Google Pay থেকে UPI Lite ব্যবহার করে পেমেন্ট করা

UPI Lite হল একটি অন-ডিভাইস ওয়ালেট এবং এতে এইসব প্রধান ফিচার আছে:

  • Google Pay অ্যাপে UPI পিন ছাড়াই ₹৫০০ পর্যন্ত পেমেন্ট করার সুবিধা।
  • কোনও ফি লাগে না।
  • KYC-এর (আপনার গ্রাহককে জানুন) প্রয়োজন নেই।
  • সর্বাধিক ব্যালেন্স ₹২,০০০ এবং ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ₹৪,০০০ খরচ করার সুবিধা।
  • টাকা ট্রান্সফার করা ও অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনও চার্জ নেই।

শুরু করতে, UPI Lite ব্যালেন্স সেট-আপ করুন:

  1. উপযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিন যেখান থেকে UPI Lite-এ টাকা যোগ করার প্রসেসটি কাজ করে। UPI Lite কাজ করে এমন ব্যাঙ্কের তালিকা নিচে দেখুন।
  2. UPI Lite ব্যালেন্সে সর্বাধিক ₹২,০০০ যোগ করুন।

UPI Lite ব্যালেন্স সেট-আপ করলে, ₹৫০০ মূল্যের চেয়ে কম পরিমাণের ক্ষেত্রে ডিফল্ট পেমেন্ট পদ্ধতি হিসেবে UPI Lite সেট করা হয়।

UPI Lite সেট-আপ করা
  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
    UPI Lite সেট-আপ করুন
  3. UPI Lite দিয়ে পিন না লিখেই পেমেন্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
    পেমেন্ট পদ্ধতি। টাকার পরিমাণ লিখুন।

  4. আপনি যে অর্থরাশি যোগ করতে চান তা লিখুন।
    • ভারতীয় মুদ্রায় সর্বাধিক ₹২,০০০ লোড করা যাবে।
  5. আপনার UPI পিন লিখুন।
    পিন লিখুন টাকার পরিমাণ লিখুন UPI Lite রেডি হয়ে গেছে

টিপ্স: Google Pay-তে আপনি একটিই UPI Lite অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

UPI Lite দিয়ে পেমেন্ট করা

UPI Lite দিয়ে আপনি প্রতিবার ভারতীয় মুদ্রায় সর্বাধিক ₹৫০০ পেমেন্ট করতে পারবেন।

পেমেন্ট করতে:

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. মার্চেন্টের QR কোড স্ক্যান করুন অথবা ফোন নম্বর লিখুন।
  3. যে পরিমাণ টাকা পেমেন্ট করতে চান সেটি লিখুন।
  4. আপনার UPI Lite অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করুন।
    আপনার UPI Lite অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করুন পেমেন্ট কনফার্ম করুন
UPI Lite ব্যালেন্সে টাকা যোগ করা

আপনার UPI Lite ব্যালেন্সে ভারতীয় মুদ্রায় সর্বাধিক ₹২,০০০ যোগ করতে পারবেন।

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি এবং তারপর UPI Lite-এ ট্যাপ করুন।
    আপনার UPI Lite অ্যাকাউন্ট বেছে নিন নেভিগেট করুন পেমেন্ট পদ্ধতি
  3. ভারতীয় মুদ্রায় সর্বাধিক ₹২,০০০ যোগ করতে পারবেন।
    পরামর্শ: UPI Lite-এ ভারতীয় মুদ্রায় সর্বাধিক ₹২,০০০ ব্যালেন্স রাখা যাবে।
    UPI Lite ব্যালেন্স টাকা যোগ করুন
  4. টাকা লোড করতে, আপনার UPI পিন লিখুন।
    পিন লিখুন টাকার পরিমাণ যোগ করুন কনফার্ম করা হয়েছে
UPI Lite-এ ব্যালেন্স চেক করা

হোম স্ক্রিনে UPI Lite ব্যালেন্স দেখানো হবে।

সার্চ করুন

এছাড়া, আপনি এভাবেও নিজের UPI Lite ব্যালেন্স চেক করতে পারেন:

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. “পেমেন্ট পদ্ধতি” বিকল্পের মধ্যে থেকে, আপনার UPI Lite অ্যাকাউন্ট বেছে নিন।
  4. “টাকা যোগ করুন” বিভাগের উপরে আপনার UPI Lite ব্যালেন্স দেখতে পাবেন।
    সার্চ করুন নেভিগেট করুন পেমেন্ট পদ্ধতি ব্যালেন্স
ট্রানজ্যাকশনের ইতিহাস চেক করা

'ট্রানজ্যাকশনের ইতিহাস' বিভাগের মধ্যে, Google Pay-তে UPI Lite দিয়ে করা ট্রানজ্যাকশন দেখতে পাবেন।

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের নিচের দিকে, ট্রানজ্যাকশন ইতিহাস দেখুন বিকল্পে ট্যাপ করুন।
  3. সার্চ বারে ট্যাপ করুন।
  4. সাজেশন থেকে UPI Lite বিকল্প বেছে নিন।
  5. সার্চ করুন UPI Lite-এ সার্চ করুন
UPI Lite অ্যাকাউন্ট মোছা
  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবি এবং তারপরUPI Lite-এ ট্যাপ করুন।
    সার্চ করুন নেভিগেট করুন
  3. উপরে ডানদিকে, তিনটি ডটে More ট্যাপ করুন।
    UPI Lite ব্যালেন্স
  4. UPI Lite মুছুন বিকল্পে ট্যাপ করুন।
  5. কনফার্ম করতে, মুছুন বিকল্পে ট্যাপ করুন।
    মুছুন মুছবেন কিনা কনফার্ম করুন

পরামর্শ: রেজিস্টার করা অ্যাকাউন্ট মুছে দিলে, ওই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ছিল তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

UPI Lite কী?

UPI Lite একটি অনলাইন ওয়ালেট, যার মাধ্যমে UPI পিন ছাড়াই Google Pay অ্যাপ দিয়ে পেমেন্ট করা যায়। এর জন্য e-KYC-এর প্রয়োজন হয় না।

প্রতিটি ট্রানজ্যাকশনে সর্বাধিক ₹৫০০ এবং এক দিনে একাধিক ট্রানজ্যাকশন মিলিয়ে মোট ₹৪,০০০ পেমেন্ট করা যায়।

UPI Lite UPI পেমেন্টের থেকে আলাদা কীভাবে?

UPI Lite ব্যবহার করে আপনি Google Pay অ্যাপে UPI পিন ছাড়াই সর্বাধিক ₹৫০০ পেমেন্ট করতে পারবেন। এই টাকা আপনার UPI Lite ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে।

UPI Lite-এ কী কী সুবিধা পাওয়া যাবে?
  • UPI পিন ছাড়াই পেমেন্ট করা: ₹৫০০-এর কম পরিমাণ পেমেন্টের জন্য UPI পিনের প্রয়োজন নেই।
  • পরিচ্ছন্ন ব্যাঙ্ক স্টেটমেন্ট: আপনার সমস্ত UPI Lite ট্রানজ্যাকশন ব্যাঙ্ক স্টেটমেন্টের পরিবর্তে Google Pay-তে দেখতে পাবেন। শুধু প্রাথমিক টাকার পরিমাণ লোড করা, টপ আপ এবং আনলোড সংক্রান্ত ট্রানজ্যাকশন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখানো হবে।
  • KYC (আপনার গ্রাহককে জানুন) লাগবে না: UPI Lite অ্যাকাউন্ট সেট-আপ করার জন্য অতিরিক্ত KYC (আপনার গ্রাহককে জানুন) লাগবে না।
  • যেকোনও জায়গায় পেমেন্ট করা: UPI Lite-এর সাহায্যে যেকোনও দোকানে কোড স্ক্যান করে অথবা Google Pay ব্যবহারকারীদের অ্যাপ থেকেই সরাসরি সর্বাধিক ₹৫০০ পেমেন্ট করুন।
    পরামর্শ: কিছু পেমেন্টের ক্ষেত্রে UPI Lite ব্যবহার করা যায় না, যেমন:
    • পেমেন্ট সংগ্রহ করার অনুরোধ
    • অটোমেটিক পেমেন্ট
    • UPI-এর মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট
UPI Lite পেমেন্ট কোন কোন ব্যাঙ্কে কাজ করে?

