বিজ্ঞপ্তি

আমরা সম্প্রতি প্রকাশনা পৃষ্ঠার আপডেটের ঘোষণা করেছি। আরও তথ্য জানতে এখানে পড়ুন

আপনার নিবন্ধ পৃষ্ঠার জন্য পেশাদার পদ্ধতি

Google News-এ আপনার সাইটের নিবন্ধ দেখানো হবেই এমন কোনও গ্যারান্টি নেই, কিন্তু নিম্নলিখিত সাজেশন ফলো করলে আমাদের ক্রলারের, আপনার নিবন্ধ খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়বে।

URL রিডাইরেক্ট

Google News রিডাইরেক্ট কিছুটা পর্যন্ত অনুসরণ করতে পারে। আপনার পৃষ্ঠা যাতে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি তা নিশ্চিত করার জন্য, কমপক্ষে একটি স্ট্যাটিক টেক্সট লিঙ্ক থেকে যাতে আপনার সাইটের প্রতিটি পৃষ্ঠায় পৌঁছানো যায় সেই ব্যবস্থা করুন।

রিডাইরেক্ট করার সময়:

  • একটি পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় একটি লিঙ্ক অনুসরণ করার জন্য প্রয়োজনীয় রিডাইরেক্টের সংখ্যা কমান।
  • অপেক্ষাকৃত কম সময়ের জন্য আপনার রিডাইরেক্ট টাইমার সেট করুন।
  • আপনার পৃষ্ঠার বিবৃতিতে মেটা রিফ্রেশের ব্যবহার এড়িয়ে চলুন।
  • সঠিক পৃষ্ঠাতে রিডাইরেক্ট করুন।
  • পৃষ্ঠাগুলি যাতে নিজের দিকেই না রিডাইরেক্ট করা থাকে তা দেখুন।
  • সব রিডাইরেক্ট সঠিক আছে কিনা দেখুন। কোনওটি খালি থাকলে চলবে না।
  • একটি পৃষ্ঠা থেকে অন্যটিতে স্থায়ীভাবে রিডাইরেক্ট করলে, স্থায়ী রিডাইরেক্ট (301) ব্যবহার করুন।
  • URL-এর প্যারামিটার হিসেবে &ID= ব্যবহার করবেন না।
  • আপনার সাইট কীভাবে ক্রল করা হবে তা দেখতে, কোনও কুকি ছাড়া টেক্সট ব্রাউজার ব্যবহার করে আপনার সাইটে নেভিগেট করুন।
  • ডেস্কটপের মতো মোবাইলেও এক ডোমেন থেকে অন্য ডোমেনে রিডাইরেক্টের বিষয়টি অটোমেটিক রাখুন। যেমন যদি example.com মোবাইলে example1.com-এ রিডাইরেক্ট করে, তাহলে এটি ডেস্কটপেও example1.com-এ রিডাইরেক্ট করা উচিত। সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ম্যাচ করে না এমন রিডাইরেক্টগুলি ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের কন্টেন্ট দেখতে বাধা দিতে পারে।

আমরা অনুসরণ করতে পারি না এমন ইউআরএল সম্পর্কে আরও জানুন

স্ট্রাকচার্ড ডেটা মার্ক-আপ

আপনার প্রকাশ করা নিবন্ধগুলির ব্যাপারে Google-এর যাতে সঠিক তথ্য থাকে তা নিশ্চিত করতে সেগুলির স্ট্রাকচার্ড ডেটা মার্ক-আপ আপডেট করুন।

Google News-এ আপনার কন্টেন্ট দেখানোর সময় নিম্নলিখিত কিছু ফিল্ডে আমরা তথ্য ব্যবহার করতে পারি:

  • datepublished: ISO 8601 ফর্ম্যাট-এ নিবন্ধটি প্রথমবার প্রকাশিত হওয়ার তারিখ ও সময়।
  • datemodified: ISO 8601 ফর্ম্যাট-এ নিবন্ধটি পরিবর্তন হওয়ার সাম্প্রতিক সময় এবং তারিখ।
    • Google-এ তারিখ সম্পর্কিত আরও নির্ভুল তথ্য দেওয়ার জন্য এই প্রপার্টি যোগ করুন।
  • শিরোনাম: নিবন্ধের শিরোনাম। শিরোনামে ১১০টির বেশি অক্ষর থাকলে চলবে না।
  • ছবি: নিবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ছবির URL। নিবন্ধের সাথে সরাসরি যুক্ত এমন কোনও মার্ক-আপ করা ছবিই শুধুমাত্র দেখানো যাবে।
  • isAccessibleForFree: হল একটি বুলিয়ান ট্যাগ যা চার্জ না করা এবং শুল্কযুক্ত কন্টেন্টের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ফ্ল্যাগ করা হয়।
  • author.url: একটি পৃষ্ঠার লিঙ্ক যা স্বতন্ত্রভাবে নিবন্ধের লেখককে শনাক্ত করে। উদাহরণস্বরূপ, লেখকের সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা, আমার সম্পর্কে পৃষ্ঠা বা জীবনী সংক্রান্ত পৃষ্ঠা।

