YouTube Create-এ আপলোড সংক্রান্ত সমস্যার সমাধান করা

YouTube Create ভিডিও এক্সপোর্ট বা আপলোড করতে সমস্যা হলে, এইসব ধাপ অনুসরণ করে সমস্যার সমাধান করুন।

অন্তত 4GB RAM আছে এমন Android ফোনে YouTube Create উপলভ্য। এই অ্যাপ ভবিষ্যতে অন্যান্য ডিভাইসে উপলভ্য হতে পারে।

এক্সপোর্ট ও লোডিং সংক্রান্ত সমস্যা

YouTube Create ভিডিও এক্সপোর্ট করা যায়নি

বিভিন্ন ডিভাইসের জটিল প্রোজেক্ট সামলানোর ক্ষমতা আলাদা আলাদা হয়। আপনার ডিভাইসের ক্ষমতা যতটুকু, তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলে আপনি এক্সপোর্ট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন।

এগুলি সরিয়ে দেখুন:

  • ভিডিও লেয়ার, বিশেষ করে যেগুলি ওভারল্যাপ করছে (যেমন, প্রোজেক্টের কোনও জায়গায় আপনি যদি একসাথে অনেক লেয়ার একটির উপরে আরেকটি ব্যবহার করে থাকেন)
  • স্টিকার
  • এফেক্ট
  • ট্রানজিশন

এক্সপোর্ট কোয়ালিটি কমান:

  • আপনি 1080p রেজোলিউশনে এক্সপোর্ট করলে, 720p ব্যবহার করে দেখুন

এক্সপোর্ট করতে না পারা একটি পরিচিত সমস্যা আর সময়ের সাথে সাথে এই সমস্যা সমাধানে উন্নতি করা হবে।

মতামত ও স্ক্রিনশট জমা দিতে:

  1. YouTube Create অ্যাপের একদম উপরে ডানদিকের কোণে, আপনার 'প্রোফাইল ছবিতে ' ট্যাপ করুন।
  2. মতামত জানান বিকল্পে ট্যাপ করুন।

মিউজিক বা স্টিকার লোড না হওয়া সংক্রান্ত সমস্যা

খারাপ নেটওয়ার্ক কানেকশনের কারণে 'মিউজিক', 'স্টিকার' ইত্যাদি ফিচার লোড হতে বেশি সময় লাগতে পারে। নেটওয়ার্ক কানেকশন ভাল হলে ফিচারগুলি আবার লোড করে দেখুন।

প্রকাশ করা সংক্রান্ত সমস্যা

YouTube Create থেকে YouTube-এ ভিডিও আপলোড করতে না পারা

প্রথমে, ভাল নেটওয়ার্ক সিগন্যাল আছে কিনা চেক করুন।

YouTube অ্যাপ ডাউনলোড করেছেন কিনা দেখে নিন। যে Android "প্রোফাইলে" YouTube Create আছে সেখানেই YouTube অ্যাপ ডাউনলোড করতে হবে। তা না হলে আপনি প্রকাশ করার প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন না।

YouTube Create ও YouTube অ্যাপে একই অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করেছেন কিনা দেখে নিন।

অন্য কোনও চ্যানেলে YouTube Create ভিডিও প্রকাশ করা

YouTube Create অ্যাপে আপনি যে চ্যানেলে সাইন-ইন করেছেন, YouTube Create ভিডিও সেই চ্যানেলের সাথেই অটোমেটিক যুক্ত হবে। প্রকাশ করার প্রসেস একবার শুরু করে দিলে আর চ্যানেল পাল্টানো যাবে না।

সমাধান করতে:

  1. YouTube অ্যাপ খুলুন।
  2. তৈরি করুন এবং তারপর ভিডিও আপলোড করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার ডিভাইসে সেভ করে রাখা YouTube Create ভিডিও বেছে নিন।

অথবা

  1. চ্যানেলের সাথে সংশ্লিষ্ট আপনার পছন্দের অ্যাকাউন্টে সাইন-ইন করুন। সেখানে প্রোজেক্ট তৈরি করুন (YouTube Create-এ তৈরি প্রোজেক্ট আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে)।

অ্যাপ মুছে দেওয়া সংক্রান্ত সমস্যা

অ্যাপ মুছে দেওয়ার ফলে ভিডিও মুছে যাওয়া

YouTube Create অ্যাপ মোছা অথবা নতুন ডিভাইসে ব্য়বহার করার আগে, আপনাকে অবশ্যই সব ভিডিও আপনার ডিভাইসের ফটো গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে।

আপনি ফোন থেকে অ্যাপ মুছে দিলে অথবা নতুন ফোন ব্যবহার করলে, আগে থেকে যেসব প্রোজেক্ট ছিল সেগুলি মুছে যাবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2028656506621424087
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false