মন্তব্য সংক্রান্ত সেটিংস সম্পর্কে জানুন

কিছু মন্তব্য আপনার ভিডিও বা চ্যানেলে দেখানোর আগে পর্যালোচনার জন্য হোল্ড করে রাখার বিকল্প বেছে নিতে পারেন। আপনার মন্তব্য সংক্রান্ত সেটিংস কীভাবে পরিবর্তন করবেন তা জানুন।

ভিডিওর কমেন্ট সংক্রান্ত সেটিংস

কোনও বিশেষ ভিডিওর জন্য আপনি কমেন্ট চালু করা, সেগুলি পজ করা বা বন্ধ করার বিকল্প বেছে নিতে পারবেন। কমেন্ট করার বিকল্প চালু থাকলে, পর্যালোচনা করার জন্য কোনটি রাখবেন কিংবা এজন্য আদৌ কিছু রাখবেন কিনা সেই ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন।

চালু করা

আপনি কমেন্ট চালু করুন বিকল্প বেছে নিলে, কমেন্টগুলি পর্যালোচনা করার জন্য রাখবেন কিনা সেই বিকল্পও আপনার হাতে থাকবে। আপনার বেছে নেওয়া বিকল্পগুলি দেখতে, কমেন্ট মডারেশন 'ড্রপ-ডাউন' মেনুতে ট্যাপ করতে পারবেন: 

  • কোনওটিই নয়: কোনও কমেন্টই হোল্ড করে না। 
  • বেসিক: সম্ভাব্য অনুপযুক্ত কমেন্ট হোল্ড করে। 
  • স্ট্রিক্ট: সম্ভাব্য অনুপযুক্ত কমেন্ট আরও বেশি পরিমাণে হোল্ড করে। 
  • সব হোল্ড করুন: সব কমেন্ট হোল্ড করে।
পরামর্শ: আরও শব্দ বা বাক্যাংশ পর্যালোচনার জন্য হোল্ড রাখতে চাইলে, সেগুলি আপনার ব্লক করা শব্দ তালিকায় যোগ করুন।

পর্যালোচনা করার জন্য হোল্ড করা কমেন্ট:

  • সর্বাধিক ৬০ দিন YouTube Studio-তে রাখা থাকে।
  • আপনি সেগুলি অনুমোদন না করলে সর্বজনীনভাবে দৃশ্যমান হয় না।
  • ১০০টির বেশি ভাষায় পর্যালোচনা করার সুবিধা রয়েছে।
পজ করা

আপনি পজ করুন বিকল্প বেছে নিলে আগে করা কমেন্টগুলি রয়ে যাবে, তবে কমেন্ট করার বিকল্প চালু না করা পর্যন্ত ওই ভিডিওতে আর কোনও কমেন্ট পাবেন না। 

বিভিন্ন কারণে আপনি কমেন্ট পজ করার বিকল্প বেছে নিতে পারেন। যেমন, নতুন কমেন্ট না আসা সত্ত্বেও কোনও ভিডিওতে হঠাৎ কমেন্ট বেড়ে গেলে তা পর্যালোচনা করার জন্য আপনি হয়ত বেশি সময় চাইতে পারেন। আপনি আবার নতুন কমেন্ট পাওয়া শুরু করতে চাইলে, যেকোনও সময় কমেন্ট চালু করতে পারবেন।

বন্ধ করা 

আপনি কমেন্ট বন্ধ করুন বিকল্প বেছে নিলে, ওই ভিডিওতে দর্শকরা আর কমেন্ট করতে পারবেন না। তারা একটি মেসেজ দেখতে পাবেন, তা থেকে জানতে পারবেন যে কমেন্ট করার বিকল্প বন্ধ করা আছে।

চ্যানেল-লেভেল কমেন্ট সেটিংস

লুকানো ব্যবহারকারী

আপনার চ্যানেলের সব ভিডিওতে নির্দিষ্ট কোনও মন্তব্যকারীর করা সব মন্তব্য লুকানোর বিকল্প বেছে নিতে পারবেন।
মনে রাখবেন: লুকানো ব্যবহারকারীরা আপনার ভিডিও এবং লাইভ স্ট্রিম থেকে ক্লিপ তৈরি করতে পারবেন না। আরও জানুন