আপনার নিবন্ধ পৃষ্ঠায় কীভাবে স্ট্রাকচার্ড ডেটা যোগ করবেন তা জানুন

প্রকাশনার তারিখ প্রদান করুন

কোনও নিবন্ধের তারিখ ও সময় দেখানোর জন্য Google News বিভিন্ন উপায় অবলম্বন করে। সেটি সঠিকভাবে করার কাজে আমাদের সাহায্য করতে নিচের নির্দেশিকা মেনে চলুন:

  • পরিষ্কারভাবে একটি তারিখ ও সময় দেখান: Google News-এর জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে নিবন্ধের সময় ও তারিখ স্পষ্টভাবে দেখাতে হবে। শিরোনাম ও নিবন্ধের টেক্সটের মাঝে সেটি দেখালে ভাল হয়। 
  • কৃত্রিম উপায়ে কোনও খবরকে সাম্প্রতিক বলে চালানো যাবে না: কোনও নিবন্ধের উল্লেখযোগ্য পরিবর্তন করা হলে, সেটিতে নতুন তারিখ ও সময় যোগ করলে ভাল হয়। তবে, প্রকাশক নিবন্ধে উল্লেখযোগ্য তথ্য যোগ না করলে বা অন্য গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে কৃত্রিমভাবে কোনও খবরকে সাম্প্রতিক হিসেবে চালানো আমাদের নির্দেশিকা বিরোধী। এছাড়া, আগে প্রকাশিত কোনও খবর অল্প আপডেট করে নতুন খবর তৈরি করা এবং পুরনো খবর থেকে নতুনটিতে রিডাইরেক্ট করে পুরনোটি মুছে দেওয়াও আমাদের নির্দেশিকা বিরোধী।
  • স্ট্রাকচার্ড ডেটা ব্যবহার করুন: সঠিক টাইম জোন (এএমপিনন-এএমপি পৃষ্ঠার জন্য নির্দেশিকা দেখুন) সহ "datePublished" বা "dateModified" ফিল্ড ব্যবহার করুন।
  • প্রকাশনার তারিখ সহ সাইটম্যাপ এন্ট্রি ব্যবহার করুন: আপনি কোনও Google News সাইটম্যাপ তৈরি করে থাকলে, এই নিবন্ধের সাইটম্যাপ এন্ট্রিতে একটি <publication_date> ট্যাগ উল্লেখ করতে হবে। প্রতিটি ইউআরএলে নিবন্ধ প্রকাশনার তারিখ W3C ফর্ম্যাট-এ অন্তর্ভুক্ত থাকতে হবে।
  • তারিখের ব্যাপারে সাধারণ নির্দেশিকা দেখুন: Google সাধারণত কীভাবে তারিখ নির্ধারণ করে সেই সম্পর্কে আরও জানুন।

নিবন্ধের শীর্ষকে যাতে ভুল না হয় দেখুন

আমরা আপনার নিবন্ধ পৃষ্ঠা স্ক্যান করে কন্টেন্টের সঠিক শিরোনাম নির্ধারণ করতে আমাদের ক্রলার ব্যবহার করে থাকি। আপনার কন্টেন্টের থেকে সঠিক শীর্ষক দেখানোর কাজে সাহায্য করতে আমাদের পেশাদার পদ্ধতি অনুসরণ করুন:

  • নিবন্ধের বডির উপরে বিশেষ জায়গায় শীর্ষক যোগ করুন, যেমন <h1> ট্যাগের মধ্যে।
  • নিবন্ধ পৃষ্ঠার শীর্ষক (HTML-এ <title> ট্যাগে দেখানো) এবং নিবন্ধের শীর্ষক (<h1>বা সমতুল্য ট্যাগে দেখানো) এক রাখুন।
  • বিভাগীয় পৃষ্ঠার নিবন্ধকে নির্দেশ করছে যে অ্যাঙ্কর টেক্সট সেটি নিবন্ধ/পৃষ্ঠার শীর্ষকের সাথে এক রাখুন।
  • নিবন্ধ পৃষ্ঠায় নিবন্ধের শীর্ষক বা সেটির কোনও সাবস্ট্রিং অ্যাক্টিভ হাইপারলিঙ্ক হিসেবে ব্যবহার করবেন না।
  • নিবন্ধের শীর্ষকে তারিখ বা সময় লিখবেন না।
  • নিবন্ধের শীর্ষক কমপক্ষে ১০টি অক্ষর এবং ২ থেকে ২২টি শব্দের মধ্যে হতে হবে।
  • নিবন্ধের শীর্ষক যাতে মোবাইল ডিভাইসে ঠিকভাবে দেখা যায়, সেই জন্য সেটির অ্যাঙ্কর টেক্সটের শুরুতে কোনও নম্বর লিখবেন না।

