আপনার ভিডিওর উপরে আরোপ করা বয়স সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে আপিল করা

YouTube-এ কোন কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হয় এবং কোন কন্টেন্ট দেখানো যায় না তা আমাদের কমিউনিটির নির্দেশিকা থেকে জানতে পারবেন। এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ভিডিওকে তা মেনে চলতে হয়। কোনও ভিডিও এই নির্দেশিকা লঙ্ঘন করলে আমরা সেটি সরিয়ে দিই। কিছু ভিডিও আমাদের নির্দেশিকা লঙ্ঘন না করলেও, সেগুলি ১৮ বছরের কম বয়সী দর্শকদের জন্য উপযুক্ত নাও হতে পারে। আমরা এইসব ভিডিওতে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করি। কোনও কন্টেন্টে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করার সময় আমরা বিভিন্ন বিষয় বিবেচনা করি, যেমন:

  • হিংস্রতা
  • বিরক্তিকর ছবি
  • যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট
  • নগ্নতা
  • বিপজ্জনক বা বেআইনি কার্যকলাপ দেখানো

কোনও ভিডিওর উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ থাকলে, সেটি চালানোর আগে একটি সতর্কতার স্ক্রিন দেখানো হয়। তারপর, শুধু ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের দর্শকরাই সেই কন্টেন্ট দেখতে পারেন। দর্শকরা ভুলবশতও যাতে এই ধরনের ভিডিও না দেখতে পান, সেই জন্য YouTube-এর কিছু অংশে সেগুলি দেখানো হয় না। এছাড়া, বয়স সংক্রান্ত বিধিনিষেধ আছে এমন ভিডিও অধিকাংশ থার্ড-পার্টি ওয়েবসাইটে দেখা যায় না। কোনও দর্শক এই ধরনের ভিডিও চালানোর চেষ্টা করলে, তাকে YouTube-এ রিডাইরেক্ট করা হয়।

আপনার ভিডিওর উপরে আরোপ করা বয়স সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে আপিল করুন

আপনার ভিডিওর উপরে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হলে, আপনি বিধিনিষেধের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনুতে, কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  3. আপনি যে ভিডিওতে আপিল করতে চান সেটিতে যান।
  4. "বিধিনিষেধ" কলামে, বিধিনিষেধের ধরনের উপরে মাউস নিয়ে যান। আপিল করুন বিকল্পে ক্লিক করুন।
  5. আপিল করার কারণ লিখে জমা দিন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: আপনার ভিডিওর উপর যে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তার বিরুদ্ধে আপনি মাত্র একবারই আপিল করতে পারবেন।

আপনার ভিডিওর উপরে আরোপ করা বয়স সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে আপিল করুন

আপনার ভিডিওর উপর বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হলে, আপনি বিধিনিষেধের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনুতে, কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  3. আপনি যে ভিডিওতে আপিল করতে চান সেটিতে যান। 
  4. "বিধিনিষেধ" কলামে, বিধিনিষেধের ধরনের দিকে পয়েন্ট করুন। আপিল করুন বিকল্পে ক্লিক করুন। 
  5. আপিল করার কারণ লিখে জমা দিন বিকল্পে ক্লিক করুন।

মনে রাখবেন: আপনার ভিডিওর উপর যে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটির বিরুদ্ধে আপনি মাত্র একবারই আপিল করতে পারবেন।

আপনি কোনও আপিল জমা দেওয়ার পরে

YouTube টিম আপনার অনুরোধ পর্যালোচনা করে দেখবে এবং প্রয়োজন হলে অ্যাকশন নেবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11729744639054127663
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false