'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' অন্যান্য Google পরিষেবায় আপনার করা সার্চ ও অ্যাক্টিভিটি আপনার Google অ্যাকাউন্টে সেভ করে। এর ফলে আপনি আরও বেশি পছন্দমতো অভিজ্ঞতা পেতে পারেন, যেমন:
- ঝটপট সার্চ
- আরও সহায়ক অ্যাপ
- কন্টেন্ট সংক্রান্ত সাজেশন
আপনি যেকোনও সময় 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' বন্ধ করতে অথবা আগে করা অ্যাক্টিভিটি মুছতে পারবেন।
পরামর্শ: নিয়োগকারী অথবা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি Google অ্যাকাউন্ট পেয়ে থাকলে, আপনার সংস্থার জন্য এই পরিষেবা ব্যবহার করতে চাইলে, অ্যাডমিনিস্ট্রেটরকে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু করার অনুরোধ করতে হতে পারে।
'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' চালু বা বন্ধ করা
- আপনার কম্পিউটারে, অ্যাক্টিভিটি কন্ট্রোল পৃষ্ঠায় যান। আপনাকে Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে হতে পারে।
- ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিং চালু বা বন্ধ করুন।
- ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিং চালু করা থাকলে:
- আপনি "Google পরিষেবা ব্যবহার করা সাইট, অ্যাপ ও ডিভাইস থেকে Chrome ইতিহাস ও অ্যাক্টিভিটি যোগ করুন" বিকল্পের ঠিক পাশে দেখানো বক্সে টিকচিহ্ন দিতে পারবেন।
- আপনি "ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি যোগ করুন" বিকল্পের ঠিক পাশে দেখানো বক্সে টিকচিহ্ন দিতে পারবেন।
- 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' সেটিং বন্ধ করা থাকলে:
- আপনি বন্ধ করুন বিকল্প বেছে নিয়ে তারপরে বন্ধ করুন অথবা অ্যাক্টিভিটি বন্ধ করুন এবং মুছে দিন বিকল্প বেছে নিতে পারবেন।
- অ্যাক্টিভিটি বন্ধ করুন এবং মুছে দিন বিকল্প বেছে নিলে, যে অ্যাক্টিভিটি আপনি মুছে দিতে চান সেটি বেছে নিতে ও কনফার্ম করতে ধাপগুলি অনুসরণ করুন।
পরামর্শ: কিছু ব্রাউজার এবং ডিভাইসে আরও সেটিংস থাকতে পারে যা এই অ্যাক্টিভিটি কীভাবে সেভ করা হয় তার উপর প্রভাব ফেলে।
'আমার Google অ্যাক্টিভিটি' থেকে 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' খোঁজা বা মুছে ফেলা
আমার Google অ্যাক্টিভিটি থেকে আপনি 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' খুঁজতে ও তা মুছে ফেলতে পারবেন।
পরামর্শ: আরও নিরাপত্তা যোগ করার জন্য, আপনি আমার অ্যাক্টিভিটিতে আপনার সম্পূর্ণ ইতিহাস দেখতে যাচাইকরণের অতিরিক্ত পদক্ষেপ নিতে পারবেন।
'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' হিসেবে কী সেভ করা হয়
'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' চালু করা থাকলে, Google এই ধরনের তথ্য সেভ করে:
- Google-এর বিভিন্ন প্রোডাক্ট এবং Maps ও Play-এর মতো পরিষেবাতে করা সার্চ ও অ্যাক্টিভিটি।
- আপনার অ্যাক্টিভিটির সাথে যুক্ত তথ্য, যেমন, আপনার ভাষা, রেফারার, কোনও ব্রাউজার বা অ্যাপ ব্যবহার করেন কিনা অথবা আপনার ব্যবহার করা ডিভাইসের প্রকার।
- অ্যাক্টিভিটির মধ্যে ডিভাইসের সাধারণ এলাকা ও IP অ্যাড্রেস থেকে পাওয়া আপনার লোকেশন সম্পর্কিত তথ্যও থাকতে পারে। লোকেশনের ব্যাপারে আরও জানুন।
- আপনি যেসব বিজ্ঞাপনে ক্লিক করেন বা বিজ্ঞাপনদাতার সাইট থেকে আপনি যেসব জিনিস কেনেন।
- আপনার ডিভাইসের ব্যাপারে তথ্য, যেমন, অ্যাপ বা পরিচিতির নামের জন্য সম্প্রতি করা সার্চ।
- আপনি করতে চাননি এমন কোনও অ্যাক্টিভেশন Google Assistant শনাক্ত করে থাকলে, সেটিও Assistant ইন্ট্যার্যাকশনের অন্তর্ভুক্ত।
পরামর্শ: এমনকি আপনি অফলাইনে থাকলেও অ্যাক্টিভিটি সেভ করা হতে পারে।
ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকলে, আপনি এই ধরনের অতিরিক্ত অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত করতে পারবেন:
