অডিও যোগ ও এডিট করা

কোনও প্রোজেক্ট তৈরি করার পরে YouTube Create-এর এডিটিং টুলের সাহায্যে ভিডিও আরও আকর্ষণীয় করে তুলুন। YouTube-এর অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে ভিডিওর সাউন্ডট্র্যাকে ব্যবহার করুন অথবা ভয়েসওভার ও সাউন্ড এফেক্টের সাথে ন্যারেশন যোগ করুন।

অন্তত 4GB RAM আছে এমন Android ফোনে YouTube Create উপলভ্য। এই অ্যাপ ভবিষ্যতে অন্যান্য ডিভাইসে উপলভ্য হতে পারে।

মিউজিক ও সাউন্ড এফেক্ট যোগ করা

YouTube Create-এর সাহায্যে আপনি ভিডিওতে রয়্যালটি-ফ্রি মিউজিক যোগ করে আপনার কন্টেন্ট আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।

কোনও প্রোজেক্টে মিউজিক যোগ করতে:

  1. টুলবারে Sound  বিকল্পে ট্যাপ করুন।
  2. অডিও লাইব্রেরি থেকে মিউজিক ও সাউন্ড এফেক্ট অথবা আপনার ডিভাইসে সেভ করা মিউজিক বেছে নিতে পৃষ্ঠার উপরের ট্যাবগুলি ব্যবহার করুন। 
  3. কোনও গান খুঁজে নিন অথবা জনরা অনুযায়ী খুঁজুন।
  4. প্রিভিউ দেখতে  অথবা ভিডিওতে কোনও গান বা সাউন্ড যোগ করতে  বিকল্পে ট্যাপ করুন।

ভয়েসওভার রেকর্ড করা

ভয়েসওভার ন্যারেশনের সাহায্যে ভিডিওতে প্রাণ সঞ্চার করুন। ভিডিওতে ভয়েসওভার যোগ করতে:

  1. কোনও প্রোজেক্ট খুলে টুলবারে ভয়েসওভার  বিকল্পে ট্যাপ করুন।
  2. ভয়েসওভার যোগ করতে  বোতামটি প্রেস করে ধরে রাখুন। একই ভিডিওতে আরেকটি ভয়েসওভার যোগ করতে একই ধাপ অনুসরণ করুন।
  3. ভিডিওতে  রেকর্ডিংটি যোগ করতে হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।

অডিও এডিট করা

ভিডিওতে অবাঞ্ছিত আওয়াজ কমাতে ও অডিও ক্লিন-আপ করতে YouTube Create-এর অডিও টুল ব্যবহার করুন। অডিও এডিট করতে:

  1. কোনও প্রোজেক্ট খুলে, যে অডিও লেয়ারটি এডিট করতে চান সেটিতে ট্যাপ করুন।
  2. টুলবারের সাহায্যে অডিও রেকর্ডিং এডিট করুন:
    • স্প্লিট : অডিও লেয়ার কতক্ষণ চলবে, সেই সময় কমিয়ে আনুন
    • ভলিউম : স্লাইডারের সাহায্যে, বেছে নেওয়া অডিওর ভলিউম পরিবর্তন করুন
    • ফেড : ভিডিওতে অডিও ফেড-ইন ও ফেড-আউটের টাইমস্ট্যাম্প স্লাইডারের সাহায্যে সেট করুন
    • বিট খুঁজুন : 'বিট মার্কার'-এর সাহায্যে ভিডিওতে ব্যবহৃত গানের তাল অনুযায়ী গানের লেয়ার এডিট করুন
    • অডিও ক্লিন-আপ : রেকর্ডিং থেকে অবাঞ্ছিত আওয়াজ বাদ দিন এবং ভয়েসের কোয়ালিটি ভাল করে তুলুন।
    • মুছুন : ভিডিও থেকে অডিও ক্লিপ সরাতে বিকল্পে ট্যাপ করুন।
  3. পরিবর্তনগুলি সেভ করতে হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।
মনে রাখবেন: অডিও ট্র্যাকের দৈর্ঘ্য ভিডিওর দৈর্ঘ্যের থেকে বেশি হতে পারবে না। অডিও ক্লিপ ট্যাপ করে টেনে এনে আপনি রেকর্ডিংয়ের দৈর্ঘ্য কমাতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1340813739671957656
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false