অনলাইনে আপনার সুরক্ষার বিষয়টিকে আমরা সবসময় গুরুত্ব দিই - আমরা যে ডেটা ব্যবহার করি সেটির বিষয়ে স্বচ্ছ থাকা এবং আপনাকে সেটির ব্যাপারে বিকল্প ও নিয়ন্ত্রণ দেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আপনি Google এবং YouTube-এ যে ডেটা প্রদান করেন তা পরিষেবা ব্যবহার করার সময় আপনার অভিজ্ঞতা আরও ভাল করে তুলতে সাহায্য করে। YouTube-এ আপনার ডেটা বিকল্প বা Google অ্যাকাউন্ট থেকে আপনি YouTube-এর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে পারবেন।
আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ডেটা YouTube কীভাবে ব্যবহার করতে পারে
YouTube কীভাবে সামগ্রিক ডেটা ব্যবহার করতে পারে
গোপনীয়তা এবং সুরক্ষা নিয়ন্ত্রণ করতে YouTube আপনাকে কীভাবে সাহায্য করে
YouTube কীভাবে আপনার সার্চ ও দেখার ইতিহাস ব্যবহার করতে পারে এবং আপনি কীভাবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন
YouTube কীভাবে আপনার লোকেশন ডেটা ব্যবহার করে
YouTube এভাবে লোকেশন তথ্য ব্যবহার করতে পারে, IP অ্যাড্রেস থেকে আপনার বর্তমান সাধারণ এলাকা অনুমান করে আপনাকে সেই অঞ্চল-নির্দিষ্ট কন্টেন্টের সাজেশন দেখায়। এছাড়াও, আপনি যদি ভিডিও আপলোড করার জন্য বেছে নেন, তাহলে কোন এলাকা থেকে ভিডিও আপলোড করেছেন অথবা কোন লোকেশনে ভিডিও ট্যাগ করছেন সেইসব তথ্য ব্যবহার করা হতে পারে। ফলে, সেখানকার স্থানীয় লোকদের কাছে আপনার ভিডিও সাজেশন পাঠানো যেতে পারে।
সাধারণ এলাকা বলতে ৩ বর্গ কিলোমিটারের থেকে বড় এলাকাকে বোঝানো হয়, যেখানে কমপক্ষে ১,০০০ ব্যবহারকারী রয়েছেন। তাই, সাধারণ এলাকার ভিত্তিতে আপনার সার্চ ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় না। পরিবর্তে, সাধারণ এলাকা আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং এই এলাকা সাধারণত শহরের বাইরে ৩ বর্গ কিলোমিটারের চেয়েও বড়।
YouTube কীভাবে আপনার লোকেশন অনুমান করে
- বাড়ি বা কর্মস্থলের ঠিকানা: আপনি বাড়ি বা কর্মস্থলের ঠিকানা সেট করলে এবং আপনি এইসব জায়গার কোনও একটিতে থাকলে আপনার লোকেশন অনুমান করার জন্য সেগুলি ব্যবহার করা হতে পারে। আপনি বাড়ি এবং কর্মস্থলের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
- IP অ্যাড্রেস: IP অ্যাড্রেসকে ইন্টারনেট অ্যাড্রেসও বলা হয়, আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডিভাইসের জন্য এটি অ্যাসাইন করে। ইন্টারনেট ব্যবহার করার জন্য এটি প্রয়োজন। আপনার ব্যবহার করা ওয়েবসাইট ও পরিষেবা এবং আপনার ডিভাইসের মধ্যে কানেকশন তৈরি করতে IP অ্যাড্রেস ব্যবহার হয়। IP অ্যাড্রেস মোটামুটিভাবে ভৌগোলিক লোকেশনের ভিত্তিতে হয়। এটির মানে হল, youtube.com সহ যেকোনও ওয়েবসাইট আপনি ব্যবহার করলে আপনার সাধারণ এলাকা সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যেতে পারে।
গুরুত্বপূর্ণ: IP অ্যাড্রেস ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যায় না। কোনও সাইট, অ্যাপ অথবা Google-এর মতো পরিষেবা ব্যবহারের সময় সেগুলি সাধারণত আপনার লোকেশনের বিষয়ে কিছু তথ্য শনাক্ত করতে পারে।
YouTube-এ আপনাকে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি Google জুড়ে লোকেশন কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনি আরও জানতে পারবেন। এছাড়াও, YouTube নির্দিষ্টভাবে আপনার লোকেশন ডেটা কীভাবে ব্যবহার করে তা জানতে YouTube-এ আপনার ডেটা বিভাগে যান।
পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন কোন ডেটা ও অ্যাক্টিভিটি ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করুন
Google অ্যাপ ব্যবহার করার সময় পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন ডেটা ও অ্যাক্টিভিটি ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করতে পারেন অথবা সেই বিকল্প সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। বিজ্ঞাপন সেটিংস থেকে আপনি সহজেই পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কোন ডেটা ব্যবহার করা হবে সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার অ্যাক্টিভিটি ও বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করেন এমন অন্যান্য বিজ্ঞাপনদাতার সাথে আপনার ইন্টার্যাকশনের ভিত্তিতে আপনার আগ্রহ সম্পর্কে আমাদের অনুমান এবং Google অ্যাকাউন্ট-এ আপনি যে তথ্য যোগ করেন সেগুলি এই ডেটায় অন্তর্ভুক্ত থাকে।
কীভাবে আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হবে সেটি ম্যানেজ করতে বা সেই বিকল্প সম্পূর্ণ বন্ধ করতে Google অ্যাকাউন্টে সাইন-ইন করে বিজ্ঞাপন সেটিংস বিকল্পে যান।
Google Ads ও ডেটা সম্পর্কে আরও জানতে, আমাদের সুরক্ষা কেন্দ্র দেখুন।YouTube কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে
YouTube আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে না
আপনি আপলোড করার জন্য বেছে নিয়েছেন এমন ভিডিও ও ফটোর মতো কন্টেন্ট YouTube কীভাবে ব্যবহার করতে পারে
আপনি যেসব কন্টেন্ট আপলোড করার সিদ্ধান্ত নেন সেগুলি YouTube-এ সেভ করা হয় এবং আপনার YouTube চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকে। এই কন্টেন্ট কে দেখতে পাবেন সেটি আপনার ভিডিওর জন্য বেছে নেওয়া গোপনীয়তা সেটিংসের উপর নির্ভর করে। ভিডিওর গোপনীয়তা সেটিংসের ভিত্তিতে আপনি যে কন্টেন্ট আপলোড করেছেন সেটি অন্য দর্শকদের দেখানো বা সাজেস্ট করা হতে পারে। কীভাবে ভিডিওর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করবেন সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে YouTube Studio ব্যবহার করে কীভাবে কন্টেন্ট ম্যানেজ ও এডিট করতে হয়, সেই সম্পর্কে এখানে আরও জানুন।
আপনি কোনও ভিডিও মুছে দিলে আপনার কন্টেন্ট ও সেই সম্পর্কিত ডেটার সাথে কী করা হয়
আপনি YouTube থেকে কোনও ভিডিও মুছে দিলে সেটি স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে। এটি পরে আর ফিরিয়ে আনা যাবে না এবং YouTube-এ সার্চ করে পাওয়া যাবে না। তা সত্ত্বেও, দেখার মোট সময়ের মতো ভিডিও সম্পর্কিত ডেটা সামগ্রিক রিপোর্টে দেখানো হবে। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে YouTube Studio ব্যবহার করে কীভাবে কন্টেন্ট ম্যানেজ ও এডিট করতে হয় সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন। কীভাবে ভিডিও মুছে দিতে ও রিপ্লেস করতে হয় সেই সম্পর্কে এখান থেকে আরও জানুন।
আপনার YouTube চ্যানেল মুছে ফেললে কী হয়
YouTube ও Google জুড়ে আমরা কীভাবে আপনার ডেটা ব্যবহার করি সেই সম্পর্কে আরও জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।