YouTube অ্যাপের গোপনীয়তা সংক্রান্ত মৌলিক বিষয়গুলি বোঝা

অনলাইনে আপনার সুরক্ষার বিষয়টিকে আমরা সবসময় গুরুত্ব দিই - আমরা যে ডেটা ব্যবহার করি সেটির বিষয়ে স্বচ্ছ থাকা এবং আপনাকে সেটির ব্যাপারে বিকল্প ও নিয়ন্ত্রণ দেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

আপনি Google এবং YouTube-এ যে ডেটা প্রদান করেন তা পরিষেবা ব্যবহার করার সময় আপনার অভিজ্ঞতা আরও ভাল করে তুলতে সাহায্য করে। YouTube-এ আপনার ডেটা বিকল্প বা Google অ্যাকাউন্ট থেকে আপনি YouTube-এর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে পারবেন।

আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ডেটা YouTube কীভাবে ব্যবহার করতে পারে

অভিজ্ঞতা আরও ভাল করে তোলার জন্য YouTube আপনার ডেটা ব্যবহার করে, যেমন আপনি কী দেখেছেন তা মনে করিয়ে দেওয়া এবং আপনাকে আরও বেশি প্রাসঙ্গিক সাজেশন এবং সার্চ ফলাফল প্রদান করা। YouTube ও অন্যান্য Google পরিষেবায় আপনাকে পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার অ্যাক্টিভিটি ও তথ্য ব্যবহার করা হতে পারে। YouTube-এ আপনার ডেটা থেকে আপনি অ্যাক্টিভিটি ডেটা ম্যানেজ বা বন্ধ করে দিতে পারবেন।

YouTube কীভাবে সামগ্রিক ডেটা ব্যবহার করতে পারে

আমাদের পরিষেবা ক্রমাগত উন্নত করতে, সব ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভাল করে তোলার জন্য, আমরা পরিচয় গোপন করা, সামগ্রিক YouTube ডেটা ব্যবহার করি। যেমন, আমরা YouTube অ্যাপের অবস্থা বোঝার জন্য ডায়াগনস্টিকস ব্যবহার করি, সমস্যার সমাধান করি এবং স্পিড আর পারফর্ম্যান্স আরও ভাল করে তুলি।

গোপনীয়তা এবং সুরক্ষা নিয়ন্ত্রণ করতে YouTube আপনাকে কীভাবে সাহায্য করে

YouTube-এ গোপনীয়তা ও নিরাপত্তার মতো বিষয়গুলি যাতে আপনার নিয়ন্ত্রণেই থাকে, সেই জন্য আমরা সারাক্ষণ কাজ করছি — প্রোঅ্যাক্টিভ টুলের মাধ্যমে সেটিংস ম্যানেজ করতে আপনাকে সাহায্য করা অথবা আমাদের প্রোডাক্টে এই সেটিংস সহজে ব্যবহার করার সুবিধা দেওয়া, এই সবকিছুই এর মধ্যে পড়ে। যেমন আমরা অটোমেটিক-মুছে দেওয়া বিকল্পের মতো ডেটা সংগ্রহ সীমাবদ্ধ করার টুল প্রদান করি। এটি ব্যবহার করে আপনি YouTube-এ নির্দিষ্ট সময় পরে আপনার ডেটা অটোমেটিক মুছে দেওয়ার সুবিধা পান। আপনি YouTube-এ আপনার ডেটা থেকে অ্যাক্টিভিটি ডেটা ম্যানেজ করতে পারবেন।

YouTube কীভাবে আপনার সার্চ ও দেখার ইতিহাস ব্যবহার করতে পারে এবং আপনি কীভাবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন

আপনার অভিজ্ঞতা আরও ভাল করে তোলার জন্য YouTube সার্চ ও দেখার ইতিহাস ব্যবহার করে, যেমন, আপনি সম্প্রতি যেসব ভিডিও দেখেছেন সেগুলি খুঁজে পাওয়া সহজ করে তোলা বা আপনার সাজেশন আরও উন্নত করা। এছাড়াও, প্রাসঙ্গিক এবং উপযোগী বিজ্ঞাপন দেখাতে সার্চ এবং দেখার ইতিহাস ব্যবহার করা হতে পারে। আরও প্রাসঙ্গিক সাজেশন ও বিজ্ঞাপন দেখতে চাইলে, YouTube-এ আপনার ডেটা বিভাগ থেকে নিজের সার্চ ও দেখার ইতিহাসের ডেটা দেখতে বা বিশেষ কিছু ডেটা মুছতে পারেন। আপনার যদি আগেকার কোনও উল্লেখযোগ্য দেখার ইতিহাস না থাকে, তাহলে আপনাকে ভিডিও সাজেস্ট করার জন্য যেসব YouTube ফিচার দেখার ইতিহাসের উপর নির্ভর করে, সেগুলি সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 'YouTube হোমপেজে দেখানো সাজেশন'-এর মতো ফিচার।
কোন অ্যাক্টিভিটি ডেটা আপনার Google অ্যাকাউন্টে সেভ করা থাকবে তা ম্যানেজ করতে, YouTube-এ আপনার ডেটা দেখুন। এছাড়াও, আপনার YouTube অ্যাক্টিভিটি ব্রাউজ করতে বা মুছে দিতে পারবেন।