অনুমোদিত ব্যবহারকারী

এইসব ব্যবহারকারীর কমেন্ট অটোমেটিক প্রকাশিত হবে এবং ব্লক করা লিঙ্ক, ব্লক করা শব্দ অথবা সম্ভাব্য অনুপযুক্ত কন্টেন্টের জন্য এগুলি ফিল্টার করা হবে না। 'লাইভ কমেন্ট্রিতে অংশগ্রহণকারী' মোড চালু করা থাকলে, এইসব ব্যবহারকারী লাইভ চ্যাটে মেসেজ পাঠাতে পারবেন।
ব্লক করা শব্দ
আপনি যেসব শব্দ বা শব্দগুচ্ছ মন্তব্যের মধ্যে দেখাতে চান না সেগুলি ব্লক করা শব্দের তালিকায় যোগ করতে পারেন।
আপনার অনুমোদন করা ব্যবহারকারীর তালিকার বাইরে কোনও ব্যক্তি মন্তব্যে এই ধরনের অথবা এইসব শব্দ বা শব্দগুচ্ছ লিখলে সেটি সর্বাধিক ৬০ দিন পর্যালোচনার জন্য হোল্ডে রাখা হতে পারে। এই ধরনের অথবা এইসব শব্দ বা শব্দগুচ্ছ সহ লাইভ চ্যাট মেসেজও ব্লক করা হবে।
"পর্যালোচনার জন্য হোল্ড করা আছে" ট্যাবের মধ্যে মন্তব্য পৃষ্ঠায় গিয়ে ব্লক করা শব্দ আছে এমন মন্তব্য পর্যালোচনা করা যাবে।
আপনার ব্লক করা শব্দ তালিকায় যোগ করতে:
  1. YouTube Studio খুলুন।
  2. বাঁদিক থেকে সেটিংস and then কমিউনিটি বিকল্পে ক্লিক করুন।
  3. 'অটোমেটেড ফিল্টার ট্যাব'-এর মধ্যে গিয়ে, নিচে স্ক্রল করে 'ব্লক করা শব্দ' বিকল্পে যান।
  4. কমা দিয়ে আলাদা করে শব্দ ও বাক্যাংশ যোগ করুন।
  5. সেভ করুন বিকল্প বেছে নিন।
মনে রাখবেন: আপনার ভিডিও এবং লাইভ স্ট্রিমের ক্লিপ তৈরির সময় ব্লক করা শব্দ ব্যবহার করা যাবে না। আরও জানুন
লিঙ্ক সহ কমেন্ট ব্লক করুন
URL আছে এমন মন্তব্য আপনি পর্যালোচনার জন্য হোল্ড করে রাখতে পারেন। এটি কীভাবে করবেন তা দেখুন:
  1. YouTube Studio খুলুন।
  2. বাঁদিক থেকে সেটিংস and then কমিউনিটি বিকল্পে ক্লিক করুন।
  3. "অটোমেটেড ফিল্টার" ট্যাব থেকে, লিঙ্ক ব্লক করুন বিকল্প বেছে নিন।
আপনি, কোনও মডারেটর বা অনুমোদিত ব্যবহারকারী কোনও লিঙ্ক সহ মন্তব্য পোস্ট করলে তা ব্লক করা হবে না।
URL আছে এমন লাইভ চ্যাট মেসেজও ব্লক করা হবে।
হ্যাশট্যাগ ও লিঙ্ক আছে এমন মন্তব্য "পর্যালোচনার জন্য হোল্ড করা আছে" ট্যাবের মধ্যে মন্তব্য পৃষ্ঠায় গিয়ে ৬০ দিন পর্যন্ত পর্যালোচনা ও অনুমোদন করা যাবে।

মন্তব্য সংক্রান্ত ডিফল্ট সেটিংস

আপনি একই মন্তব্য সংক্রান্ত সেটিং সব নতুন আপলোড করা ভিডিওর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। নতুন আপলোড করা ভিডিওর ডিফল্ট সেটিংস পরিবর্তন করলে আগেকার ভিডিওতে তার কোনও প্রভাব পড়বে না।
ভিডিও আপলোড করার পরে আপনি প্রতিটির জন্য মন্তব্য সংক্রান্ত সেটিংস বেছে নিতে পারেন। নতুন ভিডিওর জন্য মন্তব্য সংক্রান্ত ডিফল্ট সেটিংস কীভাবে পরিবর্তন করতে হয় তা জানুন।

চ্যানেলের হোমপেজে মন্তব্য সংক্রান্ত সেটিংস

আপনার চ্যানেলের কমিউনিটি ট্যাব থেকে নতুন মন্তব্য সংক্রান্ত সেটিংস পরিবর্তন করতে পারবেন। কীভাবে আপনার মন্তব্য সংক্রান্ত সেটিংস পরিবর্তন করবেন তা জানুন।

মন্তব্য সংক্রান্ত সেটিংস বিষয়ক প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

নির্দিষ্ট কোনও একটি ভিডিও থেকে আমি কি বিশেষ কিছু শব্দ, লিঙ্ক বা কোনও ব্যবহারকারীকে ব্লক করতে পারব?

