আপনার Google সার্চ ফলাফলে, নিরাপদ সার্চ আপনাকে অফিসে, আপনার বাচ্চার সামনে বা নিজের জন্য অনুপযুক্ত কন্টেন্ট ম্যানেজ করতে সাহায্য করতে পারবে। অনুপযুক্ত ফলাফলে এই ধরনের কন্টেন্ট থাকে:
- নগ্নতা, যৌন ঘটনার গ্রাফিক বা যৌনতাপূর্ণ অনুপযুক্ত উপাদান
- হিংসা রক্তপাত
Google Search-এর কন্টেন্ট নীতি সম্পর্কে আরও জানুন।
গুরুত্বপূর্ণ: নিরাপদ সার্চ শুধুমাত্র Google সার্চ ফলাফলে কাজ করে। অন্য সার্চ ইঞ্জিনে আপনি অনুপযুক্ত কন্টেন্ট পেলে অথবা কোনও ওয়েবসাইটে সরাসরি গেলে এটি কোনও প্রভাব ফেলে না।
নিরাপদ সার্চ সেটিংস পরিবর্তন করা
নিরাপদ সার্চ সেটিংসে যানআপনার যদি নিজের Google অ্যাকাউন্ট থাকে, তাহলে ব্যক্তিগত অ্যাকাউন্ট বা ব্রাউজারের জন্য নিরাপদ সার্চ ম্যানেজ করতে পারবেন।
- আপনার কম্পিউটারে, আপনার নিরাপদ সার্চ সেটিংস বিকল্পে যান।
- ফিল্টার করুন, অস্পষ্ট করুন, অথবা বন্ধ করুন বিকল্প বেছে নিন।
- একদম উপরে ডানদিকে, আপনি যদি কোনও লক দেখতে পান, তাহলে নিরাপদ সার্চ সেটিং বন্ধ আছে।
- পরামর্শ: আপনার নিরাপদ সার্চ সেটিং কে ম্যানেজ করে সেই সম্পর্কিত তথ্য সেটিংস পৃষ্ঠাতে উল্লেখ থাকে। আপনার নিরাপদ সার্চ সেটিং লক হওয়ার কারণ সম্পর্কে আরও জানুন।
পরামর্শ: আপনার নিরাপদ সার্চ সেটিং ম্যানেজ করতে, Google সার্চ ফলাফলের একদম উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষরে ক্লিক করুন।
নিরাপদ সার্চ কীভাবে কাজ করে দেখুন
Google Search-এ, নিরাপদ সার্চ প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট এবং গ্রাফিক হিংসার মতো অনুপযুক্ত কন্টেন্ট শনাক্ত করতে পারে।
- শনাক্ত করা কোনও অনুপযুক্ত কন্টেন্ট ব্লক করতে, ফিল্টার করুন বেছে নিন।
- আপনার বয়স ১৮ বছরের কম হতে পারে তা Google-এর সিস্টেম শনাক্ত করলে এই সেটিং ডিফল্ট হিসেবে প্রযোজ্য হবে।
- অনুপযুক্ত ছবি অস্পষ্ট করতে, অস্পষ্ট করুন বেছে নিন। "ফিল্টার" ব্যবহার করা না গেলে, এই সেটিং ডিফল্ট হিসেবে প্রযোজ্য হবে।
- এই সেটিং অনুপযুক্ত ছবি অস্পষ্ট করতে সাহায্য করে কিন্তু আপনার সার্চের জন্য প্রাসঙ্গিক হলে অনুপযুক্ত টেক্সট এবং লিঙ্ক দেখানো হবে।
- নিরাপদ সার্চ "বন্ধ থাকলে" অনুপযুক্ত হলেও আপনি সার্চ করলে সেই সংক্রান্ত ফলাফল পাবেন।
আপনি নিরাপদ সার্চ সেটিং পরিবর্তন করতে না পারলে, বুঝতে হবে যে এটি আপনার অ্যাকাউন্ট, ডিভাইস বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের নিয়ন্ত্রণে আছে। যেমন:
