আপনার চ্যানেলে বিকল্প নাম যোগ বা এডিট করা

আপনার চ্যানেলে আপনার সর্বনাম যোগ করতে পারেন যাতে সেগুলি আপনার চ্যানেল পৃষ্ঠায় দেখা যায়। আপনি সবাইকে আপনার সর্বনাম দেখাতে চান নাকি শুধু সাবস্ক্রাইবারদের দেখাতে চান তা বেছে নিতে পারেন।

ব্যক্তিগত পরিচয় ও অভিব্যক্তির ক্ষেত্রে বিকল্প নাম গুরুত্বপূর্ণ অংশ। কিছু এখতিয়ারে লিঙ্গগত অভিব্যক্তি সংক্রান্ত আইন আছে। YouTube-এ এই ফিচার সর্বজনীন হিসেবে সেট করার সময় আপনার স্থানীয় আইনের কথা খেয়াল রাখুন।

আপনার চ্যানেল পৃষ্ঠায় সর্বনাম উপলভ্য না থাকলে, আমরা এই ফিচারটি আরও বেশি দেশ/অঞ্চল এবং ভাষায় উপলভ্য করার জন্য কাজ করছি।

মনে রাখবেন: 'সর্বনাম' ফিচারটি ওয়ার্কস্পেস বা তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না।

বিকল্প নাম যোগ করতে বা এডিট করতে:

YouTube Android অ্যাপ

  1. আপনার প্রোফাইল ছবি  এবং তারপর আপনার চ্যানেল  বিকল্পে ট্যাপ করুন।
  2. চ্যানেল বিবরণের নিচে 'এডিট করুন' সেটিং এডিট করা, পেন্সিল আইকন বিকল্পে ট্যাপ করুন।
  3. বিকল্প নামের পাশে থাকা 'এডিট করুন' সেটিং এডিট করা, পেন্সিল আইকন এবং তারপর বিকল্প নাম যোগ করুন বিকল্পে পরপর ট্যাপ করুন।
  4. বিকল্প নাম লিখুন ও আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক নামটি বেছে নিন। আপনি সর্বাধিক চারটি বিকল্প নাম লিখতে পারবেন।
    1. যে বিকল্প নাম এডিট করতে বা সরিয়ে দিতে চান তার পাশে থাকা  আইকনে ট্যাপ করুন।
  5. কারা চ্যানেলের বিকল্প নাম দেখতে পাবেন বেছে নিন: 
    1. YouTube ব্যবহারকারী যেকোনও ব্যক্তি অথবা 
    2. শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররা 
  6. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10059593517323371772
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false