- বিজ্ঞাপন দেখানোর জন্য Google-এর সাথে পার্টনারশিপ করেছে এমন সাইট ও অ্যাপ
- সেই সব সাইট ও অ্যাপ যা Google পরিষেবা ব্যবহার করে। এর মধ্যে, Google-এর সাথে অ্যাপ যে ডেটা শেয়ার করে সেগুলিও অন্তর্ভুক্ত
- আপনার Chrome ব্রাউজিং ইতিহাস
- Android ব্যবহার ও ডায়াগনস্টিক, যেমন ব্যাটারি লেভেল এবং সিস্টেম সংক্রান্ত সমস্যা
Google যাতে এই তথ্য সেভ করতে পারে তার জন্য:
- 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' সেটিং অবশ্যই চালু করে রাখতে হবে।
- "Google পরিষেবা ব্যবহার করে এমন সাইট, অ্যাপ ও ডিভাইস থেকে Chrome ইতিহাস ও অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত করুন" বিকল্পের পাশে থাকা বক্সে অবশ্যই টিকচিহ্ন দিতে হবে।
আপনি Chrome-এ সাইন-ইন ও ইতিহাস সিঙ্ক করলে, শুধু তখনই Chrome ইতিহাস সেভ করা হয়। Chrome-এ সাইন-ইন করা সম্পর্কে জানুন।
মনে রাখবেন: শেয়ার করা ডিভাইস ব্যবহার করলে অথবা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন-ইন করলে, আপনার ব্যবহার করা ব্রাউজার অথবা ডিভাইসের ডিফল্ট অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি সেভ করা হতে পারে।
'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' সেটিং চালু করা থাকলে, আপনার অ্যাক্টিভিটির অংশ হিসেবে, Google Search, Assistant ও Maps-এর সাথে হওয়া ইন্টার্যাকশন থেকে অডিও রেকর্ডিং যোগ করতে পারবেন। অডিও রেকর্ডিং সম্পর্কে আরও জানুন।
Google যাতে এই তথ্য সেভ করতে পারে তার জন্য:
- 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' সেটিং অবশ্যই চালু করে রাখতে হবে।
- "ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি যোগ করুন" বিকল্পের পাশে থাকা বক্সে অবশ্যই টিকচিহ্ন দিতে হবে।
'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' চালু করা থাকলে, আপনার অ্যাক্টিভিটির অংশ হিসেবে, সার্চ করতে যেসব ছবি ব্যবহার করেছেন তা যোগ করতে পারবেন। আপনার ভিজ্যুয়াল সার্চ ইতিহাস সম্পর্কে এবং আপনার ছবি কোথা থেকে সেভ করা হতে পারে সেই বিষয়ে আরও জানুন।
Google যাতে এই তথ্য সেভ করতে পারে তার জন্য:
- 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' অবশ্যই চালু রাখতে হবে।
- “ভিজ্যুয়াল সার্চ ইতিহাস যোগ করুন” বিকল্পের পাশে থাকা বক্সে অবশ্যই টিকচিহ্ন দিতে হবে।
আপনার সেভ করা অ্যাক্টিভিটি কীভাবে ব্যবহার করা হয়
Google কীভাবে সেভ করা অ্যাক্টিভিটি ব্যবহার করে এবং ব্যক্তিগত হিসেবে রাখতে সাহায্য করে সেই সম্পর্কে জানুন।
কীভাবে Google সার্চ কোয়েরি সাধারণত ম্যানেজ করে সেই ব্যাপারে আরও তথ্য পেতে, গোপনীয়তা নীতি সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ভাল করে পড়ে দেখুন।
আপনি সাইন-আউট করে থাকা অবস্থায়, 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' সেটিং কীভাবে কাজ করে
আপনি সাইন-আউট করা অবস্থায় থাকলেও, সার্চ-অ্যাক্টিভিটি ব্যবহার করে আপনার সার্চ ও বিজ্ঞাপন ফলাফল কাস্টমাইজ করা হতে পারে। এই ধরনের সার্চ কাস্টমাইজ করা বন্ধ করতে, আপনি ব্যক্তিগতভাবে সার্চ ও ব্রাউজ করতে পারবেন। কীভাবে ছদ্মবেশী মোডে ব্রাউজ করতে হয় তা জানুন।
ব্রাউজার ইতিহাস
আপনার ডিভাইস আপনার অ্যাক্টিভিটি সেভ করবে কিনা তা কন্ট্রোল করতে:
- অ্যাক্টিভিটি কন্ট্রোল পৃষ্ঠায় যান।
- "Google পরিষেবা ব্যবহার করা সাইট, অ্যাপ ও ডিভাইস থেকে Chrome ইতিহাস ও অ্যাক্টিভিটি যোগ করুন" বিকল্পের পাশে থাকা বক্সে টিকচিহ্ন দিন।
এছাড়াও, আপনার ব্রাউজার আপনার করা সার্চ ও ভিজিট করেছেন এমন সাইট সংক্রান্ত ডেটা সেভ করতে পারে। এইসব ব্রাউজার থেকে কীভাবে আপনার ইতিহাস মুছবেন তা জানুন: