আপনার চ্যানেলে বিকল্প নাম যোগ বা এডিট করা

আপনার চ্যানেলে আপনার সর্বনাম যোগ করতে পারেন যাতে সেগুলি আপনার চ্যানেল পৃষ্ঠায় দেখা যায়। আপনি সবাইকে আপনার সর্বনাম দেখাতে চান নাকি শুধু সাবস্ক্রাইবারদের দেখাতে চান তা বেছে নিতে পারেন।

ব্যক্তিগত পরিচয় ও অভিব্যক্তির ক্ষেত্রে বিকল্প নাম গুরুত্বপূর্ণ অংশ। কিছু এখতিয়ারে লিঙ্গগত অভিব্যক্তি সংক্রান্ত আইন আছে। YouTube-এ এই ফিচার সর্বজনীন হিসেবে সেট করার সময় আপনার স্থানীয় আইনের কথা খেয়াল রাখুন।

আপনার চ্যানেল পৃষ্ঠায় সর্বনাম উপলভ্য না থাকলে, আমরা এই ফিচারটি আরও বেশি দেশ/অঞ্চল এবং ভাষায় উপলভ্য করার জন্য কাজ করছি।

মনে রাখবেন: 'সর্বনাম' ফিচারটি ওয়ার্কস্পেস বা তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না।

বিকল্প নাম যোগ করতে বা এডিট করতে:

  1. YouTube Studioতে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন  এবং তারপর প্রাথমিক তথ্য এবং তারপর বিকল্প নাম যোগ করুন বিকল্পগুলি পরপর বেছে নিন।
  3. বিকল্প নাম লিখুন ও আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক নামটি বেছে নিন। আপনি সর্বাধিক চারটি বিকল্প নাম লিখতে পারবেন।
    1. যে বিকল্প নাম এডিট করতে বা সরিয়ে দিতে চান তার পাশে থাকা  আইকনে ক্লিক করুন।
  4. কারা চ্যানেলের বিকল্প নাম দেখতে পাবেন বেছে নিন:
    1. সকলেই দেখতে পাবেন অথবা
    2. শুধু আমার সাবস্ক্রাইবারই দেখতে পাবেন
  5. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7132972773559155176
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false