ভিডিওতে টেক্সট যোগ করা

কোনও প্রোজেক্ট তৈরি করার পরে YouTube Create-এর এডিটিং টুলের সাহায্যে ভিডিও আরও আকর্ষণীয় করে তুলুন। বিভিন্ন ভাষায় অসংখ্য Google Fonts ব্যবহার করে আপনার ভিডিও পছন্দমতো করুন।

অন্তত 4GB RAM আছে এমন Android ফোনে YouTube Create উপলভ্য। এই অ্যাপ ভবিষ্যতে অন্যান্য ডিভাইসে উপলভ্য হতে পারে।

ভিডিওতে টেক্সট যোগ করা

  1. খোলা আছে এমন কোনও প্রোজেক্টে গিয়ে টুলবারে থাকা টেক্সট  বিকল্প বেছে নিন।
  2. সাধারণ টেক্সট  বা টেক্সট এফেক্ট বেছে নিন।
  3. টেক্সট যোগ করতে টাইপ করুন। টেক্সট কীভাবে ফর্ম্যাট করবেন, নিচে সেই ব্যাপারে জানুন।
  4. সম্পূর্ণ করার পর হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।

টেক্সট ফর্ম্যাট করা

  1. যে প্রোজেক্ট এডিট করতে চান সেটির টেক্সট লেয়ার বেছে নিন। 
  2. টেক্সট এডিট করার জন্য টুলবারে যান ও নিচে উল্লেখ করা বিকল্পগুলি ব্যবহার করুন:
    • স্প্লিট : টেক্সটের সময়সীমা কমিয়ে দিন।
    • এডিট : আপনার ভিডিওতে দেখানো টেক্সট পরিবর্তন করতে টাইপ করুন
    • স্টাইল : টেক্সটের সাইজ, ফন্ট, রঙ, ব্যাকগ্রাউন্ড, ফর্ম্যাট, আউটলাইন বা শ্যাডো পরিবর্তন করতে ট্যাবে ট্যাপ করুন।
    • অ্যানিমেশন : অ্যানিমেশন বেছে নিন ও স্লাইডার ব্যবহার করে এফেক্টের সময়সীমা সেট করুন। 
  3. টেক্সট আপডেট করতে হয়ে গেছে বোতামে ট্যাপ করুন।

ভিডিওতে টেক্সট লেয়ার সরাতে ভিডিওর যেখানে এটি সেট করতে চান, ট্যাপ করে সেখানে টেনে এনে রাখুন।

টেক্সট মোছা

  1. যে টেক্সট লেয়ার মুছে দিতে চান, ট্যাপ করে সেটি বেছে নিন।
  2. এরপর ট্র্যাশ  আইকনে ট্যাপ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2565077607956029794
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false