লাইসেন্স স্ট্র্যাটেজি এডিট অথবা বন্ধ করা

লাইসেন্স স্ট্র্যাটেজি তৈরি করে নিলে আপনি স্ট্র্যাটেজির শীর্ষক, মূল্য বা ব্যবহারের বিবরণ এডিট করতে পারবেন। চ্যানেল-ভিত্তিক লাইসেন্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে, আপনি চ্যানেল যোগ করতে পারবেন অথবা প্রয়োজন হলে ফ্রি লাইসেন্স সরিয়ে দিতে পারবেন। আপনি কোনও লাইসেন্স স্ট্র্যাটেজি আর ব্যবহার না করলে সেটি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন।

যেসব এডিট করা হয়েছে, প্রত্যেকটি Studio কন্টেন্ট ম্যানেজারে “পুনর্বিবেচনা” বিভাগ হিসেবে সেভ করা থাকবে এবং দেখাও যাবে।

লাইসেন্স স্ট্র্যাটেজি এডিট করা

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, লাইসেন্স ম্যানেজমেন্ট বিকল্প বেছে নিন।
  3. প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি এডিট করতে হলে প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি ট্যাব থেকে বেরিয়ে যাবেন না। একটি চ্যানেল-ভিত্তিক স্ট্র্যাটেজি এডিট করতে চ্যানেল-ভিত্তিক স্ট্র্যাটেজি ট্যাবে ক্লিক করুন।
    • স্ট্র্যাটেজির শীর্ষক ব্যবহার করে তালিকায় ফিল্টার প্রয়োগ করতে চাইলে, ফিল্টার বার  এবং তারপর স্ট্র্যাটেজি শীর্ষক বিকল্পে ক্লিক করুন। স্ট্র্যাটেজির একটি শীর্ষক লিখে প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনি যে লাইসেন্স স্ট্র্যাটেজি এডিট করতে চান, সেটির শীর্ষকে ক্লিক করুন।
  5. শীর্ষক, মূল্য অথবা অতিরিক্ত বিবরণ আপডেট করুন।
  6. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

চ্যানেল-ভিত্তিক স্ট্র্যাটেজি যোগ করা অথবা সরিয়ে দেওয়া

আপনি এমন কোনও চ্যানেল-ভিত্তিক লাইসেন্স স্ট্র্যাটেজি তৈরি করে থাকলে যেটি নির্দিষ্ট কোনও চ্যানেলে ফ্রিতে লাইসেন্স প্রদান করে, আপনি সেই লাইসেন্স স্ট্র্যাটেজিতে চ্যানেল যোগ করতে বা সরিয়ে দিতে পারবেন।

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, লাইসেন্স ম্যানেজমেন্ট বিকল্প বেছে নিন।
  3. চ্যানেল-ভিত্তিক স্ট্র্যাটেজি ট্যাবে ক্লিক করুন।
  4. আপনি যে লাইসেন্স স্ট্র্যাটেজিতে চ্যানেল যোগ করতে চান বা সেখান থেকে চ্যানেল সরাতে চান, সেটিতে ক্লিক করুন।
    • চ্যানেল যোগ করতে চ্যানেল যোগ করুন বিকল্পে ক্লিক করুন। চ্যানেল আইডি পেস্ট করে যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
    • চ্যানেল সরিয়ে দিতে উপরের ব্যানার থেকে চ্যানেল বেছে নিয়ে চ্যানেল সরান বিকল্প বেছে নিন। আপনি ভুল করে কোনও চ্যানেল সরিয়ে দিলে, উপরের ব্যানার থেকে সেটি বেছে নিয়ে সরানো চ্যানেল আগের অবস্থায় ফেরান বিকল্পে ক্লিক করুন।
  5. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
  6. আপডেট সম্পূর্ণ করতে কনফার্ম করুন বিকল্পে ক্লিক করুন।

