Google Flights ব্যবহার করে প্লেনের টিকিট খুঁজুন

Google Flights ব্যবহার করে প্লেনের টিকিট খুঁজলে, আপনি যেকোনও সময় যেকোনও জায়গায় যাওয়ার জন্য ভাড়ার ক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়ী অফার পেতে পারেন। Google Flights ব্যবহার করে এগুলি করুন:

  • রাউন্ড ট্রিপ, ওয়ান-ওয়ে ও একাধিক শহরের টিকিট খোঁজা ও বুক করা।
  • ভাড়া সংক্রান্ত সবচেয়ে ভাল অফার পেতে ইন্টার‌্যাক্টিভ ক্যালেন্ডার ও দামের গ্রাফ দেখা।
  • কেবিন ক্লাস, এয়ারলাইন ও স্টপের সংখ্যা অনুযায়ী আপনার ফ্লাইট সার্চ ফিল্টার করা।

Google Flights আপনাকে ৩০০টিরও বেশি এয়ারলাইন ও অনলাইন ট্রাভেল এজেন্সি পার্টনারদের থেকে ফ্লাইটে বুক করতে দেয়। এই পার্টনারশিপ আপনাকে সাজেস্ট করা অফারগুলির র‌্যাঙ্কিংয়ের উপর কোনও প্রভাব ফেলে না।

ফ্লাইট খোঁজা

  1. Google Flights খুলুন।
  2. আপনি যে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে চান সেটি এবং গন্তব্য লিখুন।
    • পরামর্শ: এছাড়া, আপনি জনপ্রিয় কোনও গন্তব্যের তালিকায় বা বিশ্বের ম্যাপে ক্লিক করে গন্তব্য খুঁজে নিতে পারবেন।
  3. স্ক্রিনের একেবারে উপরে, কোন ধরনের টিকিট চাইছেন তা বেছে নিন: ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ বা একাধিক-শহর।
  4. স্ক্রিনের একেবারে উপরে যাত্রী সংখ্যা ও কেবিন ক্লাস বেছে নিন।
  5. ফ্লাইটের তারিখ বেছে নিতে, ক্যালেন্ডারে ক্লিক করুন। আপনি ফ্লাইটে যাওয়ার জন্য আলাদাভাবে প্রত্যেক দিনের সর্বনিম্ন মোট মূল্য দেখতে পাবেন।
    • পরামর্শ: টিকিটের মূল্য মোটামুটি প্রতি ২৪ ঘণ্টায় একবার আপডেট করা হয়।
  6. ঐচ্ছিক: 
    • ফলাফল ফিল্টার করতে, স্টপেজ, এয়ারলাইন, সময় বা আরও বিকল্পে ক্লিক করুন।
    • ফ্লাইটের তালিকা আবার সাজাতে, 'এই অনুযায়ী সাজান ' বিকল্পে ক্লিক করুন। আপনি সবচেয়ে ভাল ফ্লাইট (সময়কাল, স্টপেজের সংখ্যা ও লে-ওভারের সময় এয়ারপোর্ট পরিবর্তনের মতো বিষয়গুলির উপর নির্ভর করে তৈরি একটি ডিফল্ট ক্রম যা আপনার জন্য স্বাচ্ছন্দ্য ও মূল্যের মধ্যে ভারসাম্য বজায় রাখে), টিকিটের দাম, সময়কালছাড়ার সময় অনুযায়ী ফলাফল সাজাতে পারেন।
  7. আপনার ট্রিপের প্রতিটি পর্যায়ের জন্য একটি ফ্লাইট বেছে নিন।
  8. আপনি কীভাবে ফ্লাইট বুক করবেন তা বেছে নিন:
    • টিকিট কাটার জন্য বেছে নিন বিকল্পে ক্লিক করলে, সাধারণত ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে এয়ারলাইনের ওয়েবসাইট অথবা অনলাইন ট্রাভেল এজেন্সিতে রিডাইরেক্ট করা হয়ে থাকে।
    • কিছু ক্ষেত্রে, আপনি একটি ট্রিপের জন্য আলাদা টিকিট বুক করতে পারেন।
  9. ফ্লাইট বুক করার পরে, বুকিং কনফার্ম, পরিবর্তন, বাতিল করার জন্য বা কোনও সমস্যা তৈরি হলে তা সমাধান করতে, এয়ারলাইন বা অনলাইন ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করুন।

আরও তথ্যের জন্য, এয়ারলাইন বা অনলাইন ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট থেকে তাদের নিয়ম ও শর্তাবলী দেখুন।

পরামর্শ: আপনার ফ্লাইট অনলাইনে বুক করা না গেলে, ফোনের মাধ্যমে টিকিট বুক করার নির্দেশাবলী দেখতে পাবেন।

ফ্লাইট ইনসাইট

আপনার জন্য টিকিট খোঁজার পরে, "ফ্লাইট ইনসাইট" আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে আরও ভাল করার জন্য কিছু বিকল্প দেখায়।

 পরামর্শ: কখন টিকিট বুক করতে হবে, কেবিন আপগ্রেড করা, ট্রাভেল গাইড এবং আরও অনেক কিছুর জন্য সাজেশন দেখুন।

 তারিখ: কোন কোন তারিখে ভাড়ার ক্ষেত্রে সবচেয়ে ভাল অফার পাওয়া যাচ্ছে, তা জানুন।

 বিমানবন্দর: বিকল্প বিমানবন্দরগুলির জন্য কী কী ভাড়া উপলভ্য আছে, তা দেখুন।

  ভাড়ার গ্রাফ: আপনার যাত্রার তারিখ অপরিবর্তনীয় না হলে, মাস বা সপ্তাহ অনুযায়ী ভাড়া ওঠানামার ট্রেন্ড চেক করে দেখুন।

