Google প্রকাশক সংক্রান্ত স্ট্যান্ডার্ড

এক নজরে Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি ও বিধিনিষেধ

প্রকাশকদের কন্টেন্ট মনিটাইজ করার সুবিধা দিয়ে এবং বিজ্ঞাপনদাতাদের সম্ভাব্য গ্রাহকদের কাছে উপযোগী ও প্রাসঙ্গিক প্রোডাক্ট ও পরিষেবার তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়ে Google একটি ফ্রি ও সকলের কাছে অ্যাক্সেসযোগ্য ইন্টারনেট তৈরি করতে সাহায্য করে। বিজ্ঞাপন ইকোসিস্টেমে বিশ্বাস বজায় রাখার জন্য আমরা কী মনিটাইজ করব এবং প্রকাশক ও বিজ্ঞাপনদাতারা কী কী কাজ করতে পারবেন সেই বিষয়ে বিধিনিষেধ আরোপ করা আবশ্যক।

Google প্রকাশক সংক্রান্ত স্ট্যান্ডার্ডে এই দুটি বিষয় দেওয়া আছে: Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি এবং Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ


Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতি 

Google বিজ্ঞাপন কোড ব্যবহার করে আপনার কন্টেন্ট মনিটাইজ করতে চাইলে, আপনাকে নিম্নলিখিত নীতিগুলি মেনে চলতে হবে। এইসব নীতি মেনে না চললে, Google আপনার কন্টেন্টে বিজ্ঞাপন দেখানো ব্লক করে দিতে পারে অথবা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দিতে পারে।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিগুলি নিম্নলিখিত বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে:

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য নীতিতে অন্তর্ভুক্ত নীতিগুলি সম্পর্কে আরও জানুন। 


Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ

নির্দিষ্ট কিছু সোর্স থেকে বিজ্ঞাপন পাওয়ার ব্যাপারে যেসব কন্টেন্টের উপর বিধিনিষেধ আছে, কন্টেন্ট প্রকাশকদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ সেগুলি শনাক্ত করে। আপনার কন্টেন্টে ইনভেনটরি সংক্রান্ত বিধিনিষেধ আছে বলে লেবেল করা থাকলে, তুলনামূলকভাবে কম বিজ্ঞাপন সোর্স সেটির উপর বিড করার পক্ষে উপযুক্ত বলে বিবেচিত হবে।

এর ফলে, কিছু ক্ষেত্রে আপনার ইনভেনটরির উপর কোনও বিজ্ঞাপন সোর্স বিড করতে পারবে না এবং আপনার কন্টেন্টে কোনও বিজ্ঞাপন দেখানো হবে না। মনে রাখবেন যে কন্টেন্ট এই বিধিনিষেধের জন্য চিহ্নিত থাকলে সেটিতে Google বিজ্ঞাপন (আগে যেটি AdWords নামে পরিচিত ছিল) পরিবেশন করা হবে না। তাই Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধের অধীনে থাকা কন্টেন্ট আপনি মনিটাইজ করার সিদ্ধান্ত নিলেও, সেটিতে বিধিনিষেধ নেই এমন কন্টেন্টের থেকে হয়ত কম বিজ্ঞাপন দেখানো যাবে।

Google প্রকাশকের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ-এ কী কী শর্ত আছে সে সম্পর্কে আরও জানুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4599329383336372004
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false