UPI-তে আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন

আপনি এখন আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইনের সাহায্যে Google Pay-তে কেনাকাটার জন্য পেমেন্ট করতে পারবেন।

ক্রেডিট লাইন হল এক ধরনের ফ্লেক্সিবল লোন যা কিছু ব্যাঙ্ক অফার করে। এটি আগে থেকেই অনুমোদিত নির্দিষ্ট পরিমাণ অর্থ যা আপনি প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন।

আপনার ব্যাঙ্ক থেকে আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন থাকলে, আপনি সেটি Google Pay-তে পেমেন্টের পদ্ধতি হিসেবে সেট-আপ করতে পারবেন। সেই ক্রেডিট লাইন ব্যবহার করে অনলাইনে বা QR স্ক্যান করে আপনি বাছাই করা মার্চেন্ট ট্রানজ্যাকশনের জন্য পেমেন্ট করতে পারবেন।

সাধারণত আপনি ক্রেডিট লাইন থেকে যে পরিমাণ অর্থ ব্যবহার করেন তার উপর ব্যাঙ্ক সুদ নেয়। অন্য কোনও প্রশ্ন থাকলে আপনি সরাসরি ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে পারেন। ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার তথ্য জানতে www.digisaathi.info লিঙ্কে যান।

আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন যোগ করার আগে

Google Pay-তে আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন ব্যবহার করার জন্য এটি নিশ্চিত করুন:

আপনার ব্যাঙ্ক UPI-এর মাধ্যমে ক্রেডিট লাইনের ফিচার সমর্থন করে কিনা দেখুন

আপনার ব্যাঙ্ক UPI-এর মাধ্যমে ক্রেডিট লাইন ফিচার সমর্থন করে কিনা জানতে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন। আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার তথ্য খুঁজে পেতে www.digisaathi.info সাইটে যান।

আপনার ব্যাঙ্ক ও Google Pay-তে একই মোবাইল নম্বর ব্যবহার করুন

যে ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট লাইনের অনুমোদন দিয়েছে এবং Google Pay দুটির জন্যই একই রেজিস্টার করা মোবাইল নম্বর ব্যবহার করুন।

পরামর্শ: আপনি Google Pay-তে আধারের মাধ্যমে ক্রেডিট লাইন যোগ করতে চাইলে, একই রেজিস্টার করা নম্বরে আধার লিঙ্ক করা থাকতে হবে।

আউটগোয়িং এসএমএস পরিষেবা চালু করুন

আপনি Google Pay-তে ক্রেডিট লাইন যোগ করলে আপনাকে অবশ্যই এসএমএস পাঠাতে হবে। আউটগোয়িং এসএমএস পরিষেবা চালু আছে কিনা দেখুন।

  • আপনার "আউটগোয়িং এসএমএস" বিকল্প নেই এমন প্রিপেড রিচার্জ প্যাক থাকলে, অপারেটরের সাথে যোগাযোগ করুন।
  • ব্যালেন্স চেক করতে, আপনার অপারেটরের প্রদান করা ধাপগুলি অনুসরণ করুন।
  • বিভিন্ন অপারেটরের জন্য ব্যালেন্স চেক করার নম্বর নিচে দেওয়া হল:
    অপারেটর যোগাযোগের নম্বর
    Jio ৩৩৩#
    BSNL *১২৩*1#
    Airtel *১২১*7#
    MTNL *১২৩#
    Tata *১১১#
    VI *১৯৯*১*৮#
  • আপনার আউটগোয়িং এসএমএস কাজ করে কিনা দেখতে, এসএমএস পাঠান।
ক্রেডিট লাইনের জন্য ডেবিট কার্ড লিঙ্ক করা থাকতে হবে

আপনি যে ক্রেডিট লাইন যোগ করতে চাইছেন সেটির জন্য ক্রেডিট কার্ড থাকতে হবে। এছাড়াও, যে ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট লাইন অনুমোদন করেছে সেটির দেওয়া ডেবিট কার্ড ব্যবহার করে দেখতে পারেন। আপনার ডেবিট কার্ডের ব্যাপারে আরও জানতে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

যে ব্যাঙ্ক ইস্যু করছে শুধু সেই সমাধান করতে পারবে এমন সমস্যার উদাহরণ:

  • একই ব্যাঙ্কের একাধিক ডেবিট কার্ড থাকলে কোন কার্ড ব্যবহার করতে হবে
  • হারিয়ে যাওয়া ডেবিট কার্ড
  • কার্যকর নয় এমন ডেবিট কার্ড

এর পরিবর্তে, আপনি Google Pay-তে আধার ব্যবহার করেও ক্রেডিট লাইন যোগ করতে পারেন।

Google Pay-তে ক্রেডিট লাইন যোগ করুন

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. পেমেন্ট পদ্ধতি সেট-আপ করুন এবং তারপর পেমেন্ট পদ্ধতি বিকল্পে ট্যাপ করুন।
  4. ক্রেডিট লাইন যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. যে ব্যাঙ্ক আপনাকে আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন ইস্যু করেছে সেটি বেছে নিন।
    • আপনার ব্যাঙ্কের ইস্যু করা ক্রেডিট লাইন সম্পর্কে বিবরণ পেতে মোবাইল ডিভাইস থেকে এসএমএস পাঠানো হয়।
  6. "ক্রেডিট লাইন যাচাই করুন" বিকল্পের অধীনে ডেবিট কার্ড অথবা আধার বেছে নিন।
    • ডেবিট কার্ডের জন্য: কার্ডের বিবরণ লিখুন।
    • আধারের জন্য: আপনার আধারের প্রথম ৬টি সংখ্যা লিখুন।
  7. UPI পিন তৈরি করুন।
    • স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
      • ৩ বারের বেশি ভুল পিন লিখলে, পরের ট্রানজ্যাকশন করার জন্য আপনাকে পিন রিসেট করতে হবে অথবা ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
      • আপনি ক্রেডিট লাইনের জন্য যে পিন তৈরি করেন সেটি এই ধরনের পেমেন্টের জন্য অনন্য হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও RuPay ক্রেডিট কার্ডের মতো অন্যান্য পেমেন্ট পদ্ধতি থেকে এই পিন আলাদা হয়।
      • আধারের মাধ্যমে যাচাই করার বিকল্প বেছে নিলে আপনাকে ২টি ওটিপি লিখতে হবে:
        • আধার ওটিপি
        • ব্যাঙ্ক ওটিপি

Google Pay-র মাধ্যমে পেমেন্ট করতে আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন ব্যবহার করুন

আপনি Google Pay-তে আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন যোগ করলে এবং QR কোডের মাধ্যমে অথবা অনলাইন মার্চেন্টের সাথে ট্রানজ্যাকশন করলে, এটি একটি উপলভ্য পেমেন্ট পদ্ধতি হিসেবে দেখানো হয়। যোগ করা ক্রেডিট লাইন ব্যবহার করে পেমেন্ট করতে চাইলে, এই বিকল্প বেছে নিন এবং স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

পরামর্শ: কোনও মার্চেন্ট এই পেমেন্ট পদ্ধতি না নিলে, সমস্যা হয়েছে বলে স্ক্রিনে দেখানো হবে। এই ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে অন্য পেমেন্ট পদ্ধতি বেছে নিন, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, RuPay ক্রেডিট কার্ড বা Google Pay-তে যোগ করা অন্য কার্ড।

Google Pay-তে আপনার ব্যালেন্স দেখুন

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. প্রোফাইল ছবি এবং তারপর পেমেন্ট পদ্ধতি সেট-আপ করুন এবং তারপর পেমেন্ট পদ্ধতি বিকল্পে ট্যাপ করুন।
  3. আগে থেকেই অনুমোদিত যে ক্রেডিট লাইন যোগ করা হয়েছে সেটি বেছে নিন।
  4. পেমেন্ট পদ্ধতির বিবরণ এবং তারপর ব্যালেন্স চেক করুন বিকল্পে ট্যাপ করুন।
    • আপনি মোট ক্রেডিট লাইন ও উপলভ্য বকেয়া ব্যালেন্স দেখতে পাবেন।

আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন সংক্রান্ত সমস্যার সমাধান করুন

একটির বেশি এসএমএসের জন্য চার্জ

আপনি আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন যোগ করলে, সেটির সফলতার হার বাড়ানোর জন্য আমরা একাধিক এসএমএস পাঠাই।