YouTube কীভাবে আপনার লোকেশন ডেটা ব্যবহার করে

YouTube এভাবে লোকেশন তথ্য ব্যবহার করতে পারে, IP অ্যাড্রেস থেকে আপনার বর্তমান সাধারণ এলাকা অনুমান করে আপনাকে সেই অঞ্চল-নির্দিষ্ট কন্টেন্টের সাজেশন দেখায়। এছাড়াও, আপনি যদি ভিডিও আপলোড করার জন্য বেছে নেন, তাহলে কোন এলাকা থেকে ভিডিও আপলোড করেছেন অথবা কোন লোকেশনে ভিডিও ট্যাগ করছেন সেইসব তথ্য ব্যবহার করা হতে পারে। ফলে, সেখানকার স্থানীয় লোকদের কাছে আপনার ভিডিও সাজেশন পাঠানো যেতে পারে।

সাধারণ এলাকা বলতে ৩ বর্গ কিলোমিটারের থেকে বড় এলাকাকে বোঝানো হয়, যেখানে কমপক্ষে ১,০০০ ব্যবহারকারী রয়েছেন। তাই, সাধারণ এলাকার ভিত্তিতে আপনার সার্চ ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় না। পরিবর্তে, সাধারণ এলাকা আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং এই এলাকা সাধারণত শহরের বাইরে ৩ বর্গ কিলোমিটারের চেয়েও বড়।

YouTube কীভাবে আপনার লোকেশন অনুমান করে

  • বাড়ি বা কর্মস্থলের ঠিকানা: আপনি বাড়ি বা কর্মস্থলের ঠিকানা সেট করলে এবং আপনি এইসব জায়গার কোনও একটিতে থাকলে আপনার লোকেশন অনুমান করার জন্য সেগুলি ব্যবহার করা হতে পারে। আপনি বাড়ি এবং কর্মস্থলের ঠিকানা পরিবর্তন করতে পারবেন
  • IP অ্যাড্রেস:  IP অ্যাড্রেসকে ইন্টারনেট অ্যাড্রেসও বলা হয়, আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডিভাইসের জন্য এটি অ্যাসাইন করে। ইন্টারনেট ব্যবহার করার জন্য এটি প্রয়োজন। আপনার ব্যবহার করা ওয়েবসাইট ও পরিষেবা এবং আপনার ডিভাইসের মধ্যে কানেকশন তৈরি করতে IP অ্যাড্রেস ব্যবহার হয়। IP অ্যাড্রেস মোটামুটিভাবে ভৌগোলিক লোকেশনের ভিত্তিতে হয়। এটির মানে হল, youtube.com সহ যেকোনও ওয়েবসাইট আপনি ব্যবহার করলে আপনার সাধারণ এলাকা সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যেতে পারে।

গুরুত্বপূর্ণ: IP অ্যাড্রেস ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যায় না। কোনও সাইট, অ্যাপ অথবা Google-এর মতো পরিষেবা ব্যবহারের সময় সেগুলি সাধারণত আপনার লোকেশনের বিষয়ে কিছু তথ্য শনাক্ত করতে পারে।

YouTube-এ আপনাকে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি Google জুড়ে লোকেশন কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনি আরও জানতে পারবেন। এছাড়াও, YouTube নির্দিষ্টভাবে আপনার লোকেশন ডেটা কীভাবে ব্যবহার করে তা জানতে YouTube-এ আপনার ডেটা বিভাগে যান।

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন কোন ডেটা ও অ্যাক্টিভিটি ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করুন

Google অ্যাপ ব্যবহার করার সময় পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন ডেটা ও অ্যাক্টিভিটি ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করতে পারেন অথবা সেই বিকল্প সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। বিজ্ঞাপন সেটিংস থেকে আপনি সহজেই পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন ডেটা ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার অ্যাক্টিভিটি ও বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করেন এমন অন্যান্য বিজ্ঞাপনদাতার সাথে আপনার ইন্টার‍্যাকশনের ভিত্তিতে আপনার আগ্রহ সম্পর্কে আমাদের অনুমান এবং Google অ্যাকাউন্ট-এ আপনি যে তথ্য যোগ করেন সেগুলি এই ডেটায় অন্তর্ভুক্ত থাকে।