বর্তমানে ১০টি ব্যাঙ্কে UPI Lite ব্যবহার করা যায়। এই তালিকায় নতুন নতুন ব্যাঙ্ক যোগ করা হবে। Lite ফিচার ব্যবহার করা যায়, এমন ব্যাঙ্কের লেটেস্ট তালিকার জন্য অ্যাপটি দেখুন।

আমি সর্বাধিক কত টাকা পেমেন্ট করতে পারি?
  • আপনি প্রতিটি ট্রানজ্যাকশনে সর্বাধিক ₹৫০০ এবং ২৪ ঘণ্টায় একাধিক ট্রানজ্যাকশনে মোট ₹৪,০০০ পেমেন্ট করতে পারবেন।
  • এছাড়া, সর্বাধিক ₹২,০০০ ব্যালেন্স রাখতে পারবেন।
আমি ডিভাইস বা মোবাইল নম্বর পরিবর্তন করলেও কি আমার ব্যালেন্স থেকে যাবে?

যে ফোন নম্বর দিয়ে UPI Lite অ্যাকাউন্ট চালু করেছিলেন, সেই নম্বরটিই অন্য ডিভাইসে ব্যবহার করলে ব্যালেন্স রয়ে যাবে।

ব্যালেন্স দাবি করতে, UPI Lite-এ রেজিস্টার করা মোবাইল নম্বরটি ব্যবহার করুন এবং UPI Lite অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন বাতিল করুন। রেজিস্ট্রেশন বাতিল করলে, UPI Lite অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা যোগ করেছিলেন, সেখানে ব্যালেন্স পরিমাণটি ট্রান্সফার করা হবে। রেজিস্টার করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি অ্যাক্সেস করতে না পারলে ব্যাঙ্কের গ্রাহক সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

DigiSaathi ২৪x৭ হেল্পলাইন পরিষেবাটি NPCI, বিভিন্ন পেমেন্ট সিস্টেম অপারেটর এবং অংশগ্রহণকারী সত্তার তরফ থেকে দেওয়া হয়। ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার তথ্যের জন্য www.digisaathi.info লিঙ্কে যান। এছাড়া, DigiSaathi হেল্পলাইন নম্বরেও ফোন করতে পারেন: ১৪৪৩১ অথবা ১৮০০ ৮৯১ ৩৩৩৩।

ডিভাইস হারিয়ে গেলে ব্যালেন্স ফিরে পাব কীভাবে?

এর জন্য ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন। সমস্যাটির সমাধান করতে ব্যাঙ্কের ১০ কর্মদিবস সময় লাগতে পারে।

DigiSaathi ২৪x৭ হেল্পলাইন পরিষেবাটি NPCI, বিভিন্ন পেমেন্ট সিস্টেম অপারেটর এবং অংশগ্রহণকারী সত্তার তরফ থেকে দেওয়া হয়। ব্যাঙ্কের সাথে যোগাযোগ করার তথ্যের জন্য www.digisaathi.info লিঙ্কে যান। এছাড়া, DigiSaathi হেল্পলাইন নম্বরেও ফোন করতে পারেন: ১৪৪৩১ অথবা ১৮০০ ৮৯১ ৩৩৩৩।

পরামর্শ: রিফান্ড করা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়, UPI Lite অ্যাকাউন্টে না।

ট্রানজ্যাকশনের সংখ্যার সীমা

UPI Lite দিয়ে যতবার ইচ্ছে ট্রানজ্যাকশন করা যাবে।

UPI Lite দিয়ে কোন ধরনের ট্রানজ্যাকশন করা যাবে

UPI Lite দিয়ে আপনি সমস্ত UPI ট্রানজ্যাকশন করতে পারবেন।

একাধিক UPI Lite অ্যাকাউন্ট তৈরি করা যায়?

Google Pay-তে আপনি একটিই UPI Lite অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করলে একাধিক UPI Lite অ্যাকাউন্ট তৈরি করা যায়।

টাকা ডেবিট হওয়ার পরে কি তা ফেরত পেতে পারি?

UPI Lite অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করা সত্ত্বেও নেটওয়ার্কে সমস্যার কারণে ট্রান্সফার করা না গেলে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়।

ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কি ওয়ালেটে টাকা লোড করতে পারি?

Google Pay-তে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোড করতে পারেন।

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16033106265944189986
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
false
true
true
722700
false
false