'এই মুহূর্তে ট্রেন্ডিং' সার্চ এক্সপ্লোর করা

Trending Now: Stay on Top of Google Search Trends

ওভারভিউ

Google Trends-এর “এই মুহূর্তে ট্রেন্ডিং” পৃষ্ঠাতে গিয়ে, আপনি এইসব কাজ করতে পারবেন:

  • সারা বিশ্ব জুড়ে ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে (যেখানে প্রযোজ্য হবে) ট্রেন্ডিং সার্চ এক্সপ্লোর করা।
  • আরও সাম্প্রতিক (৪ ঘণ্টা পূর্বে) ট্রেন্ডের উপর ফোকাস করা এবং তার পাশাপাশি গত কাল বা ২ দিন আগে শুরু হওয়া ট্রেন্ডকেও দেখা। সবার শেষে, গত ৭ দিনে শুরু হওয়া ট্রেন্ডকে দেখা।
  • ফ্রেশ ট্রেন্ডিং ডেটা দেখা যেগুলি গড়ে প্রতি দশ মিনিট অন্তর রিফ্রেশ করা হয়।

নেভিগেট করে “এই মুহূর্তে ট্রেন্ডিং” পৃষ্ঠাতে যাওয়া

কীভাবে নেভিগেট করে “এই মুহূর্তে ট্রেন্ডিং” পৃষ্ঠায় যাবেন তার ব্যাপারে এখান থেকে আরও জানুন:

  • ট্রেন্ড: বেছে নেওয়া দেশ বা অঞ্চলে কোনও সময়সীমার মধ্যে সবচেয়ে বেশি ট্রেন্ড করা সার্চ কোয়েরি। এতে ট্রেন্ডের স্ট্যাটাসের উপর ভিত্তি করে কোয়েরি বেছে নেওয়ার সুবিধা আছে।
    • প্রতিটি কোয়েরিতে ট্রেন্ড করা সেইসব কোয়েরির গ্রুপকে দেখানো হতে পারে যেগুলি একই সার্চের ভ্যারিয়েন্ট বা যাদের একে অপরের সাথে সম্পর্কিত বলে ধরে নেওয়া হয়।
    • আপডেট করা হয়েছে: কখন ডেটা শেষবার রিফ্রেশ করা হয়েছে তা এই টাইমস্ট্যাম্পে আপনার স্থানীয় সময় অনুযায়ী দেখানো হয়েছে। লেটেস্ট আপডেট পেতে আপনার ব্রাউজারকে রিফ্রেশ করুন।
    • বর্ণানুক্রম অনুযায়ী সাজাতে কলামে ক্লিক করুন।
  • সার্চ ভলিউম:
    • শতকরা (%) বৃদ্ধি বনাম পূর্বাভাস করা বেসলাইন সংক্রান্ত তথ্য সহ বেছে নেওয়া সময়সীমার মধ্যে ট্রেন্ডের জন্য বাকেট করা ট্রাফিক।
    • ভলিউম অনুযায়ী (বড় থেকে ছোট) সাজাতে কলামে ক্লিক করুন।
  • শুরু করা হয়েছে: যে সময় কোয়েরি ট্রেন্ডিং করা শুরু করেছে। এছাড়াও ট্রেন্ডটি এখনও অ্যাক্টিভ আছে বা শেষ হয়ে গেছে কিনা তাও কলামে দেখানো হয়।
    • বড় থেকে ছোট হিসেবে সাজাতে, কলামে ক্লিক করুন।
    • মনে রাখবেন: প্রতিটি ট্রেন্ডিং সার্চের জন্য সময় / তারিখে ক্লিক করে, পেরিয়ে যাওয়া সময় ও শুরুর সময়ের মধ্যে একটি থেকে আরেকটিতে পাল্টে নিন।
    • অ্যাক্টিভ: এইসব সার্চ কোয়েরি এখনও অন্যান্য কোয়েরির তুলনায় স্বাভাবিকের চেয়ে বেশি সার্চ করা হয়।
    • শেষ হয়েছে: এইসব কোয়েরির জন্য আগে স্বাভাবিকের চেয়ে বেশি বার সার্চ করা হলেও বর্তমানে তা স্বাভাবিক হারেই সার্চ করা হয়।
      • মনে রাখবেন: কোনও ট্রেন্ড আগে শেষ হয়ে গেলেও, আরও একবার ফিরে আসতে পারে এবং অ্যাক্টিভ হতে পারে।
  • ট্রেন্ড চার্ট: বেছে নেওয়া সময়সীমার মধ্যে কীভাবে কোয়েরি ভলিউমের হিসেবে ট্রেন্ড করে চলেছে তা এর মাধ্যমে দেখানো হয় (বিগত ২৪ ঘণ্টাকে ডিফল্ট সময় হিসেবে গণ্য করা হয়)।
    • বিগত ৪ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা বা ৭ দিনের ডেটা চার্টে দেখানো হয়।
    • মনে রাখবেন: চার্টে যথাযথ ম্যাচ করা ডেটা দেখানো হয়, কিন্তু 'এক্সপ্লোর করুন' পৃষ্ঠায় বেশি পরিমাণে ম্যাচ করা ডেটা দেখানো হয়।
  • ট্রেন্ড ব্রেকডাউন: কোনও ট্রেন্ডে ক্লিক করুন। কোন সার্চ ট্রেন্ড তৈরি করছে তা আপনি প্যানেলের ডানদিকে দেখতে পাবেন।

