আপনার কম্পিউটার ও Android ডিভাইসের মধ্যে ফাইল ট্রান্সফার করা

আপনার কম্পিউটার ও Android ডিভাইসের মধ্যে ফটো, মিউজিক ও অন্যান্য ফাইল সরাতে আপনি Google অ্যাকাউন্ট অথবা ইউএসবি কেবল ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 9 ও তার পরের ভার্সনগুলিতে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করা যায় তা জানুন

বিকল্প ১: আপনার Google অ্যাকাউন্টের সাহায্যে ফাইল সরানো

আপনার কম্পিউটার ও ডিভাইস, দুটিতেই ফাইল ব্যবহার করার জন্য Google অ্যাকাউন্টে ফাইল আপলোড করুন।

বিকল্প ২: কোনও ইউএসবি কেবলের সাহায্যে ফাইল সরান

Windows কম্পিউটার
  1. আপনার ডিভাইস আনলক করুন।
  2. ইউএসবি কেবেল দিয়ে আপনার কম্পিউটারের সাথে ডিভাইস কানেক্ট করুন।
  3. আপনার ডিভাইসে "ইউএসবির মাধ্যমে এই ডিভাইসে চার্জ দেওয়া হচ্ছে" বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন।
  4. "এই জন্য ইউএসবি ব্যবহার করুন" বিকল্পের নিচে ফাইল ট্রান্সফার করুন বিকল্প বেছে নিন।
  5. আপনার কম্পিউটারে ফাইল ট্রান্সফারের একটি উইন্ডো খুলে যাবে। ফাইল টেনে আনতে এটি ব্যবহার করুন।
  6. হয়ে গেলে, Windows থেকে আপনার ডিভাইস বের করে নিন।
  7. প্লাগ থেকে ইউএসবি কেবল খুলে ফেলুন।
Mac কম্পিউটার

আপনার কম্পিউটারে অবশ্যই Mac OS X 10.5 এবং এর পরের ভার্সন থাকতে হবে।

  1. আপনার কম্পিউটারে Android File Transfer ডাউনলোড করে ইনস্টল করুন।
  2. Android File Transfer খুলুন। পরের বার আপনার ডিভাইসে কানেক্ট করলে, এটি অটোমেটিক খুলে যাবে।
  3. আপনার ডিভাইস আনলক করুন।
  4. ইউএসবি কেবেল দিয়ে আপনার কম্পিউটারের সাথে ডিভাইস কানেক্ট করুন।
  5. আপনার ডিভাইসে "ইউএসবির মাধ্যমে এই ডিভাইসে চার্জ দেওয়া হচ্ছে" বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন।
  6. "এই জন্য ইউএসবি ব্যবহার করুন" বিকল্পের নিচে ফাইল ট্রান্সফার করুন বিকল্প বেছে নিন।
  7. আপনার কম্পিউটারে Android File Transfer উইন্ডো খুলে যাবে। ফাইল টেনে আনতে এটি ব্যবহার করুন।
  8. হয়ে গেলে ইউএসবি কেবেল, প্লাগ থেকে খুলে নিন।
Chromebook
  1. ইউএসবি কেবলের সাহায্যে আপনার Chromebook-এ ডিভাইস কানেক্ট করুন।
  2. আপনার ডিভাইস আনলক করুন।
  3. আপনার ডিভাইসে "ইউএসবির মাধ্যমে এই ডিভাইসে চার্জ দেওয়া হচ্ছে" বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন।
  4. "এই জন্য ইউএসবি ব্যবহার করুন" বিকল্পের নিচে ফাইল ট্রান্সফার করুন বিকল্প বেছে নিন।
  5. আপনার Chromebook-এ, Files অ্যাপ খোলে। ফাইল টেনে আনতে এটি ব্যবহার করুন। কী ধরনের ফাইল Chromebooks-এ কাজ করে তা জানুন
  6. হয়ে গেলে ইউএসবি কেবেল, প্লাগ থেকে খুলে দিন।

বিকল্প ৩: Windows-এর জন্য নিয়ারবাই শেয়ার ফিচারের মাধ্যমে ফাইল সরান

Windows-এর জন্য নিয়ারবাই শেয়ার ফিচার সেট-আপ করা

কাছাকাছি থাকা Windows কম্পিউটার ও Android ডিভাইসের মধ্যে ইমেজ, ভিডিও ও ডকুমেন্ট শেয়ার করার জন্য আপনি 'নিয়ারবাই শেয়ার' ব্যবহার করতে পারবেন।

আপনার নিজের একাধিক ডিভাইসের মধ্যে অথবা আশেপাশে থাকা যেসব ব্যক্তি 'নিয়ারবাই শেয়ার' ব্যবহার করছেন তাদের সাথে ফাইল শেয়ার করতে পারবেন। অন্য লোকজন আপনাকে ফাইল পাঠালে, আপনাকে অনুরোধ অনুমোদন করার জন্য বলা হবে। আপনি ফাইল পাঠানোর সময় তা এনক্রিপ্ট করা থাকে।

