর স্ক্রিন লক করুন বিকল্পে ট্যাপ করুন।

লক করার পর আপনি আনলক না করা পর্যন্ত ভিডিও প্লেয়ার লক অবস্থাতেই থাকবে।

মনে রাখবেন: স্ক্রিন লক করা থাকাকালীন আপনি কিছু কিছু অ্যাপ-মধ্যস্থ বিজ্ঞপ্তি এবং বিজ্ঞাপনে সাময়িকভাবে ইন্ট্যার‍্যাক্ট করতে পারবেন। বিজ্ঞপ্তি বাতিল করলে বা বিজ্ঞাপনটি দেখানো হয়ে যাওয়ার পর স্ক্রিন আগের মতো লক অবস্থায় থাকবে।

স্ক্রিন আনলক করতে হলে এইসব ধাপ অনুসরণ করতে হবে:

  1. ভিডিও প্লেয়ারের যেকোনও জায়গায় ট্যাপ করলেই 'লক করুন' বোতামটি দেখতে পাবেন।
  2. আনলক করতে তাতে ট্যাপ করুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1845181027922250427
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false