আপনার প্রোফাইল ছবি, চ্যানেলের ব্যানার এবং ভিডিওর ওয়াটারমার্ক আপডেট করে ব্র্যান্ড হিসেবে আপনার YouTube চ্যানেলের পরিচয় প্রতিষ্ঠা করুন।
আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করুন
আপনার চ্যানেল ও YouTube জুড়ে ভিডিওতে দর্শকদের আপনার প্রোফাইল ছবি দেখানো হয়।
YouTube iPhone ও iPad অ্যাপ
- আপনার প্রোফাইল ছবি বিকল্পে ট্যাপ করুন।
- চ্যানেল দেখুন বিকল্পে ট্যাপ করুন।
- এডিট করুন বিকল্পে ট্যাপ করুন, তারপর প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
- আপলোড করার জন্য আপনি ছবি তুলতে অথবা কোনও ছবি বা ইলাস্ট্রেশন বেছে নিতে পারবেন।
- সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
iPhone ও iPad ডিভাইসের জন্য YouTube Studio অ্যাপ
- আপনার প্রোফাইল ছবি বিকল্পে ট্যাপ করুন।
- প্রোফাইল এডিট করুন বিকল্পে ট্যাপ করুন, তারপর আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
- আপলোড করার জন্য আপনি ছবি তুলতে অথবা কোনও ছবি বেছে নিতে পারবেন।
- সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
প্রোফাইল ছবি সংক্রান্ত নির্দেশিকা
আপনার প্রোফাইল ছবি আপলোড করতে হলে অবশ্যই আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে এবং নিম্নলিখিত মাপকাঠি পূরণ করতে হবে:
- JPG, GIF, BMP বা PNG ফাইল (কোনও অ্যানিমেটেড GIF চলবে না)।
- ছবির সাইজ ১৫ এমবির বেশি হলে চলবে না।
- ৯৮ X ৯৮ পিক্সেলে রেন্ডার করা ছবি।
আপনার YouTube পৃষ্ঠার উপরে ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে ব্যানার দেখানো হয়।
YouTube iPhone ও iPad অ্যাপ
- আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
- আপনার চ্যানেল বিকল্পে ট্যাপ করুন।
- এডিট করুন বিকল্পে ট্যাপ করুন, তারপর ডানদিকে থাকা আপনার ব্যানার ছবিতে ট্যাপ করুন।
- আপলোড করার জন্য আপনি ছবি তুলতে অথবা কোনও ছবি বেছে নিতে পারবেন।
- সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
iPhone ও iPad ডিভাইসের জন্য YouTube Studio অ্যাপ
- আপনার প্রোফাইল ছবি বিকল্পে ট্যাপ করুন।
- প্রোফাইল এডিট করুন বিকল্পে ট্যাপ করুন, তারপর আপনার ব্যানার ছবিতে ট্যাপ করুন।
- আপলোড করার জন্য আপনি ছবি তুলতে অথবা কোনও ছবি বেছে নিতে পারবেন।
- সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
ব্যানার ছবি সংক্রান্ত নির্দেশিকা
আপনার ব্যানার যাতে সঠিকভাবে রেন্ডার হয়, সেই জন্য এইসব সাজেশন মেনে চলুন:
- আপলোড করার জন্য ন্যূনতম ডাইমেনশন: ২০৪৮ x ১১৫২ পিক্সেল যার অ্যাস্পেক্ট রেশিও ১৬:৯।
- ন্যূনতম ডাইমেনশনে, এই অংশের মধ্যে নিশ্চিন্তে টেক্সট ও লোগো যোগ করতে পারেন: ১২৩৫ x ৩৩৮ পিক্সেল।
- সাজেস্ট করা ডাইমেনশন (বিশেষ করে টিভির জন্য): ২৫৬০ x ১৪৪০ পিক্সেল।
- বড় ডিভাইসের ক্ষেত্রে ছবিগুলি এমন হতে হবে যাতে পুরো স্ক্রিন জুড়ে থাকে, তবে নির্দিষ্ট ভিউর জন্য ও ডিভাইসের ক্ষেত্রে ছবিগুলি ক্রপ করা হবে।
- ছবিটি আরও ভালো করার জন্য বেশি অলঙ্করণ করবেন না (যেমন, ছায়া, বর্ডার ও ফ্রেম যোগ করা)।
- ফাইল সাইজ: ৬ এমবি বা এর চেয়ে ছোট।
কীভাবে ছবির সাইজ পরিবর্তন করবেন
আপনি কম্পিউটারের এডিটর বা অনলাইন রিসাইজার ব্যবহার করে ছবির সাইজ পরিবর্তন করতে পারেন। যেমন, Apple কম্পিউটারে Preview বা Windows-এ Microsoft Photos ব্যবহার করতে পারেন।
ভিডিও ওয়াটারমার্ক যোগ করুন
এই সেটিং কম্পিউটারে উপলভ্য।