একই ট্রিপের জন্য আলাদা আলাদা টিকিট বুক করা

এক বা একাধিক পার্টনারের থেকে একই ফ্লাইটে একাধিক টিকিট আলাদা আলাদা করে কাটা যেতে পারে। সাশ্রয় করার সুবিধা অথবা ফ্লাইটের আরও সময়সূচি উপলভ্য থাকলে এই বিকল্প আপনাকে দেখানো হতে পারে।

আলাদা করে টিকিট কেনা সংক্রান্ত নির্দেশাবলী

একটি ট্রানজ্যাকশনের মাধ্যমে দুটি টিকিটই কোনও অনলাইন ট্রাভেল এজেন্সির থেকে কেনা যাবে, এমন কোনও বিজ্ঞপ্তি দেখতে পেলে লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে যান।

  1. প্রথম এয়ারলাইন বা অনলাইন ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে যান।
  2. দাম ভালভাবে দেখে নিয়ে প্রথম টিকিটটি কিনুন।
  3. অবিলম্বে পরবর্তী এয়ারলাইন বা ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে গিয়ে দ্বিতীয় টিকিটটি কাটুন ও তার আগে টিকিট উপলভ্য আছে কিনা তা ভাল করে দেখে নিন। আপনার দ্বিতীয় টিকিট এই ভাবে কেনা না গেলে, মার্কিন যুক্তরাষ্ট্রে ও অধিকাংশ ক্ষেত্রেই আপনি এয়ারলাইনে কল করে ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার নীতির সুবিধা নিয়ে প্রথম টিকিটের টাকা ফেরত পেতে পারবেন।

পরামর্শ:

  • পরিবর্তন করার প্রয়োজন হলে, প্রতিটি টিকিটের জন্য আপনাকে পরিবর্তন সংক্রান্ত ফি চার্জ করা হতে পারে।
  • প্রতিটি এয়ারলাইনের ব্যাগেজ সংক্রান্ত নিয়ম ও ফি আলাদা হয়।
  • বিভিন্ন এয়ারলাইনের থেকে আলাদা টিকিট কিনলে ব্যাগেজ দাবি ও আবার চেক করতে হতে পারে এবং এর জন্য অতিরিক্ত সময় লাগতে পারে। তাই সেটি মাথায় রেখে পরিকল্পনা করবেন।
  • লে-ওভার বা একাধিক শহরে যাত্রা করা ইত্যাদির ফলে আপনার আউটবাউন্ড ট্রিপে দেরি হলে দ্বিতীয় ট্রিপ আপনি মিস করতে পারেন। আপনার কাছে আর কী বিকল্প আছে তা জানতে এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।

কিছু ফ্লাইটকে কেন অন্তর্ভুক্ত করা হয়নি

Google Flights অফার দেখানোর জন্য এয়ারলাইন, অনলাইন ট্রাভেল এজেন্সি, অ্যাগ্রিগেটর সহ তিনশোর বেশি পার্টনারের সাথে কাজ করে। Google-এর পার্টনার নয় এমন এয়ারলাইন বা উপলভ্য ফ্লাইট এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে না। এইসব বেশিরভাগ পার্টনারাই নিজেদের ওয়েবসাইট বা থার্ড-পার্টি সাইটে যে দাম ও ফ্লাইটের বিকল্প দেখায় সেই একই তথ্য Google-এর সাথে শেয়ার করে। এর ফলে আপনি একাধিক সাইটে দাম চেক না করেও উপলভ্য সব ফ্লাইট ও আপনার সার্চের সাথে মেলে এমন সমস্ত দাম দেখতে পাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন।

যেসব কারণে কিছু ফ্লাইট নাও দেখানো হতে পারে:

  • কোনও ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেলে বা সেটি উপলভ্য না থাকলে।
  • Google Flights-এ এখনও সেই পরিষেবা প্রদানকারীকে যোগ করা না হলে।

ব্যাগেজ ফি, দাম ও আরও অনেক কিছু সম্পর্কে

শুধুমাত্র যাত্রী পরিবহন পরিষেবার জন্যই দাম দেখানো হয় এবং তাতে ভ্যাট/জিএসটি ও বিমানবন্দরের ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে। অতিরিক্ত ফি প্রযোজ্য হতে পারে (ব্যাগেজ, ক্রেডিট কার্ড ইত্যাদি)। বেছে নেওয়া এয়ারলাইন বা অনলাইন ট্রাভেল এজেন্সির বিকল্পের উপর নির্ভর করে ফিয়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এখানে দেখানো আনুমানিক ব্যাগেজ ফিয়ের উপর সরকারের ধার্য করা অতিরিক্ত ট্যাক্স প্রযোজ্য হতে পারে।​

Google Flights ব্যবহার করে সার্চ করার সময়, নির্দিষ্ট ফ্লাইট বেছে নেওয়ার পরে ভাড়ার ক্ষেত্রে কোনও তারতম্য দেখতে পেলে, স্ক্রিনের নিচে বাঁদিকের কোনায় থাকা "মতামত জানান" বোতামটি  প্রেস করুন।

পরিষেবা প্রদানকারী নির্দিষ্ট বা অতিরিক্ত বীমা এবং/অথবা কমার্শিয়াল ওয়ারেন্টি অফার করতে পারে। আরও তথ্যের জন্য, পরিষেবা প্রদানকারীর ওয়েবসাইটে যান।

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17425030774331516806
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
254
false
false