Google Flights-এ কার্বন নির্গমন চেক করা

যাত্রা সংক্রান্ত পছন্দ আরও পরিবেশবান্ধব করার ব্যাপারে সাহায্য করতে, আপনার ফ্লাইটের সার্চ ফলাফলে ও বুকিং পৃষ্ঠায় আনুমানিক নির্গমনের হিসেব দেখানো হয়।

কার্বন নির্গমনের আনুমানিক হিসেব দেখে নিন

ফ্লাইটের আনুমানিক নির্গমন দেখতে:
  1. Google Flights-এ যান
  2. ফ্লাইট সার্চ করুন।
  3. ডানদিকে, 'নিম্নমুখী তীরচিহ্ন'-তে ক্লিক করুন।
  4. আপনার ট্রিপের প্রতিটি অংশের জন্য আনুমানিক নির্গমন দেখতে পাবেন।

কার্বন নির্গমন অনুযায়ী সাজান

কার্বন নির্গমনের পরিমাণ অনুযায়ী সার্চ ফলাফল সাজাতে এইসব ধাপ অনুসরণ করুন:
  1. ডানদিকে এই অনুযায়ী সাজান এবং তারপর কার্বন নির্গমন বিকল্পে ক্লিক করুন।
  2. আপনার ফ্লাইটের সার্চ ফলাফলে কার্বন নির্গমনের নিরিখে কম থেকে বেশি অনুযায়ী ফ্লাইট দেখতে পাবেন।
মনে রাখবেন: এছাড়াও, প্রতিটি ফ্লাইটের আনুমানিক নির্গমন দেখতে হলে, ক্লিক করে সংশ্লিষ্ট সারি প্রসারিত করুন।

কম নির্গমনের ভিত্তিতে ফিল্টার করুন

কার্বন ডাই-অক্সাইডের কম নির্গমনের মাধ্যমে আপনার ফলাফল ফিল্টার করতে:
  1. উপরে, নির্গমন ফিল্টার এবং তারপর শুধুমাত্র কম মাত্রায় নির্গমন বিকল্পে ক্লিক করুন।
  2. আপনার ফ্লাইট সম্পর্কিত সার্চ ফলাফল শুধুমাত্র সেই রুটের জন্য স্বাভাবিক নির্গমনের তুলনায় আরও কম বিকল্পগুলি দেখাবে।

গাছের তুলনামূলক সংখ্যা গণনা কীভাবে করা হয়

কার্বন শোষণ করতে সম পরিমাণ গাছের তুলনামূলক সংখ্যা গণনা করতে, Google এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (EPA) গ্রিনহাউস গ্যাসের ইকুইভ্যালেন্সি ক্যালকুলেশন ব্যবহার করে। এই ডেটাতে গত ১০ বছরে শহরে নিয়ন্ত্রিতভাবে উৎপাদন করা গাছের সংখ্যা রয়েছে যা এই পরিমাণ CO2 নির্গমনকে প্রশমিত করতে পারবে। এরপর Google এই সংখ্যার সাহায্যে অনুমান করে যে এক দিনে CO2 নির্গমনের পার্থক্য কম করার জন্য কত গাছ লাগাতে হবে। বিশেষ করে সাধারণ ফ্লাইটের তুলনায় হাইলাইট করা ফ্লাইট দেখানো রুটের ক্ষেত্রে।

জমা হওয়া CO2-এর প্রতিদিনের হিসেব প্রতিটি গাছের সাপেক্ষে করতে, EPA-এর হিসেব করা হয়। টন কেজিতে এবং ১০ বছরকে ১ দিনের এককে পরিবর্তন করা হয়।

মনে রাখবেন: পূর্ণ সংখ্যায় রাখার জন্য, এই হিসেবে সঠিক ফলাফল নাও দেখানো হতে পারে।

কিছু ফ্লাইট থেকে কেন কম নির্গমন হয়

নির্গমন অনুমান করার সময় যাত্রা শুরুর স্থান, গন্তব্য, ফ্লাইটের ধরন এবং প্রতিটি সিটিং ক্লাসে সিটের সংখ্যা বিবেচনা করা হয়।

জ্বালানি-বান্ধব ফ্লাইট ও সংক্ষিপ্ততম রুটের মতো বিষয় থাকলে, তার ফলে কার্বন ডাই-অক্সাইডের কম নির্গমন হয়।

প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ও সিটিং ফার্স্ট ক্লাসে আসন অনেকটা বেশি জায়গা জুড়ে থাকে বলে, এইসব ক্লাসের ক্ষেত্রে আনুমানিক নির্গমন বেশি হয়। ফ্লাইট থেকে হওয়া মোট নির্গমনের সিংহভাগের জন্য এইসব ক্লাস দায়ী।

নির্গমন অনুমান করা হয়, সেই ব্যাপারে আরও জানুন

ট্রেনযাত্রা

আপনার রুটে ট্রেন উপলভ্য হলে, সেটি আপনার Google Flights-এর সার্চ ফলাফলের তালিকায় দেখতে পাবেন।

ট্রেনে ভ্রমণ করার ফলে হয়ত ফ্লাইটের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম নির্গমন হতে পারে। যেমন, বিভিন্ন ট্রেনের বিকল্পকে 'অপেক্ষাকৃত কম নির্গমন' সূচক ব্যাজের মাধ্যমে চিহ্নিত করা হয়।

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10037982460500654737
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
254
false
false