YouTube 'লাইভ রিডাইরেক্ট' কীভাবে ব্যবহার করবেন

আপনার লাইভ স্ট্রিমের দর্শকদের প্রিমিয়ারে নিয়ে গিয়ে উৎসাহিত করুন অথবা তাদের অন্য ক্রিয়েটরের লাইভ স্ট্রিম চ্যানেলে পাঠিয়ে তাদের উন্নতিতে সাহায্য করুন।

লাইভ স্ট্রিম শেষ হয়ে গেলে, 'অটোপ্লে' ফিচার দর্শকদের সরিয়ে আপনার পছন্দের প্রিমিয়ার বা লাইভ স্ট্রিমে নিয়ে যাবে।

মনে রাখবেন: অন্য একটি চ্যানেলের লাইভ স্ট্রিমে আপনার দর্শকদের রিডাইরেক্ট করতে হলে, YouTube Studio-এর মাধ্যমে আপনাকে সেই চ্যানেলের অনুমতি নিতে হবে।

যোগ্যতা

এই ফিচার ব্যবহার করে এমন ক্রিয়েটরই রিডাইরেক্ট করতে পারবেন যাদের ১০০০ জনের বেশি সাবস্ক্রাইবার আছে এবং যারা কোনও কমিউনিটি নির্দেশিকা সংক্রান্ত স্ট্রাইক পাননি।

লাইভ রিডাইরেক্ট

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

'লাইভ রিডাইরেক্ট' ফিচার সংক্রান্ত পেশাদার পদ্ধতি:

  • লাইভ স্ট্রিম সেট-আপ করার আগে প্রিমিয়ার সেট-আপ করুন।
  • দর্শকদের এটি জানাতে ভুলবেন না যে লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে, স্ক্রিন রিলোড করে প্রিমিয়ার শুরু হতে, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে।
  • আপনার প্রিমিয়ার দেখার পৃষ্ঠায় সেই লাইভ চ্যাট মেসেজ পিন করুন যেটি দর্শকদের লাইভ স্ট্রিমে নিয়ে যায়।
  • অন্যান্য স্ট্রিমারদের আপনার লাইভ স্ট্রিম রিডাইরেক্ট করার অনুমতি দিন।

লাইভ স্ট্রিমের দর্শকদের রিডাইরেক্ট করা

আপনার লাইভ স্ট্রিমের দর্শকদের রিডাইরেক্ট করতে:

  1. YouTube Studio খুলুন।
  2. কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  3. লাইভ ট্যাবে যান।
  4. যে ভিডিও থেকে রিডাইরেক্ট করতে চান তার উপরে মাউস নিয়ে যান এবং তারপর এডিট করুন
  5. কাস্টমাইজ করা বিকল্পে ক্লিক করুন।
  6. “রিডাইরেক্ট করুন” বিকল্পের অধীনে, যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  7. রিডাইরেক্ট করার জন্য একটি প্রিমিয়ার বেছে নিন বা অন্য একটি চ্যানেলের লাইভ স্ট্রিমের জন্য সার্চ করুন।
  8. আপনার লাইভ স্ট্রিম শেষ হয়ে গেলে আপনি একটি কনফার্মেশন বিজ্ঞপ্তি পাবেন, যেখানে লেখা থাকবে যে আপনার দর্শকদের রিডাইরেক্ট করা হবে।

আপনার প্রিমিয়ারে থাকা দর্শকদের রিডাইরেক্ট করা

আপনার প্রিমিয়ারের দর্শকদের রিডাইরেক্ট করতে:

  1. YouTube Studio খুলুন।
  2. কন্টেন্ট বিকল্পে ক্লিক করুন।
  3. লাইভ ট্যাবে যান।
  4. যে প্রিমিয়ার ভিডিও থেকে রিডাইরেক্ট করতে চান তার উপরে মাউস নিয়ে যান এবং তারপর এডিট করুন
  5. কাস্টমাইজ করা বিকল্পে ক্লিক করুন।
  6. “রিডাইরেক্ট করুন” বিকল্পের অধীনে, যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  7. অন্য কোনও প্রিমিয়ার ভিডিও বেছে নিন অথবা অন্য চ্যানেলের লাইভ স্ট্রিম খুঁজুন।
  8. আপনার প্রিমিয়ার শেষ হয়ে গেলে, দর্শকদের রিডাইরেক্ট করা হবে।

রিডাইরেক্ট করে আপনার কাছে কে পাঠাতে পারবে তা পরিবর্তন করা

  1. YouTube Studio খুলুন।
  2. বাঁদিক থেকে সেটিংস এবং তারপর কমিউনিটি বিকল্পে ক্লিক করুন।
  3. চ্যানেল সেটিংসের অনুমতি সেটিংস থেকে বেছে নিন, যা কন্টেন্ট রিডাইরেক্ট করতে ব্যবহার করা যেতে পারে।

    • ‘আমি যেসব চ্যানেলে সাবস্ক্রাইব করেছি সেগুলি আমার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারবে' - ডিফল্ট হিসেবে, আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন 'ব্যক্তিগত' হিসেবে সেট করা থাকলে, আপনি সাবস্ক্রাইব করেছেন এমন যেকোনও চ্যানেল আপনার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারে। কীভাবে আপনার সাবস্ক্রিপশন পাবলিক মোডে পরিবর্তন করা যায় তার ব্যাপারে জানুন।

    • ‘সব চ্যানেল আমার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারবে’ - এই সেটিং বেছে নেওয়ার মাধ্যমে, যেকোনও ক্রিয়েটর আপনার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারবে। ‘আমি যেসব চ্যানেলে সাবস্ক্রাইব করেছি সেগুলি আমার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারবে’ অথবা ম্যানুয়ালি রিডাইরেক্ট করার তালিকায় এই সেটিং কাজ করতে পারবে না।

    • 'যেসব নির্দিষ্ট চ্যানেল আমার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারবে’- সেইসব অনুমোদিত চ্যানেলকে ম্যানুয়ালি যোগ করা হয় যেগুলি টেক্সট বক্সে আপনার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারে। তালিকায় সর্বাধিক ১০০টি চ্যানেল যোগ করা যাবে এবং ‘আমি যেসব চ্যানেলে সাবস্ক্রাইব করেছি সেগুলি আমার কন্টেন্টে রিডাইরেক্ট করতে পারবে’ বিষয়ক অনুমতি সেটিংয়ের সাথে ব্যবহার করা যাবে।

  4. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9148206763005404407
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
59
false
false
false
false