না। লুকানো ব্যবহারকারী, ব্লক করা শব্দ এবং লিঙ্ক ব্লক করার বিকল্পটি সব ভিডিওতে এবং আপনার চ্যানেল হোমপেজে অটোমেটিক প্রযোজ্য হয়। এছাড়াও, সেটিংসে পরিবর্তন নতুন ও আগে থেকে আছে এমন ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
মনে রাখবেন: আপনার মন্তব্য সংক্রান্ত সেটিংস পরিবর্তন করলে তা শুধু নতুন ভিডিওর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আমি কি লুকানো ব্যবহারকারীর মন্তব্য পর্যালোচনা করতে পারব?

না। লুকানো ব্যবহারকারীর মন্তব্য YouTube Studio-তে দেখা যায় না।

আমি কি নির্দিষ্ট কোনও শব্দ বা লিঙ্কের কারণে ব্লক করা মন্তব্য পর্যালোচনা করতে পারব?

হ্যাঁ। ব্লক করা শব্দ বা লিঙ্ক আছে এমন মন্তব্যগুলি "পর্যালোচনার জন্য হোল্ড করা আছে" ট্যাবের মধ্যে মন্তব্য পৃষ্ঠায় গিয়ে ৬০ দিন পর্যন্ত পর্যালোচনা ও অনুমোদন করা যাবে।

আমি যদি মন্তব্য করার সুবিধা বন্ধ করে আবার চালু করি, তাহলে কি আমার পুরনো মন্তব্যগুলি ফিরে আসবে?

হ্যাঁ। আপনি যদি মন্তব্য করার সুবিধা বন্ধ করে আবার চালু করেন, সেক্ষেত্রে আগে থেকে ছিল এমন মন্তব্য আবার দেখা যাবে।
আপনি কমেন্ট করার বিকল্প বন্ধ করে দিলে, ভিডিও পৃষ্ঠায় বা YouTube Studio-তে আগে করা কমেন্ট আর দেখতে পাওয়া যাবে না।

আমার সেটিংস পরিবর্তন করলে, আগে করা এবং ভবিষ্যতে করা হবে এমন কমেন্টের উপরে তার কি কোনও প্রভাব পড়ে?

চ্যানেল-লেভেল সেটিংস, ভিডিও-লেভেল সেটিংস ও ব্লক করা শব্দে পরিবর্তন করা হলে, ভবিষ্যতে করা হবে এমন কমেন্টের ক্ষেত্রে লুকানো ব্যবহারকারী ও ব্লক করা লিঙ্ক প্রযোজ্য হবে। 

আপনি এগুলি করলে শুধুমাত্র আগে করা কমেন্টের উপরে প্রভাব পড়ে:

  • কোনও ভিডিওতে কমেন্ট করার বিকল্প বন্ধ করে দিন। এটি বন্ধ করে দিলে, আবার কমেন্ট করার বিকল্প চালু না করা পর্যন্ত আগে করা কমেন্ট আপনি আর দেখতে পাবেন না। 
  • কোনও ব্যবহারকারীকে লুকান। আপনার কোনও ভিডিওতেই লুকানো ব্যবহারকারীর করা কমেন্ট দেখানো হবে না।

'বেসিক' ও 'স্ট্রিক্ট' মোডে কী ধরনের কমেন্ট পর্যালোচনা করার জন্য রাখা থাকে?

বেসিক কমেন্ট মডারেশন বেছে নিলে, YouTube Studio-তে করা যেসব কমেন্ট সম্ভাব্য স্প্যাম, আত্মপ্রচার, অর্থহীন টেক্সট বা সম্ভাব্য অনুপযুক্ত হতে পারে, তা হোল্ড করা হবে। শুধুমাত্র আপনি অনুমোদন করলে তবেই এইসব কমেন্ট প্রকাশ করা হবে। 

আপনার চ্যানেলের জন্য উচ্চতর লেভেলের সুরক্ষা চাইলে, স্ট্রিক্ট কমেন্ট মডারেশন বেছে নিলে রিভিউ করার জন্য আরও বেশি সংখ্যক কমেন্ট হোল্ড করা হবে। 

কোন কমেন্ট হোল্ড করা হবে তা শনাক্ত করতে এইসব সেটিংস, AI ব্যবহার করে বলে তা সবসময় ঠিক নাও হতে পারে। চ্যানেল মালিকরা তাদের ভিডিওতে দেখানো কমেন্ট এড়িয়ে যেতে, সরিয়ে দিতে বা অনুমোদন করতে পারবেন।

YouTube Studio-তে কমেন্ট পর্যালোচনা করার সময় মতামত পাঠান বিকল্প বেছে নিয়ে আপনি সরাসরি প্রোডাক্টে মতামত শেয়ার করতে পারবেন।

সময়ের সাথে আমাদের সিস্টেম উন্নত করতে আমরা কাজ করি বলে এইসব সেটিংস থেকে পাওয়া কমেন্টের নির্ভুলতা ও সংখ্যায় পরিবর্তন হতে পারে।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
5091116870481224907
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false