'গাড়ির ডিজিটাল চাবি' সেট-আপ বা ম্যানেজ করা

Android ফোনে 'গাড়ির ডিজিটাল চাবি' ব্যবহার করে আপনার গাড়ি লক, আনলক ও চালু করতে পারবেন।

আপনার ফোনের সাথে গাড়ি পেয়ার করুন

গুরুত্বপূর্ণ: 'গাড়ির ডিজিটাল চাবি' শুধুমাত্র বাছাই করা কিছু গাড়িতে ও নির্দিষ্ট কয়েকটি মার্কেটে উপলভ্য।

  • এগুলি এর সাথে কাজ করে:
    • Pixel Fold ও Pixel 8 Pro সহ Pixel 6 এবং তার পরবর্তী যেকোনও ভার্সন।
    • Samsung Galaxy S21 এবং এর পরবর্তী ভার্সন।
    • Android 12 বা তার পরবর্তী যেকোনও ভার্সনে চলে এমন Android ডিভাইস বেছে নিন।

'গাড়ির ডিজিটাল চাবি' সেট-আপ করতে, আপনার ডিভাইস অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে। আপনি Samsung ফোন ব্যবহার করলে, Samsung Wallet-এ ডিজিটাল চাবি সেট-আপ করুন।

'গাড়ির ডিজিটাল চাবি' ব্যবহার করে গাড়ি লক, আনলক ও চালু করুন

গুরুত্বপূর্ণ: আপনি 'গাড়ির ডিজিটাল চাবি'র জন্য স্ক্রিন লক সেট-আপ করে থাকলে, পাসওয়ার্ড লিখুন।

আপনার গাড়ি লক বা আনলক করুন

আপনার গাড়ির হাতলের কাছে ফোনের পিছনের দিকটা ধরুন।

আপনার গাড়ি চালু করুন

  1. গাড়ির মধ্যে আপনার ফোন গাড়ির কী রিডারের উপরে রাখুন।
  2. গাড়ি চালু করার বোতামে প্রেস করুন।

প্যাসিভ এন্ট্রি ব্যবহার করুন

আপনি 'গাড়ির ডিজিটাল চাবি' সেট-আপ করলে প্যাসিভ এন্ট্রি ডিফল্ট চালু হয়ে যায়। প্যাসিভ এন্ট্রি থাকলে, আপনার 'গাড়ির ডিজিটাল চাবি' ব্যবহার করার জন্য আপনাকে দরজার হ্যান্ডেলের কাছে যেতে হবে না। আপনি কাছাকাছি থাকলে আপনার ফোন অটোমেটিক আপনার গাড়ির দরজা আনলক করে দেবে, আপনি ভিতরে থাকলে গাড়ি চালু করে দেবে এবং আপনি বেরিয়ে গেলে গাড়ির দরজা লক করে দেবে।

গুরুত্বপূর্ণ:

  • সব গাড়িতে প্যাসিভ এন্ট্রি কাজ করে না। এটি কাজ করে কিনা জানতে আপনার গাড়ি উৎপাদনকারী সংস্থার সাথে যোগাযোগ করুন।
  • সব ফোনে প্যাসিভ এন্ট্রি কাজ করে না। এটি কাজ করে কিনা জানতে আপনার ফোনের উৎপাদনকারী সংস্থার সাথে যোগাযোগ করুন।
  • কিছু ডিভাইসে আপনি শুধুমাত্র একটি গাড়িতে প্যাসিভ এন্ট্রি ব্যবহার করতে পারবেন।
  • আপনার গাড়িতে সবচেয়ে আপ-টু-ডেট সফ্টওয়্যার রয়েছে কিনা দেখে নিন।
  • প্যাসিভ এন্ট্রি কাজ না করলে, গাড়ির দরজার হ্যান্ডেলে আপনার ফোন ট্যাপ করে তা আনলক করতে পারেন।

প্যাসিভ এন্ট্রি বন্ধ করুন

  1. ​ Google Wallet অ্যাপ খুলুন।​
  2. আপনার 'গাড়ির ডিজিটাল চাবি' বেছে নিন।
  3. বিবরণ বিকল্পে ট্যাপ করুন।
  4. প্যাসিভ এন্ট্রি বন্ধ করুন।

'গাড়ির ডিজিটাল চাবি' ব্যবহার করতে স্ক্রিন লক সেটিংস যোগ বা পরিবর্তন করুন

'গাড়ির ডিজিটাল চাবি' ব্যবহার করার জন্য 'ফোন আনলক করতে হবে' বিকল্প বেছে নিলে, আপনাকে প্রথমে 'প্যাসিভ এন্ট্রি' সংক্রান্ত সুবিধা বন্ধ করতে হবে।

গুরুত্বপূর্ণ: সাধারণত 'গাড়ির ডিজিটাল চাবি' ব্যবহার করার জন্য স্ক্রিন আনলক করার প্রয়োজন হয় না।

  1. Google Wallet অ্যাপ খুলুন।
  2. 'গাড়ির ডিজিটাল চাবি' বিকল্পে ট্যাপ করুন। এটা খুঁজে পেতে হলে আপনাকে স্ক্রল করতে হতে পারে।
  3. 'বিস্তারিত এবং তারপর ফোন আনলক করতে হবে' বিকল্পে ট্যাপ করুন।
  4. যে কারণে 'স্ক্রিন লক' ব্যবহার করতে চান, সেই অ্যাকশনটি বেছে নিন:
    • গাড়ি আনলক করতে।
    • গাড়ি চালু করতে।
    • গাড়ি আনলক, লক ও চালু করতে।
    • আপনার 'গাড়ির ডিজিটাল চাবি' ব্যবহার করার জন্য আপনার 'স্ক্রিন লক' প্রয়োজন না হলে, বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

লক করা, অ্যালার্ম ও ডিকি খোলার জন্য রিমোট কমান্ড ব্যবহার করা

যে গাড়িতে এটি কাজ করে সেই গাড়িতে আপনি আপনার Google Wallet বা দ্রুত সেটিংস থেকে গাড়ি লক ও আনলক করতে, অ্যালার্ম চালু করতে এবং পাওয়ার-ডিকি ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ:

  • সব গাড়িতে সব কমান্ড উপলভ্য থাকে না।
  • এটি কাজ করে কিনা জানতে আপনার গাড়ি উৎপাদনকারী সংস্থার সাথে যোগাযোগ করুন।
  • কমান্ড ব্যবহার করতে হলে আপনাকে গাড়ির ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকতে হবে।

'গাড়ির ডিজিটাল চাবি' ম্যানেজ করা

সম্পর্কিত রিসোর্স

17355215639017695998
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
280
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
false
false
false
false