পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পনসরশিপ ও এন্ডোর্সমেন্ট সংক্রান্ত ভিডিও দেখা

কোনও ভিডিওতে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, এন্ডোর্সমেন্ট বা স্পনসরশিপ থাকলে, সেটির শুরুতেই ক্রিয়েটরের মাধ্যমে চিহ্নিত করা একটি ডিসক্লোজার দেখতে পাবেন।

মনে রাখবেন: YouTube Premium বিজ্ঞাপন-মুক্ত ভিডিও দেখার সুবিধা দেয়। তবে, আপনি এখনও ভিডিওতে ক্রিয়েটররা সরাসরি যোগ করেছেন এমন স্পনসর করা কন্টেন্ট দেখতে পেতে পারেন।

পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পনসরশিপ ও এন্ডোর্সমেন্ট বলতে কী বোঝায়?

পেড প্রোডাক্ট প্লেসমেন্ট:

  • কোনও প্রোডাক্ট বা পরিষেবা বর্ণনা করে এমন ভিডিও, কারণ ক্রিয়েটর এবং প্রোডাক্ট বা পরিষেবা প্রদানকারীর মধ্যে একধরনের সম্পর্ক আছে।
  • কোনও কোম্পানি বা ব্যবসার জন্য ভিডিও তৈরি করার বিনিময়ে পারিশ্রমিক বা কোনও চার্জ ছাড়াই প্রোডাক্ট/পরিষেবার সুবিধা গ্রহণ করা হয়েছে।
  • এইসব ভিডিওর কন্টেন্টের মধ্যে কোম্পানি বা ব্যবসার ব্র্যান্ড, মেসেজ বা প্রোডাক্ট সরাসরি দেখানো হয় এবং সেই কোম্পানি ভিডিও তৈরি করতে ক্রিয়েটরকে হয় টাকা দিয়েছে অথবা কোনও চার্জ ছাড়াই প্রোডাক্ট দিয়েছে।

এন্ডোর্সমেন্ট: কোনও বিজ্ঞাপনদাতা বা মার্কেটারের তৈরি করা ভিডিও, যাতে ক্রিয়েটরের মতামত, বিশ্বাস বা অভিজ্ঞতা সম্বলিত মেসেজ দেখানো হয়।

স্পনসরশিপ: কোম্পানির ব্র্যান্ড, মেসেজ বা প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে সরাসরি না দেখিয়েও, সমগ্র বা আংশিক ভিডিও তৈরির জন্য কোম্পানি অর্থ সাহায্য করে। স্পনসরশিপের মাধ্যমে সাধারণত নিম্নলিখিত বিষয়ের প্রচার করা হয়:

  • ব্র্যান্ড
  • মেসেজ
  • থার্ড-পার্টির প্রোডাক্ট

আপনি একজন ক্রিয়েটর হলে, আপনার ভিডিওতে কীভাবে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পনসরশিপ ও এন্ডোর্সমেন্ট যোগ করবেন সেই বিষয়ে জানতে এখানে দেখুন।

তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট থেকে যেসব কন্টেন্ট দেখা হয় সেখানে অথবা বাচ্চাদের জন্য তৈরি কন্টেন্টে পেড প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পনসরশিপ ও এন্ডোর্সমেন্ট কীভাবে কাজ করে?

বাচ্চাদের জন্য তৈরি করা ভিডিওতে সব পেড প্রচারের সাথে একটি ডিসক্লোজার থাকতে হবে এবং এই মেসেজ বাচ্চারা যাতে বুঝতে পারে, তেমন সরল ভাষাতেই দেখাতে হবে।

সব পেড প্রচার আমাদের বিজ্ঞাপন নীতি মেনে করতে হবে যেখানে কিছু নির্দিষ্ট ক্যাটেগরির বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। “বাচ্চাদের জন্য তৈরি” হিসেবে চিহ্নিত করা কন্টেন্টের মধ্যে দেখানো বিজ্ঞাপন কখনই প্রতারণামূলক, অন্যায্য ও তার টার্গেট দর্শকদের জন্য অনুপযুক্ত হলে চলবে না। কন্টেন্টে কোনও থার্ড-পার্টি ট্র্যাকার ব্যবহার করলে চলবে না অথবা এই কন্টেন্টের মাধ্যমে কখনই অভিভাবকের সম্মতি ছাড়া বাচ্চাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা যাবে না। অবশ্যই সব প্রাসঙ্গিক আইন ও বিধি মেনে কন্টেন্ট ব্যবহার করতে হবে। ক্রিয়েটর এবং যে ব্র্যান্ডের সাথে তিনি কাজ করেন, দুই পক্ষই তাদের কন্টেন্টে পেড প্রচার দেখানোর ক্ষেত্রে তাদের স্থানীয় এবং আইনগত বাধ্যবাধকতা বুঝে নেওয়া এবং মেনে চলার ব্যাপারে দায়বদ্ধ। এইসব আইনগত বাধ্যবাধকতার মধ্যে কয়েকটি হল কোথায় ও কীভাবে এবং কাকে এটি দেখানো হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6070701562823501548
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false