এলিমেন্ট প্রয়োগ ও অ্যানিমেট করা

কোনও প্রোজেক্ট তৈরি করার পরে YouTube Create-এর এডিটিং টুলের সাহায্যে ভিডিও আরও আকর্ষণীয় করে তুলুন। YouTube Create-এর স্টিকার, GIF এবং ইমোজির লাইব্রেরি ব্যবহার করে আপনার স্টোরি প্রাণবন্ত করে তুলুন।

অন্তত 4GB RAM আছে এমন Android ফোনে YouTube Create উপলভ্য। এই অ্যাপ ভবিষ্যতে অন্যান্য ডিভাইসে উপলভ্য হতে পারে।

স্টিকার, GIF ও ইমোজি যোগ করা

  1. খোলা আছে এমন কোনও প্রোজেক্টে গিয়ে টুলবারে থাকা স্টিকার  বিকল্পে ট্যাপ করুন।
  2. এলিমেন্ট সার্চ বা ব্রাউজ করতে 'স্টিকার', 'GIF' ও 'ইমোজি' ট্যাব ব্যবহার করুন।
  3. ভিডিওতে যোগ করার জন্য গ্রাফিক বেছে নিন।
ছবি বা .gif ফাইলের সাইজ পরিবর্তন করতে তাতে পিঞ্চ বা জুম-ইন করতে পারেন। ফ্রেমের মধ্যে পছন্দসই জায়গাতে কোনও ছবি বা .gif ফাইল সেট করতে তাতে ট্যাপ করে টেনে এনে রাখুন।

কপিরাইট সংক্রান্ত সমস্যার অভিযোগ জানানো

YouTube Create-এর .gif লাইব্রেরিতে থাকা .gif ফাইল আপনার সার্চ বা Tenor-এ দেখানো পোস্ট থেকে নেওয়া হয়।

YouTube Create, Tenor-এর মিডিয়া লাইব্রেরি থেকে কিছু .gifs নেয়। YouTube Create .gif লাইব্রেরিতে আপনার মালিকানাধীন কপিরাইটযুক্ত মেটেরিয়াল দেখতে পেলে, dmca@tenor.com আইডিতে ইমেল করে অভিযোগ জানাতে পারেন।

ট্রানজিশন যোগ করা

আপনার ভিডিওতে এলিমেন্ট, টেক্সট বা ভিডিও ওভারলের মতো বিভিন্ন এলিমেন্ট থাকলে - দর্শকদের কাছে আপনার ভিডিও আকর্ষণীয় করে তুলতে প্রতিটি ভিডিওতে ট্রানজিশন যোগ করতে পারেন।

ভিডিও এলিমেন্ট অ্যানিমেট করতে,

  1. রেকর্ড করা ভিডিওর ওভারলে, গ্রাফিক বা টেক্সট লেয়ার বেছে নিতে ট্যাপ করুন।
  2. এরপর টুলবারে গিয়ে অ্যানিমেশন  বিকল্পে ট্যাপ করুন।
  3. ট্রানজিশনের বিকল্পগুলি ব্রাউজ করুন ও অ্যানিমেশনের প্রিভিউ দেখতে ট্যাপ করুন।
  4. অ্যানিমেশনের সময়সীমা সেট করতে স্লাইডার ব্যবহার করুন।
    • মনে রাখবেন: আপনি প্রতিটি গ্রাফিকের ইন্ট্রো/আউট্রো অ্যানিমেট করতে পারেন। গ্রাফিকের শেষে অ্যানিমেশন যোগ করতে শেষ ট্যাবে ক্লিক করুন।
  5. পরিবর্তনগুলি সেভ করতে হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।

ট্রানজিশন সরানো

  1. যে ট্রানজিশন মুছে দিতে চান তা বেছে নিতে সিকুয়েন্সরে গিয়ে  আইকনে ক্লিক করুন।
  2. ট্রানজিশন সরিয়ে দিতে রিসেট করুন বিকল্পে ট্যাপ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11796853711170758205
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false