YouTube Shorts-এর মাধ্যমে কমেন্টের উত্তর দেওয়া

Shorts ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলে পোস্ট করা কমেন্টের উত্তর দিতে পারবেন।

'টেক্সট কমেন্ট' হিসেবে দেওয়া উত্তরের মতোই, 'উত্তর' হিসেবে তৈরি করা Shorts ভিডিও, যিনি কমেন্ট করেছেন তাকে জানানো হবে এবং মূল কমেন্টের নিচে কমেন্ট ফিডে দেখানো হবে।

Short-এর সাহায্যে কমেন্টের উত্তর কীভাবে দিতে হয়! 📲🩳

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

কমেন্টের উত্তর দিতে Shorts তৈরি করা

Short ব্যবহার করে উত্তর দিতে:

  1. আপনার Short বা অন্যান্য ভিডিও দেখার পৃষ্ঠায় যান।
  2. আপনি যে কমেন্টের উত্তর দিতে চান, সেটিতে গিয়ে এবং তারপর 'উত্তর দিন' বিকল্পে ট্যাপ করুন।
  3. কমেন্ট স্টিকারে দেখানো বেছে নেওয়া কমেন্ট সহ Shorts তৈরির অভিজ্ঞতা পেতে, 'তৈরি করুন' বিকল্পে ট্যাপ করুন।

Shorts তৈরির সময় আপনি কমেন্ট স্টিকারটিকে টেনে নিয়ে অন্য জায়গায় সরাতে বা পিঞ্চ করে ছোট বড় করতে পারবেন। এছাড়াও, আপনি আমাদের অন্যান্য সৃজনশীল ফিচার ব্যবহার করতে পারেন। YouTube Shorts তৈরির ব্যাপারে আরও জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17272524091721050673
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false