ডেটা ফিল্টার ও এক্সপোর্ট করা

নির্দিষ্ট সার্চ ট্রেন্ডের উপর ফোকাস করতে নিম্নলিখিত ফিল্টার প্রয়োগ করুন ও ফিল্টার করা ডেটা এক্সপোর্ট করুন:

  • ট্রেন্ডের লোকেশন: এতে ডিফল্ট হিসেবে “ব্যবহারকারীর লোকেশন” অনুযায়ী ফিল্টার করা হয়। “সম্প্রতি সার্চ করা হয়েছে” ফিল্টার বা বেছে নেওয়া দেশগুলিতে ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলের তালিকা থেকে বেছে নিন।
  • ট্রেন্ড করা শুরু হয়েছে: এতে “বিগত ২৪ ঘণ্টা” অনুযায়ী ফিল্টার করা হয়। এছাড়াও, বিগত ৪ ঘণ্টা, বিগত ৪৮ ঘণ্টা এবং বিগত ৭ দিনের জন্যও ফিল্টার করার সুবিধা উপলভ্য।
  • ট্রেন্ড স্ট্যাটাস: এতে ডিফল্ট হিসেবে “সব ট্রেন্ড” অনুযায়ী ফিল্টার করা হয়। যেসব ট্রেন্ড আর অ্যাক্টিভ নেই সেগুলি ফিল্টার করে বাদ দিতে, “শুধুমাত্র অ্যাক্টিভ ট্রেন্ড দেখুন” বিকল্প চালু করুন।
  • এই অনুযায়ী বাছাই করুন: এতে ডিফল্ট হিসেবে “প্রাসঙ্গিকতা (উল্লেখযোগ্য ও সাম্প্রতিক ট্রেন্ড)” অনুযায়ী ফিল্টার করা হয়। এছাড়াও, আপনি “নাম অনুযায়ী”, “কতটা সাম্প্রতিক” ও “সার্চ ভলিউম” অনুযায়ী ফিল্টার করেও সার্চ করতে পারবেন।
  • এক্সপোর্ট করা: নিচে দেখানো ডেটা এক্সপোর্টের পদ্ধতিগুলির থেকে বেছে নিতে, এক্সপোর্ট করুন বিকল্পে ক্লিক করুন।
    • ক্লিপবোর্ডে কপি করুন
    • CSV ফাইল ডাউনলোড করুন
    • RSS ফিড

পরামর্শ: আপনি "এই মুহূর্তে ট্রেন্ডিং" পৃষ্ঠাতে গিয়েও স্বতন্ত্র সারি বেছে নিতে পারবেন। বেছে নেওয়া সারিতে ডেটা এক্সপোর্ট করতে, এক্সপোর্ট করুন বিকল্পে ক্লিক করুন।

সার্চ কোয়েরির বিষয়ে গভীর ইনসাইট পাওয়া

স্বতন্ত্র সার্চ কোয়েরির বিষয়ে গভীর ইনসাইট পেতে:

  • "এই মুহূর্তে ট্রেন্ডিং" পৃষ্ঠাতে সেই সার্চ কোয়েরির সারিতে ক্লিক করুন যার ব্যাপারে আপনি জানতে আগ্রহী।
  • এইসব ফিচারের জন্য নেভিগেট করে ডানদিকের প্যানেলে যান:
    • ট্রেন্ডিং চার্ট: গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিষয় অনুসারে সার্চে আগ্রহ দেখায়।
      • মনে রাখবেন: চার্টে যথাযথ ম্যাচ করা ডেটা দেখানো হয় কিন্তু 'এক্সপ্লোর করুন' পৃষ্ঠায় বেশি পরিমাণে ম্যাচ করা ডেটা দেখানো হয়।
    • ট্রেন্ড ব্রেকডাউন: Google Trends-এ ট্রেন্ডিং ডেটার ব্রেকডাউন দেখতে, এক্সপ্লোর করুন বিকল্পে ক্লিক করুন। Google-এ কোয়েরি সার্চ করতে, এটি সার্চ করুন অথবা এক্সপ্লোর করুন বিকল্পে ক্লিক করুন।
      খবরে যা রয়েছে: ট্রেন্ডিং বিষয়ের সাথে সম্পর্কিত নিবন্ধ দেখুন।

২টি বা তার বেশি কোয়েরি (সর্বাধিক পাঁচটি) তুলনা করতে, একটি বিকল্প বেছে নিন:

  • “এই মুহূর্তে ট্রেন্ডিং” পৃষ্ঠাতে তুলনা করে দেখার জন্য কোয়েরির ঠিক সামনে দেখানো চেকবক্সে ক্লিক করুন, তারপরে তুলনা করুন বিকল্পে ক্লিক করুন।
  • একাধিক চেকবক্স বেছে নিন এবং তারপর CSV ফর্ম্যাটে এক্সপোর্ট করুন অথবা ক্লিপবোর্ডে কপি করুন।

এটি কীভাবে কাজ করে

"এখন ট্রেন্ড করছে", Google Search-এর সেইসব কোয়েরি দেখায় যেগুলি সব সাম্প্রতিক সার্চের মধ্যে বিভিন্ন বিষয় অনুসারে সার্চে আগ্রহের ক্ষেত্রে সম্প্রতি বৃদ্ধি দেখতে পেয়েছে এবং সেগুলি নিউজ স্টোরির সাথে সম্পর্কযুক্ত (কিছু ক্ষেত্রে আপনার কাছে গ্রুপ অথবা ক্লাস্টার হিসেবে উল্লেখ করা হয় এবং সেটি কোনও ব্যক্তি, ইভেন্ট অথবা অন্যান্য খবরের স্টোরি সম্পর্কে হতে পারে।)

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14432526232245537455
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
false
false
false
false