- বাচ্চা ও ছাত্রের অ্যাকাউন্টের জন্য অভিভাবক ও স্কুল "ফিল্টার" থেকে নিরাপদ সার্চ লক করতে পারবে।
- এয়ারপোর্ট বা লাইব্রেরির মতো সর্বজনীন ওয়াই-ফাই নেটওয়ার্কও "ফিল্টার" থেকে নিরাপদ সার্চ লক করতে পারবে।
- আপনার অপারেটিং সিস্টেম এবং অ্যান্টিভাইরাস সফ্টওয়্যারে অভিভাবকীয় নিয়ন্ত্রণ নিরাপদ সার্চের ব্যক্তিগত সেটিং ওভাররাইড করতে পারে।
কে আপনার নিরাপদ সার্চ সেটিং পরিবর্তন করতে পারবে তা জানুন
- আপনি নিজের Google অ্যাকাউন্ট নিজেই ম্যানেজ করলে, নিরাপদ সার্চ সেটিং ম্যানেজ করতে পারবেন।
- Family Link অ্যাপ থেকে আপনার অভিভাবক যদি অ্যাকাউন্ট ম্যানেজ করতে সাহায্য় করেন, তাহলে আপনার অভিভাবক নিরাপদ সার্চ সেটিং ম্যানেজ করতে পারবেন।
- আপনি Google Workspace for Education অ্যাকাউন্টে সাইন-ইন করলে এবং আপনার বয়স ১৮ বছরের কম হলে অথবা K-12 শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে, আপনার অ্যাডমিনিস্ট্রেটর নিরাপদ সার্চ সেটিং ম্যানেজ করতে পারবেন।
- আপনার ডিভাইস বা নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর "ফিল্টার" থেকে নিরাপদ সার্চ লক করতে পারবেন।
অন্যদের জন্য নিরাপদ সার্চ সেটিংস ম্যানেজ করা
Family Link অ্যাপ থেকে আপনার বাচ্চার নিরাপদ সার্চ সেটিং পরিবর্তন করাযেসব বাচ্চা Family Link ব্যবহার করে ম্যানেজ করা অ্যাকাউন্টে সাইন-ইন করে এবং যাদের বয়স ১৩ বছর বা আপনার দেশ বা অঞ্চলে উপযুক্ত বয়স-এর থেকে কম, তাদের জন্য সাধারণত "ফিল্টার"-এ নিরাপদ সার্চ সেট থাকে। এইসব অ্যাকাউন্টের জন্য, শুধুমাত্র অভিভাবক নিরাপদ সার্চ সেটিং পরিবর্তন করতে পারবেন। আপনার সন্তানের Google অ্যাকাউন্টের জন্য Search ম্যানেজ করার পদ্ধতি সম্পর্কে জানুন।
আপনি যদি পিসি (PC) বা MacBook-এর মতো আপনার ম্যানেজ করা অন্যান্য ডিভাইসে নিরাপদ সার্চ ফলাফল নিশ্চিত করতে চান, তাহলে Google ডোমেন forceafesearch.google.com-এ ম্যাপ করতে পারেন। আপনি যেসব অ্যাকাউন্ট, ডিভাইস এবং নেটওয়ার্ক ম্যানেজ করেন তার জন্য কীভাবে নিরাপদ সার্চ লক করবেন তা জানুন।
নিরাপদ সার্চ সম্পর্কিত সমস্যার সমাধান করা
নিরাপদ সার্চ কাজ না করলে, নিরাপদ সার্চ সম্পর্কিত সমস্যার সমাধান কীভাবে করবেন তা জানুন।
অনুপযুক্ত কন্টেন্ট সম্পর্কে অভিযোগ করা
আপনার নিরাপদ সার্চ ফিল্টার চালু থাকা সত্ত্বেও আপনি অনুপযুক্ত কন্টেন্ট পেলে, কন্টেন্ট সম্পর্কে অভিযোগ করতে পারেন।