আপনার চ্যানেলের ব্র্যান্ডিং ম্যানেজ করা

আপনার প্রোফাইল ছবি, চ্যানেলের ব্যানার এবং ভিডিওর ওয়াটারমার্ক আপডেট করে ব্র্যান্ড হিসেবে আপনার YouTube চ্যানেলের পরিচয় প্রতিষ্ঠা করুন।

আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করুন

 YouTube Studio থেকে আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করুন। আপনার চ্যানেল, YouTube জুড়ে সর্বজনীনভাবে অ্যাট্রিবিউট করা যাবে এমন অ্যাকশন ও ভিডিওতে প্রোফাইল ছবি দেখানো হয়।

'কাস্টমাইজেশন' বিকল্প বেছে নেওয়ার পরে, উপরে 'ব্র্যান্ডিং' ট্যাব দেখতে পাবেন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর ব্র্যান্ডিং বিকল্প বেছে নিন।
  3. পরিবর্তন করুন বিকল্পে ক্লিক করুন এবং আপনার কম্পিউটার থেকে ইলাস্ট্রেশন বা ছবি বেছে নিন। আপনার আপলোড করা ছবির আগের রঙ পরিবর্তন, কাটছাঁট অথবা আকার পরিবর্তন করে হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
  4. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন। YouTube জুড়ে আপনার প্রোফাইল ছবি আপডেট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে।

সহায়ক প্রযুক্তি বা কীবোর্ডের সাহায্যে আপনার ফটো ক্রপ করা

ফটোর কোনও একটি কোণা থেকে ক্রপ করা

  1. ফটোর কোণা বেছে নিতে নেভিগেট করুন।
  2. ফটো ক্রপ করতে 'তীরচিহ্ন' কী ব্যবহার করুন।

ক্রপ করার জন্য ব্যবহার হওয়া পুরো বর্গাকার অংশটি সরানো

  1. ক্রপ করার জন্য ব্যবহার হওয়া পুরো বর্গাকার অংশটি বেছে নিতে নেভিগেট করুন।
  2. ক্রপের বর্গাকার অংশটির অবস্থান পরিবর্তন করতে 'তীরচিহ্ন' কী ব্যবহার করুন।

প্রোফাইল ছবি সংক্রান্ত নির্দেশিকা

আপনার প্রোফাইল ছবি আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে ও নিম্নলিখিত নির্ণায়ক পূরণ করে আপলোড করতে হবে:

  • JPG, GIF, BMP বা PNG ফাইল (কোনও অ্যানিমেটেড GIF চলবে না)
  • ছবির আকার ১৫ এমবির বেশি হলে চলবে না।
  • ৯৮ X ৯৮ পিক্সেলে রেন্ডার করা ছবি।

YouTube ক্রিয়েটর

আপনার YouTube পৃষ্ঠার উপরে ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে ব্যানার দেখানো হয়।
  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর ব্র্যান্ডিং বিকল্প বেছে নিন।
  3. পরিবর্তন করুন বিকল্পে ক্লিক করে ছবি বেছে নিন। কিছু পরিবর্তন করতে হলে, প্রিভিউ বেছে নিয়ে কাটছাঁট করুন এবং হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
  4. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: কম্পিউটার, মোবাইল ও টিভি ডিসপ্লে জুড়ে একই ব্যানার ছবি ব্যবহার করা হয়, তবে আপনার ডিভাইস অনুযায়ী এটি ভিন্নভাবে দেখানো হয়।

অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল

আপনার ব্যানার ছবি শুধুমাত্র কম্পিউটার ও মোবাইল ডিভাইসে ব্যবহার করা হয়। ওই ব্যানার আপডেট করতে, উপরে দেওয়া YouTube ক্রিয়েটর সংক্রান্ত নির্দেশাবলী ফলো করুন। 

আপনার টিভি ও YouTube Music-এ থাকা ব্যানার আপডেট করতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে প্রোফাইল বেছে নিন।
  3. প্রোফাইল ফটোর পাশে আইকনে ক্লিক করুন ও কোনও একটি ছবি বেছে নিন। কোনও ছবিতে পরিবর্তন করতে,
    • প্রিভিউ বেছে নিন ও ছবি এডিট করুন।
    • হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
  4. পৃষ্ঠার একেবারে উপরের ডানদিকে সেভ করুন বোতামে ক্লিক করুন।

ব্যানার ছবি সংক্রান্ত নির্দেশিকা

নিম্নলিখিত নির্ণায়ক মেনে আপনাকে ব্যানার ছবি আপলোড করতে হবে:

