শব্দকোষ

সাধারণত নীতি সংক্রান্ত শব্দের ব্যবহার

সাধারণত যেসব নীতি সংক্রান্ত শব্দ ব্যবহার করা হয়, সেগুলির অর্থ নিচে দেওয়া হল। রিপোর্ট সম্পর্কিত শব্দ খুঁজে পেতে এক বা একাধিক কীওয়ার্ড ব্যবহার করে টেবিল ফিল্টার করে দেখুন।

মনে রাখবেন: কিছু নীতি এই শব্দকোষ থেকে আলাদাভাবে নীতির শর্তগুলি সংজ্ঞায়িত করতে পারে। কোনও জায়গায় একটি নীতি সংক্রান্ত শব্দ আলাদাভাবে সংজ্ঞায়িত করা হলে, সেটি নির্দিষ্ট নীতির পৃষ্ঠায় উল্লেখ করা হয়। এই শব্দকোষের সংজ্ঞা এবং নির্দিষ্ট নীতি পৃষ্ঠায় উল্লেখ করা সংজ্ঞা আলাদা হলে, নীতি পৃষ্ঠা প্রাধান্য পাবে।
শর্তএর অর্থ কী
কন্টেন্টকোনও প্রকাশক ব্যবহারকারীদের যেসব কন্টেন্ট পরিবেশন করেন। প্রকাশকের জেনারেট করা কন্টেন্ট, সিন্ডিকেট করা কন্টেন্ট, ব্যবহারকারীর জেনারেট করা কন্টেন্ট, অর্গানিক সার্চ ফলাফল, বিজ্ঞাপন ও অন্য সাইট বা অ্যাপে লিঙ্ক এর মধ্যে পড়ে।
স্ক্রিনওয়েব পৃষ্ঠা ও অ্যাপ স্ক্রিন সহ অন্যান্য যেসব সারফেসে কোনও ব্যবহারকারী কন্টেন্টের সাথে ইন্টার‍্যাক্ট করেন।
বিজ্ঞাপন("Google" কোয়ালিফায়ার বাদ দিয়ে) Google বা অন্য কোনও প্ল্যাটফর্মে পরিবেশন করা যেকোনও বিজ্ঞাপন।
ডিসপ্লেকোনও ব্যবহারকারী স্ক্রিনের যে অংশ দেখতে পান এবং যেটির সাথে তিনি যেকোনও মুহূর্তে ইন্টার‍্যাক্ট করেন। এর মাধ্যমে ওয়েবসাইটের পৃষ্ঠা এবং মোবাইল অ্যাপের দৃশ্যমান অংশ ছাড়াও অ্যাপের স্ক্রলবারের কাছাকাছি অঞ্চলকে বোঝানো হয়।
Google Ads(বড় হাতের "Ads") শুধু Google Ads প্রোডাক্টের পরিবেশন করা বিজ্ঞাপনকে বোঝানো হয়
Google-এর পরিবেশন করা বিজ্ঞাপন(ছোট হাতের "ads") Google প্ল্যাটফর্মের পরিবেশন করা বিজ্ঞাপন। DV360, Authorized Buyers ও DCM360 এর মধ্যে পড়ে।
নিম্ন মানের কন্টেন্টব্যবহারকারীর কাছে কোনও গুরুত্ব নেই এমন দুর্বোধ্য কন্টেন্ট (যেমন, খালি জায়গা পূরণ করার জন্য টেক্সট বা "ipsum lorem টেক্সট")।
ব্যক্তিগত তথ্যব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য (PII) সহ ছদ্মবেশী শনাক্তকারীর মতো ব্যবহারকারী পিছু শনাক্তকরণযোগ্য তথ্য
প্রকাশকের কন্টেন্টব্যবহারকারীদের প্রদান করা এমন সবকিছু যা প্রকাশক তৈরি বা ম্যানেজ করেছেন, এর মধ্যে অন্তর্ভুক্ত হল এমন সব উপাদান যা আসল ক্রিয়েটরের হয়ে প্রকাশক ম্যানেজ করেছেন, এর মধ্যে পড়ে ব্যবহারকারীর থেকে জেনারেট হওয়া কন্টেন্ট, তবে বিজ্ঞাপন, সাইট নেভিগেশন এবং সংশ্লিষ্ট কন্টেন্টের লিঙ্ক এর মধ্যে পড়ে না।
স্ট্রিম-মধ্যস্থভিডিও বা অডিও কন্টেন্টের স্ট্রিমে চলা ভিডিও বা অডিও বিজ্ঞাপন, যেখানে ব্যবহারকারী ভিডিও বা অডিও কন্টেন্টই উপভোগ করতে এসেছেন বা সেটির জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
যেমন: ব্যবহারকারীর অনুরোধ করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।
আনুষঙ্গিক কন্টেন্টব্যবহারকারী দেখতে এসেছেন এমন মূল কন্টেন্টের সাথে থাকা ভিডিও কন্টেন্টের স্ট্রিমে দেখানো ভিডিও বিজ্ঞাপন। এক্ষেত্রে, ব্যবহারকারী এই ভিডিও কন্টেন্ট উপভোগ করতে আসেননি বা এটির জন্য বিশেষভাবে অনুরোধ জানাননি। আনুষঙ্গিক কন্টেন্ট প্লেসমেন্ট পৃষ্ঠার বডিতে লোড হতে হবে এবং ডিফল্ট হিসেবে মিউট করা থাকতে হবে।
যেমন: প্রধানত সম্পাদকীয় পৃষ্ঠার একটি ছোট অংশে থাকা মিউট করা ভিডিও কন্টেন্ট স্ট্রিমের শুরুতে, মাঝে বা শেষ হয়ে যাওয়ার পরে দেখানো ভিডিও বিজ্ঞাপন।
ইন্টারস্টিশিয়ালকন্টেন্ট ট্রানজিশনের মধ্যে কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, যেখানে ভিডিও বিজ্ঞাপনটিই পৃষ্ঠার মূল আকর্ষণ ও ভিউপোর্টের অধিকাংশ জায়গা জুড়ে থাকে।
যেমন: কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি সাধারণ বিরতি বা কন্টেন্ট ট্রানজিশনের মধ্যে সম্পূর্ণ ভিউতে দেখানো হয়।
স্ট্যান্ড-অ্যালোনকোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই দেখানো ভিডিও বিজ্ঞাপন, যেখানে ভিডিও বিজ্ঞাপনটি পৃষ্ঠার মূল আকর্ষণ নয়।
যেমন: কোনও স্ট্রিমিং ভিডিও কন্টেন্ট ছাড়াই পরিবেশিত হচ্ছে এমন ভিডিও বিজ্ঞাপন, এটি নিবন্ধ পৃষ্ঠার ডানদিকের রেলের ব্যানারে দেখানো হয়।
false
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7114832581262873577
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false