কীভাবে আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হবে সেটি ম্যানেজ করতে বা সেই বিকল্প সম্পূর্ণ বন্ধ করতে Google অ্যাকাউন্টে সাইন-ইন করে বিজ্ঞাপন সেটিংস বিকল্পে যান।

Google Ads ও ডেটা সম্পর্কে আরও জানতে, আমাদের সুরক্ষা কেন্দ্র দেখুন।

YouTube কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে

আপনার ব্যক্তিগত তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত হল আপনার নাম এবং ফটোর মতো তথ্য। বিভিন্ন Google পরিষেবা জুড়ে আপনার কোন ব্যক্তিগত তথ্য আপনি অন্যদের দেখতে দিতে চান সেটি ঠিক করতে Google অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য ম্যানেজ করতে পারবেন। কিছু বিজ্ঞাপনে ইমেল আইডি ও ফোন নম্বরের মতো অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য ফর্ম দেখানো হতে পারে। কিন্তু, এই ফর্ম ঐচ্ছিক এবং YouTube দেখা চালিয়ে যেতে সেটি পূরণ করা বাধ্যতামূলক নয়।

YouTube আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে না

আমরা আপনার ব্যক্তিগত তথ্য কারও কাছে বিক্রি করি না। আপনার জন্য আমাদের পরিষেবা কাস্টমাইজ করতে আমরা সংগ্রহ করা তথ্য ব্যবহার করি। সাজেশন, পছন্দ অনুযায়ী সার্চ ফলাফল এবং প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো এর মধ্যে পড়ে। আমাদের পরিষেবার জন্য অর্থ সংগ্রহ এবং সকলকে এই পরিষেবা ফ্রিতে প্রদান করার জন্য এই বিজ্ঞাপন প্রয়োজনীয় হলেও আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয় না।

আপনি আপলোড করার জন্য বেছে নিয়েছেন এমন ভিডিও ও ফটোর মতো কন্টেন্ট YouTube কীভাবে ব্যবহার করতে পারে

আপনি যেসব কন্টেন্ট আপলোড করার সিদ্ধান্ত নেন সেগুলি YouTube-এ সেভ করা হয় এবং আপনার YouTube চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকে। এই কন্টেন্ট কে দেখতে পাবেন সেটি আপনার ভিডিওর জন্য বেছে নেওয়া গোপনীয়তা সেটিংসের উপর নির্ভর করে। ভিডিওর গোপনীয়তা সেটিংসের ভিত্তিতে আপনি যে কন্টেন্ট আপলোড করেছেন সেটি অন্য দর্শকদের দেখানো বা সাজেস্ট করা হতে পারে। কীভাবে ভিডিওর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করবেন সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে YouTube Studio ব্যবহার করে কীভাবে কন্টেন্ট ম্যানেজ ও এডিট করতে হয়, সেই সম্পর্কে এখানে আরও জানুন।

আপনি কোনও ভিডিও মুছে দিলে আপনার কন্টেন্ট ও সেই সম্পর্কিত ডেটার সাথে কী করা হয়

আপনি YouTube থেকে কোনও ভিডিও মুছে দিলে সেটি স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে। এটি পরে আর ফিরিয়ে আনা যাবে না এবং YouTube-এ সার্চ করে পাওয়া যাবে না। তা সত্ত্বেও, দেখার মোট সময়ের মতো ভিডিও সম্পর্কিত ডেটা সামগ্রিক রিপোর্টে দেখানো হবে। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে YouTube Studio ব্যবহার করে কীভাবে কন্টেন্ট ম্যানেজ ও এডিট করতে হয় সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন। কীভাবে ভিডিও মুছে দিতে ও রিপ্লেস করতে হয় সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন।

আপনার YouTube চ্যানেল মুছে ফেললে কী হয়

আপনি যেকোনও সময় YouTube চ্যানেল মুছে দিতে বা বন্ধ করে দিতে পারেন। আপনার চ্যানেল বন্ধ করে বা মুছে দিলে ভিডিও, কমেন্ট, মেসেজ ও প্লেলিস্ট সহ সব কন্টেন্ট স্থায়ীভাবে মুছে যাবে। তারপরে আপনি আর  কমেন্ট করতে বা কন্টেন্ট প্রকাশ করতে পারবেন না।

YouTube ও Google জুড়ে আমরা কীভাবে আপনার ডেটা ব্যবহার করি সেই সম্পর্কে আরও জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7243201239340167350
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false