পরিবহন মোডের মাধ্যমে নির্গমনের অনুমান

আপনি এখন বিভিন্ন পরিবহন মোডের মধ্যে নির্গমনের অনুমান সম্পর্কিত তথ্য খুঁজতে ও তুলনা করতে পারবেন।

আমরা কীভাবে কার্বনের নির্গমন অনুমান করি

ট্রেনের নির্গমন হিসেব করতে, Google এমন একটি পদ্ধতি ব্যবহার করে যা অতিক্রম করা কিলোমিটার এবং আপনার সার্চের যাত্রীর সংখ্যা বিবেচনা করে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA) অনুযায়ী ট্রেন গড়ে একজন যাত্রীর মাধ্যমে অতিক্রম করা প্রতি কিলোমিটারে ১৯ গ্রাম CO2e লাইফসাইকেল নির্গমন করে। নির্গমনের সঠিক পরিমাণ, ট্রেন ও অপারেটরের উপর নির্ভর করে। IEA-এর ডেটা প্রতি বছর আপডেট করা হয় এবং ট্রেন অপারেটরদের থেকে নির্ভুল তথ্য পাওয়ার ব্যাপারে Google কাজ চালিয়ে যাচ্ছে।

ট্রেনের নির্গমন বিমান ও গাড়ির সাথে তুলনা করা হয়েছে

Google ট্রেনকে “পরিবেশ-বান্ধব” হিসেবে লেবেল করে কারণ ট্রেন সাধারণত একই দূরত্ব অতিক্রম করা বিমানের তুলনায় যাত্রী প্রতি প্রায় ৮৫% কম কার্বন নির্গমন করে। একটি দূরত্ব অতিক্রম করা গাড়ির তুলনায়, ট্রেন সাধারণত যাত্রী প্রতি প্রায় ৮৭% কম কার্বন নির্গমন করে। নির্গমনের সঠিক পরিমাণ ট্রেনের উপর নির্ভর করে। ট্রেনে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করার সময়, এই কার্বন নির্গমনের পরিমাণ আরও কম হয়।

পরিবহন মোড নির্গমনের বিভিন্ন বিষয় সোর্স
ট্রেন ১৯ গ্রাম CO2e লাইফসাইকেল নির্গমন
প্রতি যাত্রীর ক্ষেত্রে কিলোমিটার
IEA অনুযায়ী
বিমান ১২৩ গ্রাম CO2e লাইফসাইকেল নির্গমন
প্রতি যাত্রীর ক্ষেত্রে কিলোমিটার
IEA অনুযায়ী
গাড়ি (ছোট / মাঝারি) ১৪৮ গ্রাম CO2e লাইফসাইকেল নির্গমন
প্রতি যাত্রীর ক্ষেত্রে কিলোমিটার
IEA অনুযায়ী

CO2e লাইফসাইকেল নির্গমন কাকে বলে?

CO2e হল “কার্বন ডাইঅক্সাইড সমতুল” এবং এটি হল বিভিন্ন শিল্পের পরিমাপ যা তাদের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল অনুযায়ী বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের বর্ণনা দিতে ব্যবহার করা হয়। এটি হল সাধারণ ইউনিট যা বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের নির্গমনের তুলনা সঙ্গতিপূর্ণ করে তুলতে ব্যবহার করা হয়। CO2e একই গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের মাধ্যমে অন্যান্য গ্যাসের পরিমাপকে কার্বন ডাইঅক্সাইডের সমতুল পরিমাণে রূপান্তরিত করার মাধ্যমে গণনা করা হয়।

লাইফসাইকেল নির্গমন হল জ্বালানি ব্যবহার থেকে পাওয়া নির্গমনের প্রথম থেকে শেষ পর্যন্ত মোট পরিমাণ। এর মধ্যে আছে জ্বালানি ব্যবহার থেকে পাওয়া সরাসরি নির্গমন এবং জ্বালানি উৎপাদনের প্রত্যেকটি ধাপ চলাকালীন উৎপন্ন হওয়া নির্গমন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2604948279204052109
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
254
false
false