লাইসেন্স স্ট্র্যাটেজি ডিঅ্যাক্টিভেট করা

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, লাইসেন্স ম্যানেজমেন্ট বিকল্প বেছে নিন।
  3. প্ল্যাটফর্ম লাইসেন্স স্ট্র্যাটেজি ডিঅ্যাক্টিভেট করতে হলে প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি ট্যাব থেকে বেরিয়ে যাবেন না। একটি চ্যানেল-ভিত্তিক লাইসেন্স স্ট্র্যাটেজি ডিঅ্যাক্টিভেট করতে চ্যানেল-ভিত্তিক স্ট্র্যাটেজি ট্যাবে ক্লিক করুন
    • স্ট্র্যাটেজির শীর্ষক ব্যবহার করে তালিকায় ফিল্টার প্রয়োগ করতে চাইলে, ফিল্টার বার  এবং তারপর স্ট্র্যাটেজি শীর্ষক বিকল্পে ক্লিক করুন। স্ট্র্যাটেজির একটি শীর্ষক লিখে প্রয়োগ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনি যে লাইসেন্স স্ট্র্যাটেজি ডিঅ্যাক্টিভেট করতে চান সেটিতে ক্লিক করুন।
  5. লাইসেন্স স্ট্র্যাটেজি ডিঅ্যাক্টিভেট করুন বিকল্পে ক্লিক করুন।
কোনও অ্যাসেটে প্রয়োগ করা লাইসেন্স স্ট্র্যাটেজি ডিঅ্যাক্টিভেট করতে, এখানে ল্লেখ করা ধাপগুলি অনুসরণ করুন।

পুনর্বিবেচনার ইতিহাস দেখা

লাইসেন্স স্ট্র্যাটেজিতে করা পরিবর্তন Studio কন্টেন্ট ম্যানেজারে সেভ করা হয় এবং সেগুলি "পুনর্বিবেচনা" হিসেবে দেখায়। লাইসেন্স স্ট্র্যাটেজিতে করা পরিবর্তনের রেকর্ড দেখতে, পরিবর্তিত দাম অথবা ইতিহাস বিকল্প বেছে নিন। পুনর্বিবেচনা করে দেখার পর যোগ করা বা সরানো চ্যানেল সম্পর্কে আরও বিশদে দেখতে, পরিবর্তন করা প্রতিটি লাইনে ক্লিক করুন।

আপডেট করা লাইসেন্স স্ট্র্যাটেজির বিবরণ দেখতে, ইতিহাস ট্যাব থেকে ড্রপডাউন তীরচিহ্নে ক্লিক করুন: 

  • পুনর্বিবেচনা: পরিবর্তনের বিবরণ দেখে নিন, এটি আগে থেকেই উপলভ্য লাইসেন্স স্ট্র্যাটেজিতে করা আপডেট, নাকি একটি নতুন স্ট্র্যাটেজি
  • শীর্ষক | মূল্য: লাইসেন্স স্ট্র্যাটেজির শীর্ষক এবং মূল্যের লেভেল দেখুন
  • শুরু এবং শেষের তারিখ: থেকে বোঝা যায় যে প্রদত্ত লাইসেন্স স্ট্র্যাটেজি একটি অ্যাসেটে কখন অ্যাসাইন করা হয়েছিল বা কখন সেটি পরিবর্তন বা ডিঅ্যাক্টিভেট করা হয়েছিল। লাইসেন্সের মেয়াদ ও শেষ হওয়ার তারিখ এক নয়।
  • অধিগ্রহণ: থেকে বোঝা যায় যে স্টোরফ্রন্ট থেকে কটি লাইসেন্স কেনা হয়েছে
  • ব্যবহার: থেকে বোঝা যায় যে একটি ভিডিওতে লাইসেন্স যুক্ত কন্টেন্ট আদতে ব্যবহার করা হয়েছে
  • স্ট্যাটাস: লাইসেন্স স্ট্র্যাটেজির বর্তমান স্ট্যাটাস থেকে “বর্তমান শর্তাবলী” বা “আগের শর্তাবলী” সম্পর্কে জানা যায়

পরিবর্তিত দাম ট্যাব থেকে, আপনি ব্যবহারকারীর তথ্য বা কখন পরিবর্তন করা হয়েছে তার টাইমস্ট্যাম্পের মতো বিবরণ দেখতে পাবেন। প্রকাশক দাম পরিবর্তন করার কারণে কোনও স্ট্র্যাটেজি প্রভাবিত হলে, পরিবর্তিত স্ট্র্যাটেজির নামের মধ্যে প্রকাশকের নাম উল্লেখ করা থাকবে।

লাইসেন্স স্ট্র্যাটেজিতে পরিবর্তন করা হলে তা আর মুছে ফেলা যাবে না। কোনও অধিগ্রহণ না থাকা পরিবর্তন দেখানো হবে না। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15802247582868921011
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false