Google Pay-তে বিল স্প্লিট করা

Google Pay ইন্ডিয়া অ্যাপ থেকে আপনি কোনও গ্রুপের খরচ স্প্লিট করতে পারবেন এবং বিল পেমেন্টের জন্য অনুরোধও জানাতে পারবেন।

একজন ব্যক্তি বিল তৈরি করে পেমেন্ট করার জন্য তৈরি করা গ্রুপে অনুরোধ জানাতে পারবেন।

আগে থেকেই যে গ্রুপ রয়েছে সেটির সাথে বিল স্প্লিট করুন

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. আগে থেকেই তৈরি থাকা গ্রুপ চ্যাট খুলে খরচ স্প্লিট করুন বিকল্পে ট্যাপ করুন।
    পরামর্শ: আপনি "খুঁজুন" পৃষ্ঠায় গিয়েও আপনার গ্রুপ খুঁজে পাবেন।
  3. আপনার বিলের মোট টাকার পরিমান লিখুন।
  4. বিলের নাম লিখুন।
  5. আপনি যার সাথে বিল স্প্লিট করতে চান, গ্রুপ থেকে সেই মেম্বারদের বেছে নিন।
  6. অনুরোধ পাঠান বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: যিনি বিল তৈরি করেছেন, শুধুমাত্র তাকে টাকা পাঠানো যাবে। যিনি বিল তৈরি করেছেন তার Google Pay অ্যাপে যোগ করা প্রাথমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

আপনার করা অনুরোধের স্ট্যাটাস চেক করুন

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. বিলের জন্য যে গ্রুপ তৈরি করেছেন সেটি খুলুন।
  3. যে বিল চেক করতে চান সেটি বেছে নিন।
পরামর্শ:
  • “বিলের বিবরণ” পৃষ্ঠায় বিল স্প্লিট করে থাকলে আপনি দেখতে পাবেন কে পেমেন্ট করেছেন, কার পেমেন্ট করা বাকি আছে এবং কত টাকা এখনও পেমেন্ট করা হয়নি।
  • যিনি বিল স্প্লিট করেছেন, শুধুমাত্র তিনিই প্রত্যেক অংশীদার ব্যক্তির পেমেন্টের স্ট্যাটাস দেখতে পাবেন। বিল স্প্লিটে বাকি অংশীদার ব্যক্তিরা চেক করে দেখতে পারবেন যে মোট কতজনের পেমেন্ট করা বাকি আছে।

বিল বন্ধ করে দিন

গুরুত্বপূর্ণ: আপনি বিল বন্ধ করে দিলে বাকি পরিচিতিরা এখানে আর পেমেন্ট করতে পারবে না।
  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. যে বিল বন্ধ করে দিতে চান সেটি খুলুন।
  3. বিলের স্ট্যাটাস যেমন, পেমেন্ট করা হয়নি, কিছুটা পেমেন্ট করা হয়েছে বা পেমেন্ট করা হয়ে গেছে কিনা তা আপনি চেক করে দেখতে পারেন।
  4. আরও More এবং তারপর বিল বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।

একটি বিলের জন্য আসা অনুরোধে উত্তর দিন

আপনাকে পাঠানো কোনও বিজ্ঞপ্তি, গ্রুপ চ্যাট বা বিলের বিবরণ থেকে আপনি কোনও বিলে উত্তর দিতে পারবেন।

বিজ্ঞপ্তি থেকে পেমেন্ট বিকল্পে গিয়ে পে করুন

  1. Google Pay থেকে পাঠানো বিজ্ঞপ্তিটি খুলুন।
  2. পেমেন্ট করতে এখনই পেমেন্ট করুন বিকল্পে ট্যাপ করুন।

একটি গ্রুপ চ্যাট থেকে পেমেন্ট করুন

  1. Google Pay অ্যাপ খুলুন।
  2. গ্রুপ চ্যাট খুলুন।
  3. বিল স্প্লিট করার অনুরোধে পেমেন্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. পেমেন্ট পদ্ধতি বেছে নিন।
  5. পেমেন্ট করার জন্য এগিয়ে যান বিকল্পে ট্যাপ করুন।
    পরামর্শ: গ্রুপ চ্যাটে আপনি পেমেন্টের রেকর্ড খুঁজে পাবেন।
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5744651561452219255
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
false
true
true
722700
false
false