ভিডিও থেকে YouTube Shorts তৈরি করুন

আপনি আগেই আপলোড করেছেন এমন বড়ো দৈর্ঘ্যের ভিডিওগুলি থেকে Shorts তৈরি করে ও দর্শকদের সাথে শেয়ার করে সেগুলিকে নতুন জীবন দান করতে পারেন।

সহজেই আপনার ভিডিও থেকে Shorts তৈরি করুন 🩳

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

এই পদ্ধতিতে তৈরি করা Shorts মূল ভিডিওর সাথে লিঙ্ক করা থাকে এবং নতুন দর্শকরা আপনার কন্টেন্ট আবার খুঁজে পাওয়ার সুযোগ পান।

আপনিই শুধু আপনার পুরনো বড়ো দৈর্ঘ্যের ভিডিও থেকে Shorts তৈরি করতে পারবেন। এটি কন্টেন্ট রিমিক্স করার মতো নয়।

বড়ো দৈর্ঘ্যের ভিডিও থেকে Shorts তৈরি করুন

আপনি আগেই আপলোড করেছেন এমন সর্বজনীন ভিডিও থেকে Short তৈরি করতে:

  1. আপনার ভিডিওটি দেখার পৃষ্ঠায় যান।
  2. রিমিক্স এবং তারপর Short-এর জন্য এডিট করুন বিকল্পে ট্যাপ করে Shorts তৈরি করার টুল খুলুন।
  3. ভিডিও থেকে সর্বাধিক ৬০ সেকেন্ড বেছে নিন এবং তারপর আপনার শর্ট ভিডিও আপলোড করার আগে টেক্সট ও ফিল্টারের মতো ক্রিয়েটিভ টাচ যোগ করতে পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।

নিজের ভিডিও থেকে তৈরি Shorts-এ আমাদের অডিও লাইব্রেরির মিউজিক বা অন্যান্য সাউন্ড যোগ করতে পারবেন না। YouTube Shorts তৈরি করা সম্পর্কে আরও জানুন

আরও ভিডিও রেকর্ড করতে চান?

আপনি ভিডিও থেকে ৬০ সেকেন্ডের কম সময় বেছে নিয়ে এডিট করে Short তৈরি করে থাকলে, সর্বাধিক ৬০ সেকেন্ডের আরও ভিডিও সেগমেন্ট রেকর্ড করতে পারবেন। যেমন, আপনি আগেই আপলোড করেছেন এমন বড় ভিডিও থেকে ৪৫ সেকেন্ডের একটি অংশ নিয়ে সেটির সাথে Shorts ক্যামেরাতে তোলা ১৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড করতে পারেন।

আরও ভিডিও রেকর্ড করতে, ভিডিওর অংশ বেছে নেওয়ার পরে 'ফিরে যান' বিকল্পে ট্যাপ করে Shorts ক্যামেরাতে গিয়ে রেকর্ডিং শুরু করতে পারেন।

আপনার ভিডিও থেকে Shorts তৈরি করা সম্পর্কে আরও জানুন

আমি কেন Short করার জন্য এডিট করার বিকল্প খুঁজে পাচ্ছি না?

আপনি আগেই আপলোড করেছেন এমন বড়ো দৈর্ঘ্যের ভিডিও থেকেই শুধু Shorts তৈরি করতে পারবেন। এই ফিচারের জন্য ব্যক্তিগত ও তালিকাভুক্ত নয় এমন ভিডিও, 'বাচ্চাদের জন্য তৈরি' ভিডিও এবং থার্ড-পার্টি কপিরাইটের দাবি আছে এমন ভিডিও ব্যবহার করা যাবে না।

নিজের ভিডিও এডিট করে Short করার বিকল্প খুঁজে না পেলে, সেটি YouTube-এ স্যাম্পলিংয়ের জন্য অনুমোদিত কিনা দেখুন। নিজের ভিডিওতে Shorts স্যাম্পলিংয়ের অনুমতি দিতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  3. আপনি যে ভিডিও Short করার জন্য এডিট করতে চান সেটির নাম বা থাম্বনেলে ক্লিক করুন।
  4. স্ক্রল করে এবং তারপর আরও দেখুন বিকল্পে ক্লিক করুন।
  5. স্ক্রল করে "Shorts স্যাম্পলিং" এবং তারপর বিকল্পে গিয়ে "এই কন্টেন্ট স্যাম্পল করার জন্য লোকজনকে অনুমতি দিন" বিকল্পের পাশের চেকবক্সে টিকচিহ্ন দিন।
  6. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17312139521089554892
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false