Google News থেকে কন্টেন্ট সরানো

প্রকাশক ও সাইটের মালিকরা ভুল তথ্য বা কাজ করে না এমন লিঙ্ক সহ কন্টেন্ট সরিয়ে দিতে পারেন। খবরের সোর্স থেকে অজান্তে সমস্যা সহ কন্টেন্ট প্রকাশ করা হলে অথবা Google News-এর কম্পিউটার অ্যালগরিদমে সমস্যা থাকলে, এই সমস্যা দেখা দেয়।

Google News থেকে কীভাবে কন্টেন্ট সরাতে হয়

  1. আপনার সাইট থেকে কন্টেন্ট সরান এবং সেটি আবার প্রকাশ করুন।

পরামর্শ: আপনি কন্টেন্ট প্রকাশ করে না থাকলে, সেটি সরানোর জন্য সরাসরি প্রকাশকের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রকাশককে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে বলুন।

এই কন্টেন্ট আবার ক্রল করা থেকে Google News-কে ব্লক করতে একটি robots.txt এন্ট্রি সেট-আপ করুন

Google Search থেকে কন্টেন্ট সম্পূর্ণ সরিয়ে দিতে, Google থেকে কীভাবে তথ্য সরাতে হয় সেই সম্পর্কে আরও জানুন

গুরুত্বপূর্ণ: সরিয়ে দেওয়ার পরে আমরা একই ইউআরএলে নিবন্ধ ক্রল করতে পারি না।

সমস্যা কীভাবে রিপোর্ট করতে হয়

আপনি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পরেও Google News-এ ভুল কন্টেন্ট দেখানো হলে, এখানে আমাদের জানান। কন্টেন্টের সমস্যার বিষয়ে যতটা সম্ভব বিবরণ প্রদান করুন, যেমন Google News-এ নিবন্ধের শিরোনামটি ঠিকভাবে দেখানো হচ্ছে না।

সরানোর প্রসেসটির জন্য কিছু দিন সময় লাগতে পারে। কন্টেন্ট সরাতে কত সময় লাগতে পারে সেটি, সরানোর ধরন এবং সমস্যা কতটা গুরুতর তার উপরে নির্ভর করে।

 

Google News-এর পাঠকদের জন্য নোট:

আপনি যে কন্টেন্ট দেখছেন সেটি কাস্টমাইজ করতে চাইলে, কীভাবে নিউজ সেটিংস নিজের পছন্দ অনুযায়ী সেট করা যায় তা জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4776367842855926481
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100499
false
false