এসএমএস ট্রিগার

আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন যোগ করার সময় সেটি রেজিস্টার করার জন্য ব্যাকগ্রাউন্ডে এসএমএস পাঠানো হয়। এটি Google Pay-তে ক্রেডিট লাইন যোগ করার সফলতার হার বাড়াতে সাহায্য করে। কতগুলি এসএমএস পাঠানো হবে তা এখন আপনি বেছে নিতে পারবেন না।

আধারের মাধ্যমে আপনার আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন যাচাই করুন

আধারের মাধ্যমে আপনার আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন যাচাই করার জন্য আপনার ব্যাঙ্কে আধার ওটিপি-ভিত্তিক অনবোর্ডিং কাজ করতে হবে। আরও তথ্যের জন্য আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন। আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার তথ্য খুঁজে পেতে www.digisaathi.info সাইটে যান।

এর পরিবর্তে, আপনি ডেবিট কার্ডের বিবরণ দিয়েও যাচাই করতে পারেন। আপনি ক্রেডিট লাইন যোগ করলে এই তথ্য আপনার ব্যাঙ্ক আপনার রেজিস্টার করা ইমেল আইডিতে পাঠায়।

আধার ভিত্তিক যাচাইকরণ সংক্রান্ত সাধারণ সমস্যা

আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই

আধারের মাধ্যমে আপনার আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইন Google Pay-তে যাচাই করার জন্য আপনাকে মোবাইল নম্বর আপডেট অথবা আধারের সাথে লিঙ্ক করতে হবে। আরও তথ্যের জন্য https://uidai.gov.in দেখুন। আপডেট করা হয়ে গেলে, Google Pay-তে আপনার ক্রেডিট লাইন যোগ করুন।

আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল নম্বর মিলছে না

আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর দেখতে:

  1. https://uidai.gov.in সাইটে যান।
  2. পছন্দমতো ভাষা বেছে নিন এবং তারপর আমার আধার এবং তারপর আধার পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
  3. ইমেল/মোবাইল নম্বর যাচাই করুন বিকল্পে ট্যাপ করুন।

আপনার আগে থেকেই অনুমোদিত ক্রেডিট লাইনের সাথে লিঙ্ক করা নম্বরের সাথে না মিললে, আপনাকে মোবাইল নম্বর আপডেট অথবা Aadhaar-এর সাথে লিঙ্ক করতে হবে। আরও তথ্যের জন্য https://uidai.gov.in দেখুন। আপডেট করা হয়ে গেলে, Google Pay-তে আপনার ক্রেডিট লাইন যোগ করুন।

ক্রেডিট লাইন অ্যাকাউন্টে টাকা পান

ক্রেডিট লাইন অ্যাকাউন্টে UPI-এর মাধ্যমে টাকা পাওয়া যায় না। এটি ব্যবহার করে QR কোড বা অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে কোনও মার্চেন্টকে শুধু পেমেন্ট করা যায়।

ক্রেডিট লাইন যোগ করা যাচ্ছে না

ক্রেডিট লাইন যোগ করার পরে সাধারণ সমস্যা

সমস্যা

সমাধান

এসএমএস সমস্যা

এসএমএস পাঠানোর সময় সমস্যা হলে, ফোন ও এসএমএস সেটিংস চেক করুন।

মেসেজ পেতে বা পাঠাতে, আপনার ফোনে ভাল নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। আপনি প্রিপেড মোবাইল প্যাক ব্যবহার করলে, ব্যালেন্স চেক করুন।

কোনও ক্রেডিট লাইন পাওয়া যায়নি

আপনার Google Pay মোবাইল নম্বর এবং ক্রেডিট লাইনের জন্য রেজিস্টার করা নম্বর একই কিনা দেখুন।

একাধিক অ্যাকাউন্টে লিঙ্ক করা মোবাইল নম্বর

একটি গ্রাহক আইডির অধীনে সব অ্যাকাউন্ট একত্রিত করুন। অন্য কোনও প্রশ্ন থাকলে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

সিম কার্ড সরানো হয়েছে বলে শনাক্ত করা হয়েছে

আপনি ডিভাইস ফ্যাক্টরি সেটিংসে রিসেট করেছেন নাকি বর্তমান সফ্টওয়্যারে পরিবর্তন করেছেন তা দেখুন। আপনি তা করে থাকলে, ডিভাইসের সফ্টওয়্যার বা ফার্মওয়্যার সেটিংস আপডেট করুন।

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14448263452429748112
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
false
true
true
722700
false
false