আপনার সাইটের নিবন্ধগুলি যে দেখানো হবেই সেই বিষয়ে কোনও গ্যারান্টি দিতে না পারলেও, এই সাজেশনগুলি আমাদের ক্রলার যাতে সঠিক শিরোনাম পড়ে সেই সম্ভাবনা বাড়ায়।

ছবি না থাকা বা ভুল ছবি দেখানো আটকান

Google News যাতে আপনার নিবন্ধের সাথে সম্পর্কযুক্ত সঠিক ও প্রধান ছবিটি ইন্ডেক্স করে তা নিশ্চিত করতে, পেশাদার পদ্ধতি অনুসরণ করুন:

  • লোগো বা ক্যাপশনের পরিবর্তে নিবন্ধের সাথে প্রাসঙ্গিক ছবি ব্যবহার করুন।
  • আপনি কোন ছবিকে নিবন্ধের পাশে থাম্বনেল হিসেবে দেখাতে চান তা ছবি ক্রল করার সময় স্পষ্টভাবে বোঝাতে Schema.org বা og:image ট্যাগ ব্যবহার করুন।
  • Google Images-এ কাজ করে এমন ছবির ফর্ম্যাট ব্যবহার করুন।
  • ছবির সাইজ কমপক্ষে ৬০ x ৯০ পিক্সেল হতে হবে।
  • ছবির আকৃতির অনুপাত ঠিক আছে কিনা দেখুন।
  • ছবিকে ইনলাইন হিসেবে ফর্ম্যাট করুন।
  • ছবিকে সংশ্লিষ্ট নিবন্ধের শীর্ষকের কাছাকাছি রাখুন।
  • ছবিতে ভালভাবে লেখা ক্যাপশন যোগ করুন।
  • robots.txt ফাইল বা মেটা ট্যাগ ছবি অ্যাক্সেস করতে বাধা দিচ্ছে কিনা দেখুন।

ব্যবহারকারীদের যতগুলি সম্ভব বিভিন্ন সোর্স দেখাবার জন্যে আমরা অনেক সময় আলাদা সূত্র থেকে সংগৃহিত প্রাসঙ্গিক ছবি যোগ করে দেখাই। আপনার সবকটি ছবি যে অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়ে কোনও গ্যারান্টি দিতে না পারলেও, এই পেশাদার পদ্ধতি Google News-এ সেগুলির অন্তর্ভুক্তির সম্ভাবনা বাড়াবে।

ভুল নিবন্ধের স্নিপেটগুলি ঠিক করুন

ব্যবহারকারী কোনও নিবন্ধ ক্লিক করার আগে তাকে সেটির একটি প্রিভিউ দেখাতে, Google News আমাদের হোমপেজ ও সার্চ ফলাফলে সেটির অল্প কিছুটা অংশ দেখায়। কোন টেক্সট অন্তর্ভুক্ত করতে হবে তা নির্ধারণ করতে, আমাদের ক্রলার প্রতিটি নিবন্ধের শীর্ষকের কাছে থাকা বডি টেক্সটের কোড পড়ে।

robots মেটা ট্যাগের একটি সেট ও টেক্সট বা ভিডিওর সর্বাধিক দৈর্ঘ্য উল্লেখ করতে দেয় এমন HTML অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রকাশকরা তাদের নিবন্ধের কন্টেন্ট এডিট করতে পারেন। শিরোনামের নিচে কীভাবে কন্টেন্টের প্রিভিউ কনফিগার করা যায় তা জানুন

Google News আপনার নিবন্ধের ভুল স্নিপেট দেখালে, নিম্নলিখিতগুলির জন্য আপনার সোর্স কোড পর্যালোচনা করুন:

  • প্রতিটি পৃষ্ঠার সোর্স কোডে নিবন্ধের শীর্ষক ও বডির মধ্যে কোনও অতিরিক্ত টেক্সট আছে কিনা দেখুন।
  • নিবন্ধের প্রথম বাক্যগুলির থেকে তারিখের তথ্য ও লেখকের স্বীকৃতি আলাদা করে উল্লেখ করুন।

কন্টেন্ট ব্লক করুন

Google News আসল সংবাদ কন্টেন্টে অ্যাক্সেস দিতে চায়। এই উদ্দেশ্যে Google News-এ থাকা প্রকাশকদের অবশ্যই কিছু নির্দিষ্ট ধরনের কন্টেন্ট ব্লক করতে হবে। এছাড়াও, অন্যান্য ধরনের কন্টেন্টের ক্ষেত্রে সেরা URL বেছে নেওয়া ব্লক করতে বা ব্যবহার করতে সাজেশন দেওয়া হয়। Google News-এ ব্লক করতেই হবে এমন কন্টেন্ট সম্পর্কে জানুন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15316552824645857945
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100499
false
false