  • আপলোড করার জন্য ন্যূনতম আকার: ২৫৬০ x ১৪৪০ পিক্সেল যার অ্যাস্পেক্ট রেশিও ১৬:৯।
  • ন্যূনতম সাইজে, এই অংশের মধ্যে নিশ্চিন্তে টেক্সট ও লোগো যোগ করতে পারেন: ১২৩৫ x ৩৩৮ পিক্সেল।
  • ছবিগুলি বড় ডিভাইসের জন্য সম্পূর্ণ স্ক্রিনের সাইজ জুড়ে মানানসই হতে হবে, তবে কিছু কিছু স্ক্রিন ও ডিভাইসের জন্য ক্রপ করা হবে।
  • ছবিটি আরও ভালো করার জন্য বেশি অলঙ্করণ করবেন না (যেমন, ছায়া, বর্ডার ও ফ্রেম যোগ করা)।
  • ফাইল সাইজ: ৬ এমবি বা এর চেয়ে ছোট।

কীভাবে ছবির সাইজ পরিবর্তন করবেন

আপনি কম্পিউটারের এডিটর বা অনলাইন রিসাইজার ব্যবহার করে ছবির সাইজ পরিবর্তন করতে পারেন। যেমন, Apple কম্পিউটারে Preview বা Windows-এ Microsoft Photos ব্যবহার করতে পারেন।

ভিডিও ওয়াটারমার্ক যোগ করুন

আপনার ভিডিওতে ওয়াটারমার্ক যোগ করে দর্শকদের সাবস্ক্রাইব করার ব্যাপারে আগ্রহী করে তুলতে পারেন। ভিডিও ওয়াটারমার্ক যোগ করলে, কম্পিউটারে YouTube দেখার সময় দর্শকরা সরাসরি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন।
  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কাস্টমাইজেশন এবং তারপর ব্র্যান্ডিং বিকল্প বেছে নিন।
  3. আপনার ডিসপ্লে সময় বেছে নিন:
    • ভিডিওর শেষে: ভিডিওর শেষ ১৫ সেকেন্ডে ওয়াটারমার্ক দেখানো হবে।
    • কাস্টম শুরুর সময়: আপনার বেছে নেওয়া সময় অনুযায়ী ওয়াটারমার্ক দেখানো শুরু হবে।
    • সম্পূর্ণ ভিডিও: সারাক্ষণ ভিডিও চলাকালীন ওয়াটারমার্ক দেখানো হবে।
  4. পরিবর্তন করুন বিকল্পে ক্লিক করে ছবি বেছে নিন। ছবির সাইজ পরিবর্তন করে 'হয়ে গেছে' বিকল্পে ক্লিক করুন।
  5. প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা ভিডিওতে ওয়াটারমার্ক দেখানো যায় না। আপনি আগে কোনও ভিডিওতে ওয়াটারমার্ক যোগ করার পরে বর্তমানে সেটি 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা থাকলে, ওয়াটারমার্ক দেখানো হবে না।

ভিডিও ওয়াটারমার্ক সংক্রান্ত নির্দেশিকা

নিম্নলিখিত নির্ণায়ক মেনে আপনাকে ভিডিও ওয়াটারমার্ক যোগ করতে হবে:

  • ন্যূনতম ১৫০x১৫০ পিক্সেল।
  • ১ এমবির চেয়ে ছোট চৌকো ছবি।

উপলভ্যতা

চ্যানেল ওয়াটারমার্ক ডেস্কটপ ও মোবাইলে (মোবাইলে ক্লিক করা যায় না) ল্যান্ডস্কেপ ভিউতে দেখানো হয়। কাস্টম YouTube ক্রোমলেস প্লেয়ার বা Adobe Flash-এ চ্যানেল ওয়াটারমার্ক দেখানো হয় না।

ভিডিও ওয়াটারমার্ক মেট্ৰিক্স

YouTube Analytics-এর সাবস্ক্রিপশন সোর্স রিপোর্ট থেকে মেট্ৰিক্স দেখতে পাবেন।

কীভাবে আপনার চ্যানেল ব্র্যান্ডিং ম্যানেজ করবেন তা দেখুন

আপনার প্রোফাইল ছবি, চ্যানেল ব্যানার ও ভিডিওর ওয়াটারমার্ক কীভাবে আপডেট করতে হয় সেই ব্যাপারে YouTube Creators চ্যানেলে নিচের ভিডিও দেখুন।

Customize Your Channel Branding & Layout: Add a Profile Picture, Banner, Trailer, Sections, & more!

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16037656944574741323
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false