YouTube Create-এর মাধ্যমে ভিডিওর প্রিভিউ দেখা, আপলোড বা সেভ করা

আপনার ভিডিও প্রকাশ করার জন্য রেডি হয়ে গেলে, ভিডিওটি YouTube Create অ্যাপ থেকে সরাসরি YouTube-এ আপলোড করতে পারবেন। নিচে দেওয়া তথ্য থেকে জেনে নিন কীভাবে আপনার এডিট করা প্রোজেক্টের প্রিভিউ দেখবেন এবং সেভ বা আপলোড করবেন।

অন্তত 4GB RAM আছে এমন Android ফোনে YouTube Create উপলভ্য। এই অ্যাপ ভবিষ্যতে অন্যান্য ডিভাইসে উপলভ্য হতে পারে।

YouTube Create ভিডিওর প্রিভিউ দেখা

  1. YouTube Create খুলে আপনার YouTube অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  2. আপনার সাম্প্রতিক প্রোজেক্ট পৃষ্ঠায়, কোনও প্রোজেক্টের থাম্বনেলে বা নামে ট্যাপ করে প্রোজেক্টটি খুলুন।
  3. প্রোজেক্ট এডিট করার স্ক্রিন থেকে, ভিডিওর প্রিভিউ দেখতে 'চালান ' আইকনে ট্যাপ করুন।

আপনার YouTube Create ভিডিও সেভ করা

  1. খোলা আছে এমন প্রোজেক্টের মধ্যে থেকে, ডানদিকের কোণে 'আরও  ' আইকনে ট্যাপ করুন।
  2. এক্সপোর্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার পছন্দের ভিডিও কোয়ালিটি বেছে নিতে নিম্নমুখী তীরচিহ্নে ট্যাপ করুন।
  4. মোবাইল ডিভাইসে প্রোজেক্ট সেভ করতে এক্সপোর্ট করুন বিকল্পে ট্যাপ করুন।

YouTube Create-এর মাধ্যমে তৈরি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা

  1. YouTube Create-এর প্রোজেক্ট এডিট করার স্ক্রিনের মধ্যে থেকে, ডানদিকের কোণে 'আরও  ' আইকনে ট্যাপ করুন।
  2. এক্সপোর্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার পছন্দের ভিডিও কোয়ালিটি বেছে নিতে নিম্নমুখী তীরচিহ্নে ট্যাপ করুন এবং এক্সপোর্ট করুন  বিকল্পে ট্যাপ করুন।
  4. YouTube-এ আপলোড করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. শীর্ষক, ভিডিওর বিবরণ বা থাম্বনেলের মতো বিভিন্ন বিবরণ যোগ করুন।
  6. আপনার ভিডিওর গোপনীয়তার লেভেল বেছে নিন। এছাড়া, লোকেশন বেছে নিতে অথবা ভিডিওটি কোনও প্লেলিস্টে যোগ করতে পারেন।
  7. আপনার দর্শক বেছে নিতে, পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
  8. ভিডিও আপলোড করুন বিকল্পে ট্যাপ করুন।
    • মনে রাখবেন: YouTube Create থেকে আপনি বড় দৈর্ঘ্যের ভিডিও বা Shorts আপলোড করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3891644178342882402
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false