গুরুত্বপূর্ণ:

  • কোনও Google অ্যাকাউন্ট ছাড়াই আপনি Windows-এর জন্য 'নিয়ারবাই শেয়ার' ব্যবহার করলে, কিছু বিকল্প উপলভ্য নাও হতে পারে।
  • অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপটি খুলবেন না।
  • আপনি ডাউনলোড করার পরে, ইনস্টলার বিপজ্জনক হতে পারে বলে একটি সতর্কতা পেতে পারেন। আপনি Google থেকে এটি ডাউনলোড করলে, ফাইলটি নিরাপদ হওয়া উচিত।
  1. আপনার Windows ডিভাইসে 'নিয়ারবাই শেয়ার' ডাউনলোড করে ইনস্টল করুন।
    • এটি ইনস্টল করা হয়ে গেলে, অ্যাপটি খুলুন ও সাইন-ইন করুন।
  2. "অন্যদের কাছে যে নামে দৃশ্যমান হবে" বিকল্পে গিয়ে আপনার ডিভাইসের নাম বেছে নিন।
  3. "রিসিভ করা হচ্ছে" বিকল্পে, আপনার সাথে কারা কারা শেয়ার করতে পারবেন তা বেছে নিন।
  4. হয়ে গেছে বিকল্পটি বেছে নিন।
আপনার সাথে কারা শেয়ার করতে পারবেন তা বেছে নেওয়া
  1. আপনার কম্পিউটারে, Windows অ্যাপের জন্য 'নিয়ারবাই শেয়ার' খুলুন।
  2. স্ক্রিনের একেবারে উপরে ডানদিকে, 'সেটিংস এবং তারপরডিভাইসের দৃশ্যমানতা' বিকল্প বেছে নিন।
  3. আপনার দৃশ্যমানতা বেছে নিন:
    • প্রত্যেকে: আপনার আশেপাশে 'নিয়ারবাই শেয়ার' চালু করে রেখেছেন এমন যেকেউ আপনার ডিভাইস দেখতে পাবেন।
    • পরিচিতি: আপনার পরিচিতি তালিকায় থাকা আশেপাশের ব্যক্তিরা ডিভাইস দেখতে পারবেন। পরিচিতিতে থাকা সবার কাছে ডিভাইস দৃশ্যমান করতে অথবা নির্দিষ্ট পরিচিতি বেছে নিতে পারবেন।
    • আপনার ডিভাইস: একই Google অ্যাকাউন্টের সাথে যুক্ত ডিভাইসে আপনার ডিভাইসগুলি দেখা যাবে।
    • কেউ নয়: আপনার ডিভাইস দৃশ্যমান নয় বলে অন্যরা আপনার সাথে শেয়ার করতে পারবেন না।
পরামর্শ: আরও ব্যক্তিগতভাবে ও নিরাপদে শেয়ার করার জন্য আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন এবং পরিচিতি অথবা আপনার ডিভাইস বিকল্পটি বেছে নিন।
অন্য ডিভাইসে কন্টেন্ট পাঠানো
  1. আপনার Windows কম্পিউটারে, Windows অ্যাপের জন্য 'নিয়ারবাই শেয়ার' খুলুন।
  2. যে ফাইল শেয়ার করতে চান সেটি বেছে নিন।
    • এছাড়াও, আপনি ফাইল বেছে নিন অথবা ফোল্ডার বেছে নিন বিকল্প বেছে নিতে এবং যে ফাইল বা ফোল্ডার শেয়ার করতে চাইছেন সেটি খুঁজতে পারবেন।
  3. অ্যাপ উইন্ডোয় ফাইল টেনে আনুন।
  4. যে ডিভাইসের সাথে আপনার ফাইল শেয়ার করতে চান তা বেছে নিন।
    • আপনি কোনও পিন পেলে দেখে নিন যে তা যেন প্রাপকের ডিভাইসের সাথে মেলে।
    • আপনি এটি খুঁজে না পেলে, যে ডিভাইসে পাঠাতে চাইছেন সেটি আপনার ডিভাইসের কাছে দৃশ্যমান কিনা সেই বিষয়ে নিশ্চিত হন।
  5. শেয়ার করুন বিকল্পটি বেছে নিন।
  6. প্রাপক একবার শেয়ার করার বিষয়টি কনফার্ম করলে আপনার ফাইল পাঠানো হয়।

পরামর্শ: ফাইল টেনে নিয়ে রাখতে না পারলে:

  • এছাড়াও, আপনি যা করতে পারবেন:
    1. ফাইল খুঁজতে।
    2. ফাইলের উপর মাউস রেখে ডানদিকের বোতামে ক্লিক করতে।
    3. 'নিয়ারবাই শেয়ার' ফিচারের মাধ্যমে পাঠান বিকল্পটি বেছে নিতে।
  • আপনি হয়ত অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপটি খুলেছেন। আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপটি খোলেননি তা নিশ্চিত করতে।
কারও থেকে কন্টেন্ট গ্রহণ করা

গুরুত্বপূর্ণ: কারও থেকে ফাইল পেতে গেলে, আপনার ডিভাইসটিকে তাদের কাছে অবশ্যই শনাক্তযোগ্য হতে হবে। আপনি 'সেটিংস ' থেকে আপনার ডিভাইসের দৃশ্যমানতা পরিবর্তন করতে পারবেন।

  1. 'নিয়ারবাই শেয়ার' ব্যবহার করে কেউ আপনাকে কন্টেন্ট পাঠালে, আপনি বিজ্ঞপ্তি পাবেন।
    • আপনার Android ডিভাইস, “আশেপাশে থাকা ডিভাইস শেয়ার করছে” বললে: চালু করুন বিকল্পটি বেছে নিন যাতে আপনার ডিভাইস শনাক্ত করা যায় ও আপনি দ্বিতীয় ধাপে যান।
    • এটি প্রেরক সম্পর্কিত তথ্য দেখালে: গ্রহণ করুন অথবা প্রত্যাখ্যান করুন বিকল্প বেছে নিন।
  2. শেয়ার সংক্রান্ত অনুরোধ পর্যালোচনা করুন।
    • আপনি কোনও পিন পেলে, সেটি প্রেরকের ডিভাইসে থাকা পিনের সাথে মিলছে কিনা তা ভালভাবে দেখে নিন।
  3. কন্টেন্ট পেতে, গ্রহণ করুন বিকল্পটি বেছে নিন।
    • আপনার "ডাউনলোড" ফোল্ডারে ফাইলটি সেভ করা হয়।
পরামর্শ: আপনি একই Google অ্যাকাউন্টের মাধ্যমে নিজের ডিভাইসগুলির মধ্যে কন্টেন্ট শেয়ার করলে, প্রাপক ডিভাইসটি অটোমেটিক ট্রান্সফার গ্রহণ করে।

ইউএসবি থেকে ফাইল ট্রান্সফার করার সময় সমস্যার সমাধান করা

Windows কম্পিউটার
  • আপনার কম্পিউটার সংক্রান্ত সমস্যার সমাধান করা
    • Windows অটোমেটিক যাতে নতুন হার্ডওয়্যার শনাক্ত করে সেটি নিশ্চিত করতে, আপনার কম্পিউটারের সেটিংস চেক করুন।
    • আপনার কম্পিউটার রিস্টার্ট করুন।
  • আপনার ডিভাইস সংক্রান্ত সমস্যার সমাধান করা
  • আপনার ইউএসবি কানেকশন সংক্রান্ত সমস্যার সমাধান করা
    • একটি আলাদা ইউএসবি কেবল ব্যবহার করে দেখুন। সব ইউএসবি কেবেল, ফাইল ট্রান্সফার করতে পারে না।
    • আপনার ডিভাইসে ইউএসবি পোর্ট পরীক্ষা করতে, আলাদা কম্পিউটারে ডিভাইস কানেক্ট করুন।
    • আপনার কম্পিউটারে ইউএসবি পোর্ট পরীক্ষা করতে, আপনার কম্পিউটারের সাথে অন্য ডিভাইস কানেক্ট করুন।
Mac কম্পিউটার
  • আপনার কম্পিউটার সংক্রান্ত সমস্যার সমাধান করা
    • আপনার কম্পিউটারে Mac OS X 10.5 বা তার পরের যেকোনও ভার্সন আছে কিনা তা চেক করুন।
    • আপনার কম্পিউটারে Android File Transfer ইনস্টল করা এবং সেটি খোলা আছে কিনা তা চেক করুন।
    • আপনার কম্পিউটার রিস্টার্ট করুন।
  • আপনার ডিভাইস সংক্রান্ত সমস্যার সমাধান করা
  • আপনার ইউএসবি কানেকশন সংক্রান্ত সমস্যার সমাধান করা
    • একটি আলাদা ইউএসবি কেবল ব্যবহার করে দেখুন। সব ইউএসবি কেবেল, ফাইল ট্রান্সফার করতে পারে না।
    • আপনার ডিভাইসে ইউএসবি পোর্ট পরীক্ষা করতে, আলাদা কম্পিউটারে ডিভাইস কানেক্ট করুন।
    • আপনার কম্পিউটারে ইউএসবি পোর্ট পরীক্ষা করতে, আপনার কম্পিউটারের সাথে অন্য ডিভাইস কানেক্ট করুন